জি-টোয়েন্টি ও আমরা

এই খবর শেয়ার করুন (Share this news)

এই প্রথম ভারত জি-টোয়েন্টির চালকের আসন লাভ করিয়াছে শুধু নয়, ইহার চাইতে সুখবর হইল ত্রিপুরা জি-টোয়েন্টির অধিবেশনের দায়িত্ব পাইলো। এই ঘটনা ত্রিপুরার ইতিহাসে দীর্ঘকাল অতি উজ্জ্বল অক্ষরে লেখা থাকিবে। সরকারীভাবে, প্রশাসনিক আয়োজনে কোনও ত্রুটি নাই। বিদেশি অতিথিবর্গকে সমাদরে কোথাও যেন কোনও প্রকার ত্রুটি-বিচ্যুতি না ঘটিয়া যায় সেই জন্য সকল আয়োজন চলিতেছে যুদ্ধকালীন তৎপরতায়।এই সকলই ঠিকঠাক চলিতেছে।এইবার নাগরিক হিসাবে আমাদের দায়দায়িত্ব পালন করিতে হইবে। কোথাও কোনওভাবেই বিদেশি অতিথিবর্গের সম্মুখে আমরা যেন খাটো না হইয়া যাই, সেই দিকে সদা সতর্ক থাকিতে হইবে। ইহা আমাদের প্রতিটি রাজ্যবাসীর দায়।এই সতর্কতা হয়তো অহেতুক। কিন্তু অতিথি আপ্যায়নের আগে সকল আশঙ্কাকেই স্মরণে রাখিতে হয়, যেন অতিথি আপ্যায়নে কোনও রকম ত্রুটি না থাকিতে পারে। আমরা সংস্কৃতিগতভাবে বিশ্বাস করিয়া থাকি অতিথি ভগবানের রূপ। এই থিম লইয়া এই বৎসরের বইমেলাও চলিতেছে। আর এই বইমেলা প্রাঙ্গণে সভাগৃহে বিদেশি সকল অতিথিকে আলোচনা সভায় আমন্ত্রণ জানানো হইয়াছে। রাজধানী আগরতলা সহ কাছাকাছি সকল দ্রষ্টব্য স্থান এখন সাজাইয়া গোছাইয়া, পরিপাটি করা হইয়াছে অতিথি আপ্যায়নের জন্য। এমনিতেই প্রকৃতিগতভাবে আমাদের রাজ্যটি মনোরম। এইবার মানসিকভাবে আমাদেরও সুন্দর হইতে হইবে, হইতে হইবে স্বপ্নদর্শী। এই স্বপ্ন রাজ্যের সমাজের উন্নয়নের।আজ ত্রিপুরার যে রুদ্ধতা তাহার হাত হইতে রেহাই পাইতে গেলে আমাদের সকলকেই ভবিষ্যৎ ভাবনায় ভাবিত হইতে হইবে। ত্রিপুরার সব চাইতে বড় সমস্যা হইলো কর্মসংস্থানের। এই কর্মসংস্থান করিতে হইলে সরকারী দপ্তরের হাতেগোনা শূন্যপদ কিংবা সরকারী আনুকূল্যের কর্মসংস্থান যথেষ্ট নহে। দরকার হইবে পুঁজি নিবেশের। সেই পুঁজি ত্রিপুরায় তখনই আসিবে যখন ত্রিপুরার পরিবেশ শিল্পবান্ধব, নিবেশবান্ধব হইবে। আভ্যন্তরীণ অশান্তির বাতাবরণ কাটাইয়া ফিরিতে হইবে এক আশাবাদী সমাজের নাগরিক হিসাবে।আজ সেই মানসিকতার প্রয়োজন বিদেশি অতিথি আগমনের মুহূর্তে। জি-টোয়েন্টি সম্মেলনে দুই সদস্য রাষ্ট্র ব্রাজিল এবং ইন্দোনেশিয়ার প্রতিনিধিরা ত্রিপুরায় আসিতেছেন। অর্থ এই নহে যে এই দুই রাষ্ট্র ত্রিপুরায় পুঁজি নিবেশ করিবে, সেই কারণে তাঁহারা আসিতেছেন।অর্থ হইলো আমাদের রাজ্যে পুঁজি নিবেশ প্রয়োজন। সেই পুঁজি কোথা হইতে আসিবে তাহা বিষয় নহে। আমরা বহির্বিশ্বের সামনে নিজেকে মেলিয়া ধরিব। জি-টোয়েন্টি সম্মেলনে আয়োজক হিসাবে আমাদের ভাগীদারির যে সুযোগ সামনে আসিয়াছে আমরা সেই সুযোগকে সম্পূর্ণ কাজে লাগাইবো। বিশ্ব প্রতিনিধিদের সামনে মেলিয়া ধরিব, এই আমাদের প্রাচুর্য আর এই হইলো আমাদের সম্ভাবনা। বাকি যা হইবার আপনার হইতেই হইবে। আমরা কেবল সততার সঙ্গে চাহিয়া যাইব। সাক্রমে ফেনি নদীর উপরে মৈত্রী সেতু এখন অপেক্ষমাণ, যে কোনও দিন দক্ষিণ পূর্ব এশিয়ার নানান দেশের সহিত যোগাযোগের দুয়ার হিসাবে খুলিয়া যাইবে। বাংলাদেশের সঙ্গে ট্রেন যোগাযোগের কাজ দ্রুত আগাইয়া যাইতেছে। চেষ্টা রহিয়াছে এই বৎসরের মধ্যে কাজ শেষ করিবার। অর্থাৎ রুদ্ধতা কাটিতেছে। এইবার এই সুযোগকে আমাদের কাজে লাগাইতে হইবে।সম্ভাবনার এক সুবর্ণ ভাবীকালের সম্মুখে দাঁড়াইয়া আছি আমরা। এই সময়ে আমাদের মানসিকতার, চিন্তার ব্যাপক পরিবর্তন দরকার। অন্যকে বলিতে যাইবার আগে নিজেকে ভাবিতে হইবে, আমার পরিবর্তন কতটা আসিয়াছে।সদ্য সমাপ্ত ত্রিপুরা ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশন শেষ হইয়াছে। রাজ্যে ঘটমান নির্বাচনোত্তর সন্ত্রাস লইয়া বিরোধী দলনেতাকে বলিতে শোনা গেল, একবিংশ শতকে এই সকল বিষয় চলিতে পারে না। তিনি যথার্থ বলিয়াছেন। দেশ দুনিয়া অনেক আগাইয়া গিয়াছে, আমরা পড়িয়া আছি সেই যুগে। কিছু বিষয় আগে চলিত বলিয়া এখনও চলিতে হইবে, ভবিষ্যতেও চলিতে হইবে তাহার কোনও মানে নাই। এমন অনেক কিছুই আগে চলিত, এখন চলে না। চলিলে তাহাকে নিন্দনীয় বলিয়াই ধরা হয়।নির্বাচনের জয় পরাজয়ের নামে কিছু মানুষ দুই দলে বিভক্ত হইয়া কেবল রাজ্যের মানুষের সহায় সম্পদ নষ্ট করিতেছে। এতে কোনও দলেরই লাভ হইতেছে না, কেবল ক্ষতিগ্রস্ত হইতেছে ত্রিপুরা। ত্রিপুরার স্বাভাবিক অর্থনীতি বাধাপ্রাপ্ত হইতেছে। আর বাড়তি পাওনা হিসাবে বহিঃরাজ্যের মানুষের কাছে ত্রিপুরার সুনাম নষ্ট হইতেছে। নষ্ট হইতেছে ত্রিপুরার প্রতি বহিঃরাজ্যের, বহিঃবিশ্বের মানুষের মনোনিবেশ আর পুঁজি নিবেশের সম্ভাবনা। আমাদের সকলের চেষ্টায় এই বিষয়গুলি এড়াইয়া যাইতে হইবে এক উন্নত সমাজের অভিমুখে।

Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

16 hours ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

16 hours ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

17 hours ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

17 hours ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

2 days ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

2 days ago