Categories: দেশ

জিএসটির ৫ বছরে ঠোকাঠুকি

এই খবর শেয়ার করুন (Share this news)

জিএসটি নিয়ে প্রবল টানাপোড়েন । জিএসটির পঞ্চম বর্ষপূর্তি সমাপ্ত হল । প্রত্যাশিতভাবেই শুক্রবার থেকে কেন্দ্রীয় সরকার বিগত পাঁচ বছরে কীভাবে জিএসটি ভারতের অর্থনীতি ও বাণিজ্যকে সম্পূর্ণ বদলে দিয়েছে ইতিবাচকভাবে সেই প্রচার শুরু করেছে । কেন্দ্রীয় অর্থমন্ত্রক বলেছে , এই পাঁচ বছরে জিএসটি যেভাবে প্রয়োগ করা হয়েছে , সেটা কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষে লাভজনক ও সরল হয়েছে । পাশাপাশি ক্ষুদ্র থেকে বৃহৎ , উৎপাদন সেক্টর থেকে অনলাইন , প্রতিটি ব্যবসায়ীকে অনেক সুবিধা প্রদান করেছে । অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন জিএসটি দিবস উদ্বোধন করেন দিল্লীতে ।

তিনি বলেন , জুন মাসে ১ লক্ষ ৪৪ হাজার কোটি টাকা জিএসটি আদায় হয়েছে । গত পাঁচ বছরে অসংখ্য প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে জিএসটি ব্যবস্থাকে সফল করার জন্য । কিন্তু অর্থমন্ত্রক এবং জিএসটি ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মী অফিসারদের অক্লান্ত পরিশ্রম এই নয়া করকাঠামোকে সফল ও আধুনিক করে তুলতে সমর্থ হয়েছে । সীতারামনের এই বক্তব্যকে সম্পূর্ণ খন্ডন করে কংগ্রেসের রাজ্যসভার সদস্য এবং প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম বলেছেন , জিএসটি জন্মলগ্ন থেকেই একটি ত্রুটিপূর্ণ ব্যবস্থা । আজ পাঁচ বছর সম্পন্ন হওয়ার পর এই করকাঠামোর সম্পূর্ণ ভুল ত্রুটি এবং বিপজ্জনক অংশগুলি প্রকাশিত ।

ভারতের অর্থনীতিকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে জিএসটির এই নতুন মডেল । ২০১৪ সালের আগে যে জিএসটি কাঠামো ইউপিএ সরকার গঠন করেছিল , সেই কাঠামোকে সম্পূর্ণ ধ্বংস করে নতুন যথেচ্ছাচার সংবলিত ভ্রান্তিপূর্ণ এবং বিভ্রান্তিমূলক ট্যাক্স ব্যবস্থা চালু করেছে মোদি সরকার । যা এই পাঁচ বছর পর বস্তুত এখন গোটা অর্থনীতিকেই ধ্বংস করে দিয়েছে এই জিএসটি । তাই অবিলম্বে জিএসটি ব্যবস্থার এই কাঠামো বাতিল করে দেওয়া হোক । পরিবর্তে একটিমাত্র ট্যাক্সই দিতে হবে , এই ব্যবস্থা চালু হোক । এই দাবি করে চিদাম্বরম এদিন এআইসিসি দপ্তরে সাংবাদিক সম্মেলন করেন ।

তিনি তথ্য ও পরিসংখ্যান দিয়ে বলেন , সবথেকে বেশি লোকসানে পড়েছে রাজ্যগুলি । তাদের ২০১৭ সালে বলা হয়েছিল প্রতি বছর ১৪ শতাংশ হারে রাজস্ব বৃদ্ধিহার ঘটবে । আর যে রাজস্ব ঘাটতি অথবা লোকসান হবে সেই ক্ষতিপূরণ ওই ১৪ শতাংশ বৃদ্ধিহার ধরে নিয়ে কেন্দ্ৰ প্রদান করবে । কিন্তু রাজ্যগুলি ক্ষতিপূরণের ক্ষেত্রে সম্পূর্ণ লোকসানের সম্মুখীন হল । কারণ রাজ্যগুলির অনিচ্ছা সত্ত্বেও ঋণের বোঝা চাপানো হয়েছে তাদের উপর । আর এখন একদিকে যেমন জিএসটি আদায় কমে যাচ্ছে , আবার মূল্যবৃদ্ধির জেরে বাণিজ্যিক লেনদেন প্রায় শ্লথ হয়েছে , ঠিক তখন আগামীদিনে ক্ষতিপূরণ দেওয়া হবে কি না সেটা নিয়েও কেন্দ্ৰীয় সরকার সিদ্ধান্তহীনতায় ভুগছে । জানানো হচ্ছে না ।

একইভাবে চিদাম্বরমের দাবি , ২০১৬ সালের নভেম্বর মাসে ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাকে প্রবল ধাক্কা দেওয়া হয়েছিল নোটবন্দি প্রকল্পে । আর তারপর এই সেক্টরকে ধনেপ্রাণে মেরে ফেলার ব্যবস্থা করা হয়েছে এই জিএসটির মাধ্যমে । সুতরাং আজ মোদি সরকার যে জিএসটির এত সাফল্য প্রচার করছে , অর্থনীতির মন্দার অন্যতম কারণই এই করকাঠামো ।

Dainik Digital

Recent Posts

কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হানা!!

অনলাইন প্রতিনিধি :-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলে পড়ল জঙ্গিরা। কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিরা এলোপাথাড়ি গুলি…

9 hours ago

রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে নীতিন সাক্ষাতে বিপ্লব!!

অনলাইন প্রতিনিধি :- জাতীয় সড়ক এনএইচ-৮ -এর ভগ্নাবস্থায় বিভিন্ন অংশ দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের…

13 hours ago

ধান উৎপাদনে দেশে ষষ্ঠ স্থানে ত্রিপুরা, জমি ফেলে রাখবেন না কৃষকদের আহ্বান রতনের!!

অনলাইন প্রতিনিধি :-গ্রাম হলো আমাদের শক্তি,কৃষক আমাদের অন্নদাতা' এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের কৃষি ক্ষেত্রকে…

13 hours ago

এবার কি ইউসিসি?

কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার। রামমন্দির প্রতিষ্ঠা।তিন তালাক প্রথা বাতিল।নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ (সিএএ)। ওয়াকফ…

13 hours ago

ধস নেমে চলাচল বন্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে!!

অনলাইন প্রতিনিধি :-প্রচন্ড বৃষ্টি ও ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন জম্মু ও কাশ্মীরের রামবান জেলা…

1 day ago

না ফেরার দেশে পোপ ফ্রান্সিস!!

অনলাইন প্রতিনিধি :-ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সোমবার মৃত্য হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।দক্ষিণ…

1 day ago