জিবিপি হাসপাতালে শুক্রবার সুপারস্পেশালিটি পরিষেবা পেইন ক্লিনিকের উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা জিবিপি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান প্রতিমা ভৌমিক ।
অ্যানেসথেসিও ডিপার্টমেন্টের এই সুপারস্পেশালিটি পরিষেবা সপ্তাহে দুই দিন অর্থাৎ সোমবার ও বৃহস্পতিবার খোলা থাকবে । এই পেইন ক্লিনিক পরিষেবায় অত্যাধুনিক গবেষণালব্ধ উপায়ে বিভিন্ন ইন্টারভেনশন এবং ওষুধের মাধ্যমে যেকোনও ক্রনিক ব্যথা যেমন কোমর ব্যথা , ঘাড়ে ব্যথা , বিভিন্ন বাতের ব্যথা , ক্যান্সারের ব্যথা , অস্থিপেশী ও স্নায়ুজনিত যে কোনও ব্যথার চিকিৎসা অত্যাধুনিক উপায়ে করা হবে । এটি জিবিপি হাসপাতালের এনটিএইচ -২ বিল্ডিং – এর ওপিডি টিকিট কাউন্টারের উপরের তলায় রয়েছে । ডা . রাজেশ চৌধুরী , এমডি , এফআইপিএম দুইদিন পেইন ক্লিনিকে রোগী দেখবেন বলে জানা গেছে । রোগী দেখে যাদের ইন্টারভেনশন প্রয়োজন , তাদের সপ্তাহে একদিন পেইন ওটি – তে নিয়ে পরিষেবা দেওয়া হবে।কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন রাজ্যবাসীর সুবিধার্থেই এই পরিষেবা চালু করা হয়েছে । তবে জিবিপি হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে সকল স্তরের স্বাস্থ্য কর্মী প্রশাসনিক স্তরের সহযোগিতাতেই এই পরিষেবা চালু করা সম্ভব হয়েছে । এখন সপ্তাহে দু’দিন এই পরিষেবা প্রদান করা হলেও রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে আরও একটি ওপিডি করার চিন্তা ভাবনা করা হবে বলেও জানান তিনি । জানা গেছে , দেশের খুব কম হাসপাতালেই এই সুপারস্পেশালিটি পরিষেবা রয়েছে ।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…