জিএসটি’র সঠিক ব্যবহারে সামনের সারিতে ত্রিপুরাঃ নির্মলা

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। শুক্রবার দুপুরে দুই দিনের সফরে রাজ্য এলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন। এদিন আগরতলা এমবিবি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মুখ্য সচিব জে.কে.সিনহা সহ অন্যান্যরা।

এদিন বিকেলে নেতাজি চৌমুহনী স্থিত আয়কর ভবনে নবনির্মিত জিএসটি ভবনের উদ্বোধনী পর্বে আয়োজিত পূজায় অংশগ্রহণ করেন তিনি। এরপর ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত এই জি এস টি ভবনের উদ্বোধন করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তারপর ঘুরে দেখেন সম্পূর্ণ ভবন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছাড়াও অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ দপ্তরের রাজ্য প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী, রাজস্ব সচিব সঞ্জয় মলহোত্রা, সিবিআইটিসি’র চেয়ারম্যান বিবেক জোহরি।

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ সহ মঞ্চে উপস্থিত অন্যান্যরা। এরপর মঞ্চে উপস্থিত প্রত্যেককেই পুষ্পস্তবক ও ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের প্রতিকৃতী দিয়ে সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রথমেই ত্রিপুরায় জিএসটি ভবনের উদ্বোধনের বিষয়টি নিয়ে আনন্দ ও খুশি প্রকাশ করেন। তিনি বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে জিএসটি’র ইতিবাচক দিকগুলি সম্পর্কে অবগত হতে হবে এবং নিজেদের প্রতিষ্ঠানকে জিএসটি নথিভুক্ত করতে হবে।

তিনি আরও বলেন, জিএসটি’র উপযুক্ত ও সঠিক ব্যবহারে নজির স্থাপন করেছে উত্তর-পূর্ব ভারত৷ তার মধ্যে ত্রিপুরা রয়েছে সামনের সারিতে। পাশাপাশি তিনি বলেন, এই জিএসটি ভবনের মাধ্যমে বিশেষভাবে উপকৃত হবে জনগন। নবনির্মিত এই জিএসটি ভবনকে সর্বোচ্চ সীমা পর্যন্ত ব্যবহার করে রাষ্ট্রহিতে নিজেদের যোগদান দিতে সকলের প্রতি আহবান জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শেষে নবনির্মিত ভবন প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করেন তিনি।

এরপর এদিনের পরবর্তী কর্মসূচী অনুষ্ঠিত হয় রাজধানীর একটি বেসরকারি হোটেলে। সেখানে ফিতা কেটে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক পরিচালিত সৌরশক্তি দ্বারা চালিত ভ্রাম্যমাণ এটিএমের উদ্বোধন করেন তিনি। এরপর ১২১ জন ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের বিজনেস কোরেসপন্ডেন্সদের সঙ্গে গ্রামীন এলাকার জনসাধারণের উন্নয়ন কিভাবে সম্ভবপর করা যায়, সেসমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি এদিন এই বেসরকারি হোটেলেই উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি ব্যাঙ্কিং ক্ষেত্রের আধিকারিকদের নিয়ে গুরত্বপূর্ণ সভায় মিলিত হন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
দু’দিনের এই সফরে আগামীকাল অর্থাৎ শনিবার ত্রিপুরার আন্তর্জাতিক বাণিজ্য করিডোরগুলি পরিদর্শন করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।

Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

8 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

8 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

9 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago