জিবি এলাকায় যানজট এড়াতে উড়ালপুল নয়, নির্মাণ করা হবে বিকল্প সড়ক। মঙ্গলবার বিধানসভায় এই কথা জানান মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। এই সড়ক হবে শ্যামলীবাজার থেকে বর্তমান জিবি ফায়ার স্টেশনের পিছন দিক দিয়ে। এতে খরচ যেমন কম হবে, তেমনি সমস্যাও অনেক কম হবে। উল্লেখ্য, জিবি বাজার এলাকায় যানজট এড়িয়ে অ্যাম্বুলেন্স সহ বিশেষ করে রোগী পরিবাহী যানবাহনগুলি নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে শ্যামলীবাজার থেকে এজিএমসি অ্যাণ্ড জিবি হাসপাতাল পর্যন্ত একটি ফ্লাইওভার নির্মাণের প্রয়োজনীয়তা সম্পর্কিত দৃষ্টি আকর্ষণী নোটিশ উত্থাপন করেছিলেন মুখ্যসচেতক কল্যাণী রায়। সেই নোটিশের জবাব দিতে গিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা একটি ছোট শহর। এখানে ফ্লাইওভার নির্মাণ করতে গেলে নানা সমস্যার সম্মুখীন হতে হবে। কেননা, আমাদেরে পুরনো অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। তাই জিবি এলাকার যানজট সমস্যা নিরসনে এখন শ্যামলীবাজার থেকে এজিএমসি অ্যাণ্ড জিবি হাসপাতাল চত্বর পর্যন্ত একটি বিকল্প রাস্তা নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও, আশু যানজট সমস্যা সমাধানের লক্ষ্যে জিবি বাজার সংলগ্ন অটোস্ট্যাণ্ডের স্থান পরিবর্তন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বিষয়ে আলোচনাকালে মুখ্যমন্ত্রী বলেন, বিকল্প রাস্তাটি শ্যামলীবাজার থেকে বর্তমান জিবি ফায়ার স্টেশনের পিছন দিক দিয়ে করা যায় কি না খতিয়ে দেখা হবে। রিপোর্ট হাতে এলেই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
অনলাইন প্রতিনিধি :-রবিবার সকালে উচ্চস্তরীয় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন তাঁর লোক কল্যাণ…
আয়তনের দিক থেকে বিশ্বের ৩৩ম বৃহত্তম দেশ পাকিস্তান।কিন্তু ঋণের জালে জর্জরিত পাকিস্তান দেশটির আর্থিক অবস্থা…
অনলাইন প্রতিনিধি :-প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড। মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।…
অনলাইন প্রতিনিধি :-জরুরি বৈঠকে বসলেন স্বরাষ্ট্র সচিব ও আইবি প্রধান। বৈঠকে রয়েছেন মুখ্যসচিবরাও। জানা যাচ্ছে,…
অনলাইন প্রতিনিধি :-বিকেল পাঁচটায় সংঘর্ষবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ফের গিরগিটি রূপ ধারণ করল পাকিস্তান।…
অনলাইন প্রতিনিধি :-রাত পোহানো দূর অস্ত। চার ঘণ্টাও কাটল না। এর মধ্যেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে…