জি ২০ শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিয়ে বৈঠক।

এই খবর শেয়ার করুন (Share this news)

ভারতের জি ২০ প্রেসিডেন্সিকে কেন্দ্র করে সমন্বয় কমিটির ষষ্ঠ বৈঠক আজ নয়াদিল্লীর প্রগতি ময়দানের আন্তর্জাতিক প্রদর্শনী ও সম্মিলন কেন্দ্রে (IECC) অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর প্রধান সচিব ড. পি কে মিশ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকের মূল মূল বিষয় ছিল, ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লীতে অনুষ্ঠিত হতে যাওয়া জি ২০ শীর্ষ সম্মেলনের বিভিন্ন দিকগুলির প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করা।এই প্রেক্ষাপটে, দিল্লী ও প্রতিবেশী রাজ্যে সম্মেলনস্থলের আয়োজন করার পাশাপাশি প্রোটোকল, নিরাপত্তা, বিমানবন্দরের সাথে সংযোগ, মিডিয়া, অবকাঠামোগত অবস্থার উন্নতি করা ইত্যাদি বিভিন্ন দিক নিয়ে কমিটি আলোচনা করেছে। ড. মিশ্র জি ২০ শীর্ষ সম্মেলনকে সফল করতে সংশ্লিষ্ট সকলকে ‘এটি সম্পূর্ণ সরকারের’ এই নীতি পথ অনুসরণ করে কাজ করার আহ্বান জানান।কমিটির সদস্যরা বিভিন্ন সভার জন্য প্রস্তাবিত স্থানগুলিও পরিদর্শন করেন এবং সমস্ত দিক পরীক্ষা করেন। এছাড়াও, অনুষ্ঠানের আগে ড্রাই রান বা নকল অনুশীলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে বিভিন্ন সংস্থা নির্বিঘ্নে কাজ করে। কমিটি আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য বিভিন্ন প্রস্তুতিমূলক দিক নিয়ে কাজ করার জন্য নির্দেশনা ও অভিমুখ এদিন উপস্থাপন করেছে এবং পরবর্তী দুই সপ্তাহের মধ্যে আরও পর্যালোচনার জন্য ও আবার পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে। সমন্বয় কমিটির বৈঠকটিতে এখন পর্যন্ত অনুষ্ঠিত জি ২০-র বিভিন্ন সভা এবং ভারতের জি ২০ প্রেসিডেন্সির অধীনে নির্ধারিত বাকি বৈঠকগুলির পর্যালোচনা করেছে। কমিটি উল্লেখ করেছে যে জি ২০ প্রেসিডেন্সির অধীনে, ভারত এখন পর্যন্ত দেশের ৫৫টি বিভিন্ন স্থানে ১৭০টি বৈঠকের আয়োজন করেছে। ২০২৩ সালের জুলাই এবং আগষ্ট মাসে মন্ত্রীদের নিয়ে উচ্চপর্যায়ের বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।জি ২০-এর ভারতের প্রেসিডেন্সি সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি ও ব্যবস্থা তদারকি করার জন্য মন্ত্রিপরিষদ কর্তৃক সমন্বয় কমিটিকে অনুমোদন দেওয়া হয়েছে। এ পর্যন্ত সমন্বয় কমিটির পাঁচটি বৈঠক হয়েছে। এগুলি ছাড়াও ভারতের জি ২০ প্রেসিডেন্সি সম্পর্কিত নির্দিষ্ট উপাদান এবং লজিস্টিক্যাল বিষয় নিয়ে আলোচনা করার জন্য বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে।এই বৈঠকে অন্যান্য বিশিষ্ট ব্যক্তি এবং ঊর্ধ্বতন আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন এন এস এ শ্রী অজিত ডোভাল, দিল্লীর লেফটেন্যান্ট গভর্নর শ্রী ভি কে সাক্সেনা, ক্যাবিনেট সচিব রাজীব গৌবা প্রমুখ। (পিআইবি)

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

১৮.৫ ইঞ্চির লেজবিশিষ্ট মার্জারের বিশ্ব রেকর্ড!!

অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…

8 hours ago

কাগজের কাপেও শরীরে যাচ্ছে প্লাস্টিক কণা, ভারসাম্য হারাচ্ছে হরমোন!!

অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…

9 hours ago

লন্ডন-মুম্বই উড়ানে আটকে ২০০ ভারতীয়!!

লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…

9 hours ago

মহাকরণ থেকে পঞ্চায়েত পর্যন্ত,কর্মী সংকটে সর্বত্র অচলাবস্থা প্রশ্নের মুখে ডবল ইঞ্জিনের গতি!!

অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…

9 hours ago

২০০ শয্যার যুব আবাস হচ্ছে বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে!!

অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…

9 hours ago

শান্তি সম্প্রতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…

9 hours ago