গুজরাটে আয়োজিত ৩৬তম জাতীয় গেমসে ত্রিপুরার হয়ে জোড়া স্বর্ণ পদক জয় করলো মহিলা জিমনাস্ট প্রতিষ্টা সামন্ত। অ্যাথলেটিক্স, জুডো ও উসুতে এখনও পদকহীন থাকলে গত ২ অক্টোবর গেমস পদক তালিকায় ত্রিপুরার নাম অন্তর্ভুক্তি হয়। জিমনাস্ট প্রতিষ্টার হাত ধরেই পদক তালিকায় ত্রিপুরা নাম লেখায়। প্রতিষ্টা ভল্টিং টেবিল ও ব্যালেন্সিং বিমে জোড়া স্বর্ণপদক জয়ের অনন্য গৌরব অর্জন করে। ভল্টিং টেবিলে প্রতিষ্টা ১২.৬৩৪ পয়েন্ট এবং ব্যালেন্সিং বিমে ১১.২০০ পয়েন্ট করে জোড়া স্বর্ণ পায়। রাজ্যের দ্বিতীয় জিমনাস্ট অস্মিতা পাল এখনও পদক জিততে পারেনি। এদিকে জাতীয় গেমসে জোড়া স্বর্ণ জয় করে রাজ্যের মুখ উজ্জ্বল করায় ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোর সেক্রেটারি জেনারেল রূপক দেবরায় কুড়ি হাজার টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেন। ইতিমধ্যে প্রতিষ্টার সাহাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো হয়েছে বলে তিনি জানান। রূপক দেবরায় জানান, উসু ও জুডোতে ত্রিপুরার পদক জয়ের সম্ভাবনা এখনও রয়েছে। অ্যাথলেটিক্সে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছে বলেও জানিয়েছেন ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোর সেক্রেটারি জেনারেল। এদিকে জোড়া স্বর্ণপদক জেতায় প্রতিষ্টা সামন্তকে অভিনন্দন জানিয়েছেন রাজ্য অলিম্পিক অ্যাসোর সিনিয়র সহ-সভাপতি আশিস কুমার সাহাও।
অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…