দৈনিক সংবাদ অনলাইন, আগরতলা।।রাজ্যের অটল বিহারি বাজপেয়ী আঞ্চলিক ক্যান্সার হাসপাতালের সার্জিক্যাল অনকোলজি টিম এবং জিবি হাসপাতালের নিউরোসার্জারি টিম ক্যান্সারের অত্যন্ত জটিল অস্ত্রোপচার সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে । ৩২ বছর বয়সী এক মহিলার মাথার খুলির হাড়ের সাথে জড়িয়ে ছিল বড় ক্যান্সারযুক্ত টিউমার।
মাথার খুলির হাড়ের সাথে টিউমারের অংশ অপারেশনের মাধ্যমে সরিয়ে, টাইটানিয়াম জাল এবং পোস্টেরিয়র স্কাল্প রোটেশন ফ্ল্যাপ দিয়ে জুড়ে দেওয়া হয়েছে। ক্যান্সার হাসপাতাল এবং জিবি হাসপাতালের সম্মিলিত ১০ জনের যৌথ বিশেষজ্ঞ চিকিৎসক দলের ৮ ঘন্টার প্রচেষ্টায় জটিল এই নিউরো অপারেশনটি সফল হয়।
আগরতলা মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালের নিউরোসার্জারি অপারেশন থিয়েটারে ডাঃ সিদ্ধা রেড্ডির পৌরোহিত্যে, ডাঃ, দেবদত্ত সাহা (নিউরোসার্জন), ডাঃ শুভাশীষ লস্কর (আরএমও) টিম সেই সাথে ডাঃ আশিস গুপ্তার নেতৃত্বে অনকোলজি টিমের সদস্যরা হলেন ডাঃ অম্লান দেববর্মা, ডাঃ ভাস্কর রায়, ডাঃ সুমন দাস, ডাঃ রাহুল, ডাঃ সৈকত সেন, ডাঃ রাকেশ ত্রিপুরা।এছাড়াও ছিলেন ডাঃ মৃণাল দেববর্মা অ্যানেস্থেটিস্ট এবং নিউরো ওটি’র বুখরাই জামতিয়া। সকলের অক্লান্ত প্রচেষ্টায় এই জটিল অপারেশনটি সফল হয়েছে।
সাধারণত এরূপ জটিল অপারেশনের ক্ষেত্রে ৫ লক্ষ টাকা খরচ হয়। কিন্তু প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার আওতায় মাত্র ৫০ হাজার টাকার মধ্যেই এই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে রোগীনি সুস্থ আছেন এবং খাবারও গ্রহণ করছেন। রাজ্যের চিকিৎসকদের এই বড় সাফল্যে কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃমানিক সাহা। তিনি বলেন, বর্তমানে নিউরোর মত জটিল রোগের চিকিৎসার জন্য আর কাউকে বহিঃরাজ্যে ছুটতে হবে না।
অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…
অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…