Categories: খেলা

জিম্বাবোয়েকে পরাজিত করে আশা বাঁচিয়ে রাখল ওয়েস্টইন্ডিজ

এই খবর শেয়ার করুন (Share this news)

গত ম্যাচে হারের পর চিন্তায় পড়ে গিয়েছিল ওয়েস্টইন্ডিজের খেলোয়াড়রা। শুধু তাই নয় তাদের কোচ ফিল সিমন্সও খেলোয়াড়দের জেগে ওঠার পরামর্শ দিয়েছিলেন। আর তার মন্ত্রেই অবশেষে ঘুরে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের দৌড়ে টিকে থাকতে হলে জিম্বাবোয়ের বিরুদ্ধে জিততেই হতো ওয়েস্ট ইন্ডিজকে। যোগ্যতা অর্জনের ম্যাচে শুরুতে চাপে পড়ে গেলেও শেষ পর্যন্ত জিতলেন নিকোলাস পুরানরা। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রত্যাবর্তন করল ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা। বোলিংয়ের দাপটে ৩১ রানে জয়ী হল ক্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজের জয়ে বড় ভূমিকা নিলেন আলজারি জোসেফ। ৪ উইকেট নিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং অবশ্য চিন্তায় রাখল ফিল সিমন্সকে। প্রথমে ব্যাট করে কোনওরকমে ১৫০ পেরোয় ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। দুই পেসার আলজারি জোসেফ এবং জেসন হোল্ডারের বেশ কিছু নিখুঁত ইয়র্কারে জিতে মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ দল। ম্যাচের টার্নিং পয়েন্ট অবশ্যই সিকান্দার রাজার উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করে জিম্বাবোয়ে। প্রথম ওভারে ওঠে ২১ রান। কিন্তু ম্যাচের তৃতীয় ওভারে খেলার গতির বিপরীতে জোসেফের বলে আউট হন রেগিস চাকাভা। জিম্বাবোয়ের টপ ও মিডল অর্ডার রান পায়নি। নির্দিষ্ট ব্যবধানে উইকেট পড়তে থাকে। সিকন্দর রাজাকে ১৪ রানের মাথায় আউট করে জিম্বাবোয়েকে সব থেকে বড় ধাক্কা দেন ওডিন স্মিথ।
শেষ দিকে লুক জংউই কিছুটা চেষ্টা করেন। তবে দলকে জেতাতে পারেননি তিনি। সেই জোসেফের বলে ২৯ রানের মাথায় সাজঘরে ফেরেন তিনি। সেই সঙ্গে জিম্বাবোয়ের জয়ের আশা শেষ হয়ে যায়। ১২২ রানে অলআউট হয়ে যায় তারা। ৩১ রানে ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিন বুধবারের অন্য ম্যাচে কার্টিস ক্যাম্পার অলরাউন্ডার পারফরমেন্সের কারণে স্কটল্যান্ডকে ৬ উইকেটে উড়িয়ে দিল আয়ারল্যান্ড। আইসিসি টি টোয়েন্টি ২০২২ এর গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার হোবার্টের বেলেরিভ ওভালে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ড। সেই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল স্কটিশরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৭৬ রান তুলেছিল স্কটল্যান্ড। এদিন দুরন্ত ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন কার্টিস ক্যাম্পার। ম্যাচের সেরা হয়ে কার্টিস ক্যাম্পার বলেন, “একটি পরিষ্কার খেলার পরিকল্পনা ছিল। এটা আমার আজকের দিন ছিল। আমরা ৯ বা ১০ ওভারের কাছাকাছি কিছু গতি পেয়েছি এবং তারপর এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। টুর্নামেন্টে আমরা অনেকটাই বেঁচে আছি। গত এক বছরের পরিশ্রমের প্রতিদান পাওয়া গেছে।’

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

প্রধানমন্ত্রীর নরেন্দ্রমোদীর অফিসে রাহুল গান্ধি, সঙ্গে মজুত ছিলেন দেশের প্রধান বিচারপতিও!!

অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…

8 hours ago

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

14 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

16 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

16 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

17 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

17 hours ago