গত ম্যাচে হারের পর চিন্তায় পড়ে গিয়েছিল ওয়েস্টইন্ডিজের খেলোয়াড়রা। শুধু তাই নয় তাদের কোচ ফিল সিমন্সও খেলোয়াড়দের জেগে ওঠার পরামর্শ দিয়েছিলেন। আর তার মন্ত্রেই অবশেষে ঘুরে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের দৌড়ে টিকে থাকতে হলে জিম্বাবোয়ের বিরুদ্ধে জিততেই হতো ওয়েস্ট ইন্ডিজকে। যোগ্যতা অর্জনের ম্যাচে শুরুতে চাপে পড়ে গেলেও শেষ পর্যন্ত জিতলেন নিকোলাস পুরানরা। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রত্যাবর্তন করল ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা। বোলিংয়ের দাপটে ৩১ রানে জয়ী হল ক্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজের জয়ে বড় ভূমিকা নিলেন আলজারি জোসেফ। ৪ উইকেট নিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং অবশ্য চিন্তায় রাখল ফিল সিমন্সকে। প্রথমে ব্যাট করে কোনওরকমে ১৫০ পেরোয় ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। দুই পেসার আলজারি জোসেফ এবং জেসন হোল্ডারের বেশ কিছু নিখুঁত ইয়র্কারে জিতে মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ দল। ম্যাচের টার্নিং পয়েন্ট অবশ্যই সিকান্দার রাজার উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করে জিম্বাবোয়ে। প্রথম ওভারে ওঠে ২১ রান। কিন্তু ম্যাচের তৃতীয় ওভারে খেলার গতির বিপরীতে জোসেফের বলে আউট হন রেগিস চাকাভা। জিম্বাবোয়ের টপ ও মিডল অর্ডার রান পায়নি। নির্দিষ্ট ব্যবধানে উইকেট পড়তে থাকে। সিকন্দর রাজাকে ১৪ রানের মাথায় আউট করে জিম্বাবোয়েকে সব থেকে বড় ধাক্কা দেন ওডিন স্মিথ।
শেষ দিকে লুক জংউই কিছুটা চেষ্টা করেন। তবে দলকে জেতাতে পারেননি তিনি। সেই জোসেফের বলে ২৯ রানের মাথায় সাজঘরে ফেরেন তিনি। সেই সঙ্গে জিম্বাবোয়ের জয়ের আশা শেষ হয়ে যায়। ১২২ রানে অলআউট হয়ে যায় তারা। ৩১ রানে ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিন বুধবারের অন্য ম্যাচে কার্টিস ক্যাম্পার অলরাউন্ডার পারফরমেন্সের কারণে স্কটল্যান্ডকে ৬ উইকেটে উড়িয়ে দিল আয়ারল্যান্ড। আইসিসি টি টোয়েন্টি ২০২২ এর গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার হোবার্টের বেলেরিভ ওভালে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ড। সেই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল স্কটিশরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৭৬ রান তুলেছিল স্কটল্যান্ড। এদিন দুরন্ত ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন কার্টিস ক্যাম্পার। ম্যাচের সেরা হয়ে কার্টিস ক্যাম্পার বলেন, “একটি পরিষ্কার খেলার পরিকল্পনা ছিল। এটা আমার আজকের দিন ছিল। আমরা ৯ বা ১০ ওভারের কাছাকাছি কিছু গতি পেয়েছি এবং তারপর এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। টুর্নামেন্টে আমরা অনেকটাই বেঁচে আছি। গত এক বছরের পরিশ্রমের প্রতিদান পাওয়া গেছে।’
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…