জি-৭ বৈঠকে যোগ দিতে জাপানে মোদি
জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির সম্মেলনে যোগ দিতে শুক্রবার জাপানের হিরোসিমায় গিয়ে পৌঁছলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এছাড়া কোয়াড সম্মেলনেও যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদি।এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখান থেকে যাবেন পাপুয়া নিউ গুয়েনা এবং অস্ট্রেলিয়ায়।জি-৭ সম্মেলনে যোগ দেবার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রনেতার সাথে তিনি দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন।এ উপলক্ষে এদিন হিরোসিমা গিয়ে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিরোসিমা পৌঁছে নিজেই টুইট করেন প্রধানমন্ত্রী৷এদিকে, প্রধানমন্ত্রী জাপানের উদ্দেশে রওয়ানা হবার আগে বলেছেন, জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতিনিধিদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় হবে,এ নিয়ে আমি দারুণ উৎসুক হয়ে আছি।
প্রধানমন্ত্রী আরও বলেন,চলতি বছর আমরা জি-২০ দেশগুলির সভাপতিত্ব করছি।এ অবস্থায় জি-৭ দেশগুলির সাথে বৈঠকের বিষয়ে আমি খুবই আনন্দিত।এদিন হিরোসিমায় ভারতীয় প্রধামন্ত্রীকে স্বাগত জানান জাপান এবং ভারতের উচ্চপদস্থ আধিকারিকরা।হোটেলে ভারতীয় কমিউনিটির তরফে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।২১মে পর্যন্ত হিরোসিমায় চলবে জি-৭ সম্মেলন।জি-৭ সম্মেলনে বিভিন্ন সাম্প্রতিক ইস্যুতে আলোচনা হবে।এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সাথেও ভারতীয় প্রধানমন্ত্রীর বৈঠক হবার কথা রয়েছে।