তামিল সংস্কৃতির অঙ্গ জালিকাট্টু, কন্নাডিগা সংস্কৃতির অঙ্গ কাম্বালা এবং মারাঠা অস্মিতার অঙ্গ গরুর গাড়ির দৌড়কে সাংবিধানিক সুরক্ষা দিল সুপ্রিম কোর্ট। তিন ভিন্ন সংস্কৃতিতে এই তিন খেলাই ঐতিহ্য- বাহী। স্থানীয় জাতিসত্তার আবেগ এই তিন খেলার সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে।এই তিন খেলাকে চালু রাখতে সং- শ্লিষ্ট তিন রাজ্য যে আইন সংশোধন করেছে,তাকেই তাতে সম্মতি দিয়েছে দেশের শীর্ষ আদালত।এর ফলে এই খেলাগুলিকে সাংবিধানিক সুরক্ষা দিল সর্বোচ্চ আদালতের সাংবিধানিক বেঞ্চ।ফলে এই তিন খেলাকে কেন্দ্র করে এবার আর নিষেধাজ্ঞার কোনও অবকাশই রইল না।বিচারপতি কেএম জোসেফের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চের পক্ষে রায় ঘোষণার সময় বিচারপতি অনিরুদ্ধ বোস বলেন, এই খেলাগুলি একটি ‘ঐতিহ্যগত এবং সাংস্কৃতিক অধিকার’ হিসেবে সাংবিধানিক সুরক্ষা পেতে পারে।জালিকাট্টু ‘এরু থাঝুভু- থাল’নামেও পরিচিত। তামিলনাড়ুতে পোঙ্গল উৎসবের (ক্ষেত থেকে নতুন ফসল ঘরে তোলার উৎসব)অঙ্গল হল জালিকাট্টু খেলা।আদতে ক্ষিপ্ত ষাঁড়কে বাগে আনার এই খেলা নিয়ে এর আগে কম বিতর্ক হয়নি।তামিলনাড়ুর মতো দক্ষিণের আর এক রাজ্য কর্নাটকে হয় কাম্বালা দৌড় এবং মহারাষ্ট্রে গরুর গাড়ির দৌড়।কর্নাটক কাম্বালা রেস হয় নভেম্বর থেকে মার্চের মধ্যে।এতে একজোড়া মহিষকে একটি লাঙলের সঙ্গে বেঁধে রেখে একজন ব্যক্তি তাদের টেনে নিয়ে যান। একসঙ্গে সমান্তরাল কর্দ- মাক্ত ট্র্যাকে ছুটতে হয় তাদের। বড় কঠিন এই খেলা। দ্রুততম দলটিই বিজয়ী হয়। সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে, ‘তামিলনাডু সংশোধনী আইনের বিষয়ে আমাদের সিদ্ধান্ত মহারাষ্ট্র এবং কর্নাটকের সংশোধনী আইনকেও পথ দেখাবে এবং আমরা তিনটি সংশোধনী আইনকেই বৈধ আইন বলে মনে করি।বিচারপতি কেএম জোসেফ, বিচারপতি অনিরুদ্ধ বোস,বিচারপতি অজয় রাস্তোগি, বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি সিটি রবিকুমা- রের সমন্বয়ে গঠিত বেঞ্চ বলেছে,এই আইন, বিধি এবং বিজ্ঞপ্তিতে থাকা আইন কর্তৃপক্ষ কঠোরভাবে প্রয়োগ করবে। বিচারপতি অনিরুদ্ধ বোস বলেন, ‘আমরা নির্দেশ দিয়েছি যে জেলা ম্যাজিস্ট্রেট/বসংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন/বিজ্ঞপ্তি-সহ সংশোধনী হিসাবে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার দায়িত্ব পালন করবেন।’বেঞ্চ বলে,তামিলনাড়ু সংশোধনী আইনটি ভারতের সংবিধানের সপ্তম তফসি-লের তালিকা ৩-এর ১৭ অনুচ্ছেদের সঙ্গে সম্পর্কিত।এই আইন সংশ্লিষ্ট খেলায় পশুদের প্রতি নিষ্ঠুরতা হ্রাস করে।
অনলাইন প্রতিনিধি :-বুধবার পাকিস্তানের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত বরাবর বড়সড় মহড়া দিতে চলেছে ভারতের বায়ুসেনা।…
অনলাইন প্রতিনিধি :-একদিকে আর্থিক সংকট অপরদিকে শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল…
অনলাইন প্রতিনিধি :এবছর কমলপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৩৮০ নম্বর…
অনলাইন প্রতিনিধি :-মাত্র একদিন আগেই রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল…
বিয়ের ছয়দিনের মাথায়, মধুচন্দ্রিমা যাপনে গিয়ে চোখের সামনে জঙ্গিদের বুলেটে স্বামীকে হারানো স্ত্রীর বুকফাটা কান্না…
দৈনিক সংবাদ অনলাইন :-বর্তমানে সারা বিশ্বের প্রতিদিনে খাদ্য তালিকা খাদ্যের আঁশের ওপর বেশ জোর দেওয়া…