জিবি, আইজিএমে ঔষধ, চিকিৎসা সামগ্রীর সংকট দূর হয়নি, দুর্ভোগ!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি:- রাজ্যের প্রধান দুটি সরকারী হাসপাতাল হলো জিবি এবং আইজিএম। দুটি হাসপাতালেই রোগীরা চিকিৎসকের প্রেসক্রিপশনের ৯০-৯৫ শতাংশ ঔষধ ও চিকিৎসা সামগ্রী হাসপাতাল থেকে বিনা মূল্যে পাচ্ছেন না। রোগীর আত্মীয় ঔষধের দোকান থেকে চড়ামূল্যে ঔষধ কিনে আনছেন। অপারেশন সংক্রান্ত চিকিৎসা সামগ্রীও ঔষধের দোকান থেকে চড়ামূল্যে কিনে আনছেন। শুধু বহির্বিভাগই নয়, অন্ত:বিভাগে প্রতিদিন প্রচুর সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি থাকেন। এইসব রোগী ও রোগীর
আত্মীয়স্বজন সবসময়ই অভিযোগ করেন জিবি এবং আইজিএম হাসপাতাল থেকে রোগীকে সুস্থ করার জন্য প্রেসক্রিপশনের ৯০-৯৫ শতাংশ ঔষধ ও চিকিৎসা সামগ্রী কিনে এনে হাসপাতালে দিতে হয়। বাজারে ঔষধ ও চিকিৎসা সামগ্রীর দাম দিন দিন
লাগামছাড়া বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসকের প্রেসক্রিপশনের ঔষধ হাসপাতালে না পেয়ে ফার্মেসি তথা ঔষধের দোকান থেকে কিনে আনতে গিয়ে প্রচণ্ড ফাঁফরে পড়ছেন। পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। সরকারী হাসপাতাল হলেও হাসপাতালে রোগীর চিকিৎসা বাবদ রোগীর পরিবারের প্রচুর টাকা চলে যাচ্ছে। তাতে রোগী ও রোগীর ক্ষুব্ধ আত্মীয়রা সব সময়ই প্রশ্ন তুলছেন রাজ্যের প্রধান দুই হাসপাতালেই যদি রোগীর চিকিৎসা বাবদ রোগীর পরিবারের এতো টাকা চলে যায় তাহলে রাজ্যের অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের কী আরও বেহাল দশা তা সহজেই বোঝা যায়। জিবি এবং আইজিএম হাসপাতালে রোগী এনে চিকিৎসা পরিষেবা বাবদ এতো টাকা যে খরচ হয়ে যায় তা কোন দিন হাসপাতাল ম্যানেজমেন্ট, হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্যদপ্তর কেউ স্বীকার যান না।রোগীর নিত্য দুর্ভোগ ও অভিযোগের বাস্তব চিত্র সংবাদ মাধ্যমে প্রকাশিত হলেই হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য দপ্তর সংবাদ ঠিক নয় বলে সংবাদ অফিসে সংবাদের প্রতিবাদ বা সংবাদের স্পষ্টীকরণ লিখে পাঠিয়ে দেয়। কিন্তু তাতেই রোগীর দুর্ভোগ ও অভিযোগগুলির সঠিক তদন্ত ও সুরাহা না করে ধামাচাপা দেওয়া হচ্ছে বলে রোগী ও রোগীর আত্মীয়দের অভিযোগ। কোন দিন হাসপাতাল অথরিটির তরফে বা স্বাস্থ্য দপ্তরের তরফে রোগীরা হাসপাতালে সঠিক চিকিৎসা পরিষেবা, সঠিক ব্যবস্থাপনা, ঔষধ ও চিকিৎসা সামগ্রী পাচ্ছেন কিনা সেই বিষয়ে হাসপাতাল ঘুরে ঘুরে রোগী ও রোগীর আত্মীয়স্বজনকে জিজ্ঞাসা করছেন না, কথাও বলছে না বলেও রোগী ও রোগীর আত্মীয়দের নিত্যদিনের অভিযোগ। আরও বিস্ময়কর ব্যাপার হলো রোগী ও রোগীর আত্মীয়স্বজন কোথায় গিয়ে অভিযোগ জানাবেন, কার কাছে গিয়ে জানাবেন জিবি এবং আইজিএমে এমন কোন পৃথক বিভাগ নেই। শুধু রোগী ও রোগীর অভিযোগ শোনার জন্য দুটি হাসপাতালেই কোন সেল বা বিভাগ চালু নেই। রোগী ও রোগীর আত্মীয়দের দীর্ঘদিনের দাবি হাসপাতালে পৃথক অফিস খুলে উপযুক্ত আধিকারিক বসিয়ে রেখে যেন রোগীর দুর্ভোগ, চিকিৎসা পরিষেবার হাল হকিকত ও হাসপাতাল থেকে চিকিৎসকের প্রেসক্রিপশনের ঔষধ, চিকিৎসা সামগ্রী এইসব বিষয়ে অভিযোগ শোনা হোক। এই বিষয়টি চালু হলেই অভিযোগের বাস্তবতা ও সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ সঠিক কিনা তা বুঝে নিতে পারবে হাসপাতাল অথরিটি ও স্বাস্থ্য দপ্তর অথরিটি। তারপরই হাসপাতালের এইসব বিষয়ে তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে হাসপাতাল অথরিটি ও স্বাস্থ্য দপ্তর অথরিটি। খুব শীঘ্রই রাজ্যের বড় হাসপাতাল দুটি এই ব্যবস্থা চালু করার দাবি উঠেছে। রোগী ও রোগীর আত্মীয়স্বজনের ধারণা তাতে করে হাসপাতালের চিকিৎসা পরিষেবার মান যেমন উন্নত ও হাসপাতালে সুব্যবস্থা বাড়বে তেমনি রোগীর দুর্ভোগ
কমবে ও হাসপাতাল থেকে প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসা সামগ্রী পেতে সহজ হবে। এদিকে, জিবি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে হাসপাতালে দুটি ফার্মেসি চালু করা হয়। দরপত্রের মাধ্যমে বহি:রাজ্যের একটি বেসরকারী সংস্থাকে দুটি ফার্মেসি চালু করার দায়িত্ব দেওয়া হয়। ফার্মেসি চালুর সময় দরপত্রের শর্ত। ছিল রোগীর ঔষধ ও চিকিৎসা সামগ্রীর মূল্যের উপর ত্রিশ শতাংশ ছাড় দেওয়া। কিন্তু ঔষধে মিললেও চিকিৎসা সামগ্রীর মূল্যের উপর তার অর্ধেক টাকা ছাড়ও ফার্মেসি থেকে রোগীরা পাচ্ছেন না বলে অভিযোগ। তাছাড়া ফার্মেসিতে কোন কোন প্রেসক্রিপশনের পঞ্চাশ ভাগ আবার কোন কোন প্রেসক্রিপশনের কোন ঔষধ ও চিকিৎসা সামগ্রী এই ফার্মেসিতে মিলছে না বলে রোগী ও রোগীর আত্মীয়দের নিত্যদিনের অভিযোগ। যদিও ফার্মেসি চালুর সময় দরপত্রের শর্ত ছিল রোগীর প্রেসক্রিপশনের সব ঔষধ ও চিকিৎসা সামগ্রী যেন পায়। ফলে রোগী ও রোগীর আত্মীয়কে ফার্মেসিতে ঔষধ না পেয়ে প্রেসক্রিপশন হাতে নিয়ে রাত দিন জিবি বাজারে বেসরকারী ফার্মেসিতে ছুটে যেতে হচ্ছে। বেসরকারী ফার্মেসিতে গিয়ে চড়া মূল্যে ঔষধ ও চিকিৎসা সামগ্রী কিনে আনতে হচ্ছে। তাতে রোগী ও রোগীর আত্মীয়স্বজন অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। জিবি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির উদাসীনতায় ও হাসপাতাল অথরিটির নির্লিপ্ত ভূমিকায় রোগী কল্যাণ সমিতির ফার্মেসিতে গিয়ে রোগীরা বিপাকে পড়ছেন বলেও অভিযোগ। এদিকে, আইজিএম হাসপাতালে এই ধরনের ঔষধ ও চিকিৎসা সামগ্রীর মূল্যের উপর ছাড় যুক্ত কোন ফার্মেসি চালু না থাকায় রোগীরা তার কোন সুবিধা পাচ্ছেন না। দুটি হাসপাতালে সস্তায় জেনেরিক মেডিসিন কাউন্টার থাকলেও সেখানেও প্রেসক্রিপশনের নব্বুই শতাংশের উপর ঔষধপত্র রোগীরা পাচ্ছেন না বলেও অভিযোগ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

হৃদরোগে হঠাৎ মৃত্যু: কার্ডিয়াক অ্যারেস্টের কারণ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…

13 hours ago

প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…

13 hours ago

আঠাশের বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার বার্তা প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…

13 hours ago

হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!

অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…

13 hours ago

সতর্কতাই বাঞ্ছনীয়!!

নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…

13 hours ago

খুশির ঈদ উদযাপন

অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…

1 day ago