জিরানীয়া স্টেশনে বিরতি এক্সপ্রেস ট্রেনের সূচনা করলেন পর্যটনমন্ত্রী।।।
অনলাইন প্রতিনিধি || আগরতলা- শিলচর ও শিলচর-আগরতলা এক্সপ্রেস ট্রেন আজ থেকে জিরানীয়া স্টেশনে বিরতি দেওয়া শুরু করল।এদিন সবুজ পতাকা নেড়ে এবং যাত্রীদের সঙ্গে কথা বলে যাত্রী ওঠানামা সরেজমিনে পরিদর্শন করে এর সূচনা করেন পরিবহণ, পর্যটন ও খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।জিরানীয়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল দূরপাল্লার যাত্রী ট্রেন জিরানীয়া স্টেশনে স্বল্প সময়ের জন্য থামানোর ব্যবস্থা করা।অবশেষে শিলচর- আগরতলা, আগরতলা-শিলচর ট্রেন থামার ব্যবস্থা হলো শনিবার। গত ১৯ এপ্রিল পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী দিল্লীতে গিয়ে কেন্দ্রীয় রেল তথা যোগাযোগ দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে সাক্ষাৎ করেছিলেন। ওই সময় মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যের রেল ও যোগাযোগ ব্যবস্থার সাথে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রীকে অবগত করিয়ে তার হস্তক্ষেপ ও সাহায্য চেয়েছিলেন।এর মধ্যে ছিল যাত্রী সুবিধার্থে জিরানীয়া রেলস্টেশনে দূরপাল্লার ট্রেন থামানো। অবশেষে কেন্দ্রীয় মন্ত্রী ত্রিপুরার মন্ত্রীর কথায় সাড়া দিয়ে জিরানীয়া স্টেশনে শিলচর-আগরতলা আগরতলা-শিলচর ট্রেন বিরতির ব্যবস্থা করান।এদিন জিরানীয়া রেলস্টেশনে মন্ত্রী যাত্রীদের সাথে কথা বলে অন্য সুবিধা অসুবিধা সম্পর্কেও অবগত হন। উপস্থিত ছিলেন সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক,জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রতন দাস সহ অন্যরা।