গুজরাটে আয়োজিত ৩৬তম জাতীয় গেমসে ত্রিপুরার হয়ে জোড়া স্বর্ণ পদক জয় করলো মহিলা জিমনাস্ট প্রতিষ্টা সামন্ত। অ্যাথলেটিক্স, জুডো ও উসুতে এখনও পদকহীন থাকলে গত ২ অক্টোবর গেমস পদক তালিকায় ত্রিপুরার নাম অন্তর্ভুক্তি হয়। জিমনাস্ট প্রতিষ্টার হাত ধরেই পদক তালিকায় ত্রিপুরা নাম লেখায়। প্রতিষ্টা ভল্টিং টেবিল ও ব্যালেন্সিং বিমে জোড়া স্বর্ণপদক জয়ের অনন্য গৌরব অর্জন করে। ভল্টিং টেবিলে প্রতিষ্টা ১২.৬৩৪ পয়েন্ট এবং ব্যালেন্সিং বিমে ১১.২০০ পয়েন্ট করে জোড়া স্বর্ণ পায়। রাজ্যের দ্বিতীয় জিমনাস্ট অস্মিতা পাল এখনও পদক জিততে পারেনি। এদিকে জাতীয় গেমসে জোড়া স্বর্ণ জয় করে রাজ্যের মুখ উজ্জ্বল করায় ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোর সেক্রেটারি জেনারেল রূপক দেবরায় কুড়ি হাজার টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেন। ইতিমধ্যে প্রতিষ্টার সাহাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো হয়েছে বলে তিনি জানান। রূপক দেবরায় জানান, উসু ও জুডোতে ত্রিপুরার পদক জয়ের সম্ভাবনা এখনও রয়েছে। অ্যাথলেটিক্সে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছে বলেও জানিয়েছেন ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোর সেক্রেটারি জেনারেল। এদিকে জোড়া স্বর্ণপদক জেতায় প্রতিষ্টা সামন্তকে অভিনন্দন জানিয়েছেন রাজ্য অলিম্পিক অ্যাসোর সিনিয়র সহ-সভাপতি আশিস কুমার সাহাও।
দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…