জিবিতে শুরু পেইন ক্লিনিক পরিষেবা
জিবিপি হাসপাতালে শুক্রবার সুপারস্পেশালিটি পরিষেবা পেইন ক্লিনিকের উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা জিবিপি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান প্রতিমা ভৌমিক ।
অ্যানেসথেসিও ডিপার্টমেন্টের এই সুপারস্পেশালিটি পরিষেবা সপ্তাহে দুই দিন অর্থাৎ সোমবার ও বৃহস্পতিবার খোলা থাকবে । এই পেইন ক্লিনিক পরিষেবায় অত্যাধুনিক গবেষণালব্ধ উপায়ে বিভিন্ন ইন্টারভেনশন এবং ওষুধের মাধ্যমে যেকোনও ক্রনিক ব্যথা যেমন কোমর ব্যথা , ঘাড়ে ব্যথা , বিভিন্ন বাতের ব্যথা , ক্যান্সারের ব্যথা , অস্থিপেশী ও স্নায়ুজনিত যে কোনও ব্যথার চিকিৎসা অত্যাধুনিক উপায়ে করা হবে । এটি জিবিপি হাসপাতালের এনটিএইচ -২ বিল্ডিং – এর ওপিডি টিকিট কাউন্টারের উপরের তলায় রয়েছে । ডা . রাজেশ চৌধুরী , এমডি , এফআইপিএম দুইদিন পেইন ক্লিনিকে রোগী দেখবেন বলে জানা গেছে । রোগী দেখে যাদের ইন্টারভেনশন প্রয়োজন , তাদের সপ্তাহে একদিন পেইন ওটি – তে নিয়ে পরিষেবা দেওয়া হবে।কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন রাজ্যবাসীর সুবিধার্থেই এই পরিষেবা চালু করা হয়েছে । তবে জিবিপি হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে সকল স্তরের স্বাস্থ্য কর্মী প্রশাসনিক স্তরের সহযোগিতাতেই এই পরিষেবা চালু করা সম্ভব হয়েছে । এখন সপ্তাহে দু’দিন এই পরিষেবা প্রদান করা হলেও রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে আরও একটি ওপিডি করার চিন্তা ভাবনা করা হবে বলেও জানান তিনি । জানা গেছে , দেশের খুব কম হাসপাতালেই এই সুপারস্পেশালিটি পরিষেবা রয়েছে ।