জালিয়াতির দায়ে বরখাস্ত দুই কর আধিকারিক
অনলাইন প্রতিনিধি:- সরকারী নথি জালিয়াতির অভিযোগে ট্যাক্স কমিশনারের দপ্তরের দুই শীর্ষ পদাধিকারীকে বরখাস্ত করা হলো। অ্যাসিস্টেন্ট কমিশনার অব ট্যাক্সেস হরিপদ রায় এবং সুপারিনটেন্ডেন্ট অব ট্যাক্সেস সুমন দাসকে বরখাস্তে নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার।জানা যায়, এই দুই আধিকারিকের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবার বিভাগীয় তদন্ত শুরু হবে নিয়ম অনুযায়ী। ট্যাক্স কমিশনারের দপ্তরের এই নির্দেশনামায় (৪-১২(৭৮)- ট্যাক্স/২৩-পার্ট (২)-পার্ট (১) গোমতী জেলার অ্যাসিস্টেন্ট কমিশনার অব ট্যাক্সেস সুশান্ত দেববর্মাকে আগরতলায় প্যালেস কম্পাউন্ডে কর ভবনের শীর্ষ দায়িত্বে আনা হচ্ছে। সুপারিনটেন্ডেন্ট অব ট্যাক্সেস গৌতম চৌধুরীকে আগরতলায় চার্জ ফোর দপ্তরে সুপারিনটেন্ডেন্ট অব ট্যাক্সেস এর দায়িত্বে যোগ দিতে বলা হয়েছে। এই দুই আধিকারিকের বর্তমান দায়িত্বে যাবেন যথাক্রমে আসিস্টেন্ট কমিশনার রামকৃষ্ণ হালদার এবং সুপারিনটেন্ডেন্ট অব ট্যাক্সেস অপূর্ব রায়।