জি-২০ পর, পি-২০ সম্মেলন পরিবেশ রক্ষায় জীবনধারার বড় ভূমিকা রয়েছেঃ বিপ্লব।।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- আগামীকাল শুক্রবার নয়াদিল্লিতে নবম জি -20 পার্লামেন্টারি স্পিকার্স সামিট (পি -20) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেদ্র মোদী l তাকে সামনে রেখে বৃহস্পতিবার দিল্লীর যশোভূমিতে পার্লামেন্টারি ফোরাম অন লাইফ (পরিবেশের জন্য জীবনশৈলী) শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্যসভার একমাত্র মনোনিত সদস্য হিসাবে, অংশগ্রহণ করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, সাংসদ বিপ্লব কুমার দেব l ত্রিপুরার সাংসদের এই বৈঠকে যোগদান, রাজ্যের জন্য অত্যন্ত গৌরবের বিষয় l

পি-২০ শীর্ষ সম্মেলনে, মূল আলোচনার অধিবেশনের জন্য মনোনীত করায় উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে ধন্যবাদ জানিয়েছেন শ্রী দেব।সামাজিক মাধ্যমে তিনি জানান,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বৈশ্বিক কর্মকাণ্ডে ভারতের নেতৃত্ব প্রদানের বিষয়টি এই পদক্ষেপের দ্বারা বিশ্বব্যাপী গণ আন্দোলন হিসাবে ত্বরান্বিত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নেবে।বক্তব্যে শ্রী দেব বলেন, প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং প্রকৃতির সুরক্ষা আমাদের আত্মস্ত।পাঁচ হাজার বছর পুরানো ভারতীয় সংস্কৃতিতে উদ্ভিদের মধ্যে ঈশ্বর আছে’, এই তত্ত্বে বিশ্বাসী।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারতের জাতীয় সঙ্গীতে ‘বিন্ধ্য, হিমাচল, যমুনা, গঙ্গা’ উল্লেখ রয়েছে l মিশন লাইফ- ‘পরিবেশের জন্য জীবনধারা (লাইফ) ২০২১ এ অনুষ্ঠিত, সি ও পি -২৬ শীর্ষ সম্মেলনে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জলবায়ুর প্রেক্ষাপটে সমগ্র বিশ্বকে সংযুক্ত করার জন্য মিশন লাইফ- লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট ক্যাম্পেইনের প্রস্তাব উত্থাপন করেছিলেন।
তিনি বলেন,জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রত্যেকের জীবনধারার একটি বড় ভূমিকা রয়েছে।মিশন লাইফ- ‘ পরিবেশের জন্য জীবনশৈলীর অন্যতম লক্ষ্য হচ্ছে ‘ব্যবহার-এবং-বিলীন অর্থনীতি’-এর পরিবর্তে ‘বৃত্তাকার অর্থনীতি’ প্রতিষ্ঠা করা।

যার উদ্দেশ্য হল কীভাবে আমরা সকলেই আমাদের দৈনন্দিন জীবনে ছোট কিন্তু প্রভাবশালী উদ্যোগ গ্রহণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের বৈশ্বিক অভিযানে যোগ দিতে পারি।রাজ্যসভায় একটি প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে এই ক্ষেত্রে প্রয়াস নিয়েছিলেন বিপ্লব কুমার দেব।প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এই বিলের উদ্দেশ্য ছিল, দেশের স্কুলগুলিতে মিশন লাইফ শেখানো। ভবিষ্যৎ প্রজন্ম যখন বিদ্যালয় স্তরীয় শিক্ষার মাধ্যমে মিশন লাইফ সম্পর্কে অবহিত হবে, তখন তাঁদের মধ্যে এর কল্যাণর্থে ভাবনা ও মানসিকতা তৈরী হবে l সকলকে একত্রিত হয়ে নির্মল পরিবেশের স্বার্থে সম্মিলিত প্রয়াস চালানোর আহ্বান জানান তিনি lবসুধৈব কুটুম্বকম ভাবনায় – এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত’-এই চেতনা নিয়ে, জটিল বৈশ্বিক সমস্যাগুলির ঐক্যমত্য-ভিত্তিক সমাধান প্রদানের লক্ষ্যে মূলত এই আয়োজন।মহিলা নেতৃত্বাধীন উন্নয়ন, পাবলিক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের জীবনে রূপান্তর সহ চারটি বিষয় সম্মেলনে স্থান পাবে l জি-২০ দেশগুলি ছাড়াও আরও ১০টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থা এই সম্মেলনে অংশ নেবে l

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

প্রধানমন্ত্রীর নরেন্দ্রমোদীর অফিসে রাহুল গান্ধি, সঙ্গে মজুত ছিলেন দেশের প্রধান বিচারপতিও!!

অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…

15 hours ago

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

21 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

23 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

24 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

24 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

1 day ago