Categories: খেলা

জুনিয়র পেস বোলার খোঁজ।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি:-আগরতলা থেকে শান্তিরবাজার,আমবাসা, ধর্মনগরে জুনিয়র পেস বোলারের খোঁজে টিসিএর পেস বোলার ওপেন ট্রায়াল ক্যাম্পে তিন শতাধিক নতুন পেস বোলার যোগদান করে।গতকাল আমবাসা ও ধর্মনগরে দুদিনের অনূর্ধ্ব উনিশ ও অনূর্ধ্ব ষোল ওপেন ট্রায়াল ক্যাম্প দিয়ে ২৬-২৯ এই চারদিনের ক্যাম্প শেষ হয়। আগরতলায় অনূর্ধ্ব উনিশ ও অনূর্ধ্ব ষোল দুদিনের ক্যাম্পে ১৫০ জনের মতো অংশ নেয়।শান্তিরবাজার ও আমবাসায় পঞ্চাশজন করে অংশ নেয়। তবে দুই বিভাগে তিন শতাধিক অনামি জুনিয়র পেস বোলার অংশ নিলেও স্পটারদের নোটবুকে কিন্তু নামের সংখ্যা তেমন একটা বড়ও নয়।যতদূর খবর, আগামীকালই স্পটাররা তাদের নামের তালিকা টিসিএতে জমা দেবেন।প্রসঙ্গত, অনূর্ধ্ব উনিশ ও অনূর্ধ্ব ষোলদের পেস বোলার ওপেন ট্রায়াল ক্যাম্পে স্পটার হিসাবে দায়িত্বে ছিলেন রাজ্যের প্রাক্তন রঞ্জি পেস বোলার বিনীত জৈন ও মহারাষ্ট্রের কোচ প্রদীপ কিসলিওয়াল। সহকারী হিসাবে ছিলেন রাজ্যের সুবল চৌধুরী, দেবব্রত চৌধুরী, বিশ্বজিৎ দে, কিশোর মুহুরী।তবে যতটুকু খবর, ওপেন ট্রায়াল ক্যাম্পে যাদের চোখে পড়ে স্পর্টারদের তাদের কিন্তু উপযুক্ত নার্সিং দরকার। তবেই এরা সম্পদ হয়ে উঠবে রাজ্য ক্রিকেটের জন্য। অবশ্য নেটে মাত্র ছয়-দশটি বল দেখেই নাকি ক্যাম্পে আসা বোলারদের প্রতি তারা যাচাই করেছে। অবশ্য এছাড়াও উপায়ও ছিল না। তারপরও তাদের নামের তালিকা টিসিএতে জমা পড়বে তাদের নিয়ে দীর্ঘমেয়াদি কোচিং ক্যাম্প হলে ভালো পেস বোলার উঠেও আসতে পারে। এখন দেখার, রাজ্য ক্রিকেটের অভিভাবক সংস্থার কর্মকর্তারা ওপেন ট্রায়াল ক্যাম্প থেকে উঠে আসাদের নিয়ে কী করেন?কী পরিকল্পনা গ্রহণ করে?এদিকে, অনূর্ধ্ব উনিশ,ষোল জুনিয়র পেস বোলারদের ওপেন ট্রায়াল ক্যাম্পে এত বিপুল সংখ্যক ক্রিকেটারের অংশগ্রহণে স্বাভাবিকভাবেই খুশি টিসিএ। সংস্থার কর্মকর্তারা আশাবাদী আসন্ন অনূর্ধ্ব উনিশ,ষোল জুনিয়র স্পিন বোলারের ওপেন ট্রায়াল ক্যাম্পেও এমন ক্রিকেটার অংশগ্রহণ করবে।

Dainik Digital

Recent Posts

আলু, ধান, সবজির সাথে ডাল চাষেও এগোচ্ছে ত্রিপুরা : রতন!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য এবার ধান ও সবজির পাশাপাশি ডাল জাতীয় শস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পথে…

4 hours ago

চটকলের আখ্যান!!

সর্বস্বান্ত গফুর, গ্রাম ছেড়ে মেয়ে আমিনার হাত ধরে ফুলবেড়ের সর্বমা চটকলের দিকে পা বাড়িয়েছিল বাঁচার…

4 hours ago

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

23 hours ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

1 day ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

2 days ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

2 days ago