জুনের শুরুতে রাজ্যে আসছেন রেলমন্ত্রী বৈষ্ণব

 জুনের শুরুতে রাজ্যে আসছেন রেলমন্ত্রী বৈষ্ণব
এই খবর শেয়ার করুন (Share this news)

জুন মাসের প্রথম সপ্তাহের শুরুতে আগরতলা আসছেন দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিমানযোগে ৪ জুন তার রাজ্যে আসার প্রাথমিক সূচী রয়েছে। এই উপলক্ষে উত্তরপূর্ব সীমান্ত রেলের জিএম অংশুল গুপ্তা, ডিআরএম লামডিং যোগিন্দর সিং লখড়া সহ অন্য আধিকারিকরা ১ জুন থেকে ধাপে ধাপে গুয়াহাটি হয়ে বিমানযোগে আগরতলা আসতে শুরু করবেন বলে জানা গেছে। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের রাজ্য সফরের চূড়ান্ত সূচি হাতে পাওয়া যায়নি।
রেল সূত্রে প্রাপ্ত খবর গত মার্চ মাসে রেলমন্ত্রী শ্রী বৈষ্ণবের রাজ্য সফরের কথা স্থির হয়। পরে এপ্রিল মাসে তার পরিবর্তে রাজ্য সফরে আসেন রেল মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজসাহেব পাতিল জানভে। তারপর মে মাসে ফের রেলমন্ত্রী শ্রী বৈষ্ণবের রাজ্যে আসার সূচি স্থির হয়। ১৪ মে পাহাড়ি রেলপথের বিপর্যয়ের কারণে শ্রী বৈষ্ণবের রাজ্য সফরের সূচি পিছিয়ে যায় বলে খবর। ইতিমধ্যে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রেলমন্ত্রী শ্রী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করেন। পাহাড়ি রেলপথ দ্রুত স্বাভাবিক করতে বাড়তি উদ্যোগের দাবি জানান রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। দাবি জানান, আগরতলায় আরও নতুন এক্সপ্রেস ট্রেনের সংযোগ সহ রাজ্যের রেল পরিষেবা উন্নয়নের। একইসঙ্গে রেলমন্ত্রী শ্রি বৈষ্ণবকে রাজ্য সফরে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তার আমন্ত্রণের ভিত্তিতে অবশেষে রেলমন্ত্রী রাজ্য সফরে আসছেন বলে খবর।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.