জালিয়াতি রুখতে বাতিল ৭০ লক্ষ মোবাইল!!
অনলাইন প্রতিনিধি :- ডিজিটাল জালিয়াতি রুখতে ৭০ লক্ষ মোবাইল নম্বর বাতিল করেছে কেন্দ্রীয় সরকার।এই মোবাইল নম্বরগুলোর সাহায্যে সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।মঙ্গলবার এই তথ্য দেন ফিনান্সিয়াল সার্ভিসেস সেক্রেটারি বিবেক যোশি।অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল পেমেন্ট সম্পর্কিত ক্রমবর্ধমান জালিয়াতি বিষয়ক এক বৈঠকে শ্রীযোশি বলেন,এই ক্ষেত্রগুলোতে চলমান প্রক্রিয়া ও ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ব্যাঙ্কগুলোকে বলা হয়েছে।এই ধরনের আরও বৈঠক হবে এবং পরবর্তী বৈঠক জানুয়ারীতে হবে বলে জানান তিনি। আধার এনাবল্ড পেমেন্ট সিস্টেম ফ্রওড (এইপিএস) নিয়ে তিনি বলেন, রাজ্যগুলোকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে এবং তথ্যের সুরক্ষা নিয়ে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। ব্যবসায়ীদের কেওয়াইসি আধুনিকীকরণের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। সাইবার জালিয়াতি রুখতে বিভিন্ন সরকারী সংস্থার মধ্যে সমন্বয় কীভাবে আরও বাড়ানো যায় সে বিষয়ে মূলত বৈঠকে আলোচনা হয়েছে।শ্রীযোশি বলেন, সাইবার জালিয়াতি নিয়ে সমাজে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সহজ সরল গ্রাহকদের প্রতারকদের পাতা ফাঁদে পা দেওয়া থেকে রক্ষা করা যেতে পারে।ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে ডিজিটাল পেমেন্ট ফ্রওড নিয়ে সাম্প্রতিক পরিসংখ্যানের উপর একটি প্রেজেন্টেশন এই বৈঠকে উপস্থাপন করে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার। অর্থনৈতিক, রাজস্ব, টেলিকম দপ্তর এবং মিনিস্ট্রি অব ইলেকট্রনিক্স অ্যাণ্ড ইনফরমেশন টেকনোলজি, টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া এবং ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইণ্ডিয়ার শীর্ষ আধিকারিকগণ ওই বৈঠকে উপস্থিত ছিলেন। সাম্প্রতিক অতীতে ইউকো ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অব বরোদা যে ডিজিটাল জালিয়াতি প্রত্যক্ষ করেছে এর পরিপ্রেক্ষিতে এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।১০-১৩ নভেম্বরের মধ্যে ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস-এর মাধ্যমে অন্যান্য ব্যাঙ্কের হোল্ডারদের দ্বারা সাধিত বিভিন্ন লেনদেনের টাকা ইউকো ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়।কোনও সঠিক প্রমাণপত্র ছাড়াই এই লেনদেন সাধিত হয়।এভাবে ৮২০ কোটি টাকা চলে আসে। ইউকো ব্যাঙ্ক তড়িঘরি করে গ্রাহকদের বহু অ্যাকাউন্ট ব্লক করে ৮২০ কোটির মধ্যে ৬৪৯ কোটি উদ্ধার করতে সক্ষম হয়।বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর গোচরে নেওয়া হয়েছে।তবে প্রযুক্তিগত ত্রুটি না কি হ্যাকারদের কারণে এই বিভ্রাট তা স্পষ্ট নয়।