অনলাইন প্রতিনিধি || জিবি হাসপাতালে এই প্রথম ব্রেনের অ্যাঞ্জিওগ্রাফি করা হলো।জটিল রোগ নির্ণয়ে এর আগে কখনো জিবি হাসপাতালে এই ধরনের পরীক্ষা হয়নি।পরীক্ষার ব্যবস্থাও ছিলো না।সম্প্রতি আগরতলা গভঃ মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের ক্যাথ ল্যাবে এই পরিষেবা অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজ্যের বিশিষ্ট নিউরোলজিস্ট এবং নিউরো ইনটারভেনসনিস্ট বিশেষজ্ঞ ডা. আবির লাল নাথ ও তার টিম গত ২ জুন এক রোগিণীর ব্রেনের অ্যাঞ্জিওগ্রাম করেন সফলতার সাথে।যা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আরও একটি সাফল্যের পালক যুক্ত হলো বলে সংশ্লিষ্টদের অভিমত।উল্লেখ্য, রাখি দেবনাথ নামে বাইশ বছরের এক গৃহবধূ সম্প্রতি প্রচণ্ড মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা এবং দূরের জিনিস দেখতে অসুবিধা নিয়ে জিবি হাসপাতালে আসেন। রাখি দেবনাথের বাড়ি বিশালগড়, স্বামীর নাম গৌতম দেবনাথ। জিবি হাসপাতালের বিশিষ্ট নিউরো সার্জন ডা. সিদ্দা রেড্ডি রোগিণীর এমআরআই পরীক্ষা করান।এমআরআই রিপোর্টে রোগিণীর ব্রেন টিউমার ধরা পড়ে। চিকিৎসা শাস্ত্রে যার নাম ‘পাইলোসাইটিক এস্ট্রো সাইটোমা’।রিপোর্ট দেখে ডা. রেড্ডি রোগিণীকে ডা. আবীর লাল নাথের কাছে রেফার করেন।রোগিণীর ব্রেন টিউমারটির সাথের রক্তের কি কি সংযোগ রয়েছে তা পরীক্ষা করে
দেখার জন্য।নিউরো ইনাটরভেনসনিস্ট বিশেষজ্ঞ ডা. নাথ রোগিণীর ব্রেন অ্যাঞ্জিওগ্রাফি করেন। যা জিবি হাসপাতালের ইতিহাসে প্রথম।এই রিপোর্টের উপর ভিত্তি করে এখন ওই রোগিণীর ব্রেন টিউমার অপারেশন করা হবে। চিকিৎসা বিজ্ঞানে যা জটিল অস্ত্রোপচার বলে বিবেচিত হয়। উল্লেখ্য, রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে এতদিন ব্রেনে অ্যাঞ্জিওগ্রাফি করার ব্যবস্থা ছিলো না।এজিএমসির ক্যাথ ল্যাবে এখন এই চিকিৎসা পরিষেবা চালু করা হয়েছে। রাজ্যের সন্তান বিশিষ্ট নিউরোলজিস্ট এবং নিউরো ইনটারভেনসনিস্ট বিশেষজ্ঞ ডা. আবীর লাল নাথ সম্প্রতি (গত ৩১ মে ২০২৩) জিবি হাসপাতালে নিউরোলজি বিভাগে যোগ দিয়েছেন। তিনিই এখন নিউরোলজি বিভাগের ইনচার্জ। ত্রিপুরাতে শ্রী নাথই একমাত্র নিউরো ইনটারভেনসনিস্ট বিশেষজ্ঞ।
অনলাইন প্রতিনিধি :-সুর বদলে এবার শান্তির বার্তা পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দরের।ভারত যুদ্ধ থামালে, তারাও থেমে…
অনলাইন প্রতিনিধি :-রাজৌরিতে পাক সেনার গোলাবর্ষণে প্রাণ গেল রাজৌরির অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজকুমার থাপার।…
আজকের দিনের প্রতিটি যুদ্ধ মানেই প্রথমেই স্নায়ুযুদ্ধ।স্নায়ুযুদ্ধের মাধ্যমে প্রতিপক্ষের উপর মনস্তাত্ত্বিক চাপ বাড়িয়ে তোলার মাধ্যমে…
অনলাইন প্রতিনিধি :- ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী শুক্রবার সকাল থেকেই…
অনলাইন প্রতিনিধি :-চার দিনের মাথায় আবারও ভূমিকম্প পাকিস্তানে।শুক্রবার রাত ঠিক ১টা ৪৪ মিনিট।আগের দিনের তুলনায়…
অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবারের পুনরাবৃত্তি। সন্ধ্যা আটটার পর থেকেই শুরু হয় একই কায়দায় ড্রোন মিসাইল হামলা…