জিবিতে ইমার্জেন্সি ভারুলার রিপেয়ার’জটিল অস্ত্রোপচারে বাঁচলো এক দরিদ্র শ্রমিকের জীবন

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যাণ্ড জিবিপি হাসপাতালে জটিল অস্ত্রোপচারে এক শ্রমিকের জীবন রক্ষা করলেন চিকিৎসকরা।গত ২৫ মে দুপুর ২টা নাগাদ উদয়পুর তুলামুড়া নিবাসী ৪০ বছর বয়সি আরেত বাহাদুর মলসম নামে একজন দিনমজুর আগরতলা নাগেরজলা জলের সাব মারসিবল পাম্প বসানোর কাজ করার সময় বাঁ পায়ে মহাশিরা ও মহাধমনী বৈদ্যুতিক কাটার মেশিনে লেগে কেটে যায়।সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। নিমেষেই তিনি অচৈতন্য হয়ে যান।সাথে সাথে তাকে নিয়ে আসা হয় জিবিপি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে।সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক দেখার পর সিটিভিএস ডিপার্টমেন্টে খবর পাঠান।
সঙ্গে সঙ্গে সিটিভিএস ডিপার্টমেন্টের টিম নিচে গিয়ে রোগীকে দেখেন, দ্রুত জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করার
ব্যবস্থা করেন।তৎক্ষণাৎ রোগীকে ট্রমা সেন্টার থেকে সিটিভিএস ডিপার্টমেন্টে স্থানান্তরিত করা হয়। সে সময় রোগী অচৈতন্য অবস্থায় ছিলেন এবং রোগীর অক্সিজেন লেভেল অনেক নিচে নেমে গিয়েছিল। রোগীর হিমোগ্লোবিন লেভেল তিনে (৩%) নেমে যায়।রোগীর ব্লাড প্রেশার পরিমাপযোগ্য ছিল না।কার্ডিয়াক অ্যানেসথেসিস্ট ডা. মণিময় দেববর্মা এবং ডা. সুরজিৎ পাল তাকে আইসিইউতে নিয়ে গিয়ে ইমার্জেন্সি চিকিৎসা পরিষেবা শুরু করেন।কয়েক ইউনিট রক্ত জোগাড় করে কিছুক্ষণের মধ্যেই রোগীকে সিটিভিএস অপারেশন থিয়েটারেনিয়ে যাওয়া হয়। ডা. কনক নারায়ণ ভট্টাচার্যের নেতৃত্বে আট সদস্যের একটি সার্জিক্যাল টিম দীর্ঘ চার ঘন্টাব্যাপী অপারেশন করেন। অপারেশনে দেখা যায় তার বাঁপায়ের কুঁচকির সমস্ত মহাধমনী,মহাশিরা ও নার্ভ কেটে ছিন্নভিন্ন অবস্থায় আছে। তাৎক্ষণিকভাবে আশেপাশের রক্ত চলাচল বন্ধ রেখে সমস্ত ধমনী,শিরা ও নার্ভকে জোড়া লাগানো হয়।অপারেশনের শেষে রোগীকে আইসিইউতে ভেন্টিলেশনে রাখা হয় ৷বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন।চিকিৎসা পরিভাষায় এই অপারেশনকে ইমার্জেন্সি ভারুলার রিপেয়ার বলা হয়।এই অপারেশনে ডা. কনক নারায়ণ ভট্টাচার্য ছাড়াও
ছিলেন দুজন অ্যানেসথেসিস বিশেষজ্ঞ, অন্যান্য নার্স টেকনিশিয়ানরা।

Dainik Digital

Recent Posts

মণিপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা, বন্ধ ইন্টারনেট,, কার্ফু জারি!!

অনলাইন প্রতিনিধি :-উত্তপ্ত মণিপুরের অশান্তির আঁচ এবার পৌঁছল মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত।মন্ত্রী-বিধায়কদের বাড়িতে হামলার পর এবার…

60 mins ago

ক্ষমতার আস্ফালন, কমিশনে দোষী সাব্যস্ত ডিএসপি প্রসূন!!

অনলাইন প্রতিনিধি :-বেআইনিভাবে এবং ক্ষমতার অপব্যবহার করে চিকিৎসককে মারধর করার অভিযোগে রাজ্য পুলিশের ডিএসপি প্রসূনকান্তি…

2 hours ago

রিজার্ভ ব্যাঙ্ক উড়িয়ে দেওয়ার হুমকি!!

অনলাইন প্রতিনিধি :-ট্রেন, বিমানের পর এবার দেশের সবথেকে বড় ব্যাঙ্করিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াই উড়িয়ে দেওয়ার…

2 hours ago

রাজ্যের শান্তি-সম্প্রীতি ঐক্য রক্ষায় মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক জিতেনের!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন। মন্ত্রীর এই সাম্প্রদায়িক উস্কানির দৌলতে, গণ্ডাছড়া,…

2 hours ago

পালাবদলে দেশ বদলায়?

আমেরিকায় পালাবদলের পর বিশ্বের অশান্ত এলাকাগুলিতে,যুদ্ধবিধ্বস্ত সকল অঞ্চলে নতুন ভাবনাচিন্তা শুরু হইয়াছে। বিশেষত দুইটি যুদ্ধ…

3 hours ago

মানুষকে মৃত্যুর ‘স্বাদ’ দিতে ‘কফিন ক্যাফে’ চালু জাপানে!!

অনলাইন প্রতিনিধি :- জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নয়ে নীর, হায়…

1 day ago