গুজরাটে আয়োজিত ৩৬তম জাতীয় গেমসে ত্রিপুরার হয়ে জোড়া স্বর্ণ পদক জয় করলো মহিলা জিমনাস্ট প্রতিষ্টা সামন্ত। অ্যাথলেটিক্স, জুডো ও উসুতে এখনও পদকহীন থাকলে গত ২ অক্টোবর গেমস পদক তালিকায় ত্রিপুরার নাম অন্তর্ভুক্তি হয়। জিমনাস্ট প্রতিষ্টার হাত ধরেই পদক তালিকায় ত্রিপুরা নাম লেখায়। প্রতিষ্টা ভল্টিং টেবিল ও ব্যালেন্সিং বিমে জোড়া স্বর্ণপদক জয়ের অনন্য গৌরব অর্জন করে। ভল্টিং টেবিলে প্রতিষ্টা ১২.৬৩৪ পয়েন্ট এবং ব্যালেন্সিং বিমে ১১.২০০ পয়েন্ট করে জোড়া স্বর্ণ পায়। রাজ্যের দ্বিতীয় জিমনাস্ট অস্মিতা পাল এখনও পদক জিততে পারেনি। এদিকে জাতীয় গেমসে জোড়া স্বর্ণ জয় করে রাজ্যের মুখ উজ্জ্বল করায় ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোর সেক্রেটারি জেনারেল রূপক দেবরায় কুড়ি হাজার টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেন। ইতিমধ্যে প্রতিষ্টার সাহাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো হয়েছে বলে তিনি জানান। রূপক দেবরায় জানান, উসু ও জুডোতে ত্রিপুরার পদক জয়ের সম্ভাবনা এখনও রয়েছে। অ্যাথলেটিক্সে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছে বলেও জানিয়েছেন ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোর সেক্রেটারি জেনারেল। এদিকে জোড়া স্বর্ণপদক জেতায় প্রতিষ্টা সামন্তকে অভিনন্দন জানিয়েছেন রাজ্য অলিম্পিক অ্যাসোর সিনিয়র সহ-সভাপতি আশিস কুমার সাহাও।
অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…
অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…