প্রধানমন্ত্রীর নরেন্দ্রমোদীর অফিসে রাহুল গান্ধি, সঙ্গে মজুত ছিলেন দেশের প্রধান বিচারপতিও!!
জুমের ভালো ফলন, খুশি জুমিয়ারা

উত্তর পূর্বাঞ্চলের এই অন্যতম পাহাড়ি রাজ্য ত্রিপুরাতে সেই প্রাচীনকাল থেকেই জনজাতিদের একটা বিশেষ অংশ জুম চাষের উপর নির্ভর করে জীবনযাপন করে চলেছেন । বর্তমানে তারা জুমিয়া নামে পরিচিত । বিভিন্ন কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তের জুমিয়ারা বরাবরই থাকছেন সংবাদের শিরোনামে । অন্যান্য বছরের তুলনায় এ বছর চাষ কেমন হয়েছে এই জুম চাষকে ভিত্তি করে আগামী দিনে জুমিয়ারা কতটুকু নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবেন সেই কৌতূহল নিয়ে এই প্রতিবেদনের অবতারণা । তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত পঁয়ত্রিশ মাইল এলাকা । আঠারোমুড়া পাহাড়ের পাদদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই পঁয়ত্রিশ মাইল এলাকাতে রয়েছে বেশ কিছু জুমিয়া পরিবারের বাস । এদের মধ্যে একজন হচ্ছেন লক্ষ্মীচরণ দেববর্মা বয়স ৪৮। তিনি বলেন , যুগ যুগ ধরে তারা জুম চাষের উপর নির্ভরশীল । প্রশাসন বা সরকার তাদের পাশে নেই । এলাকায় রয়েছে পানীয় জলের সমস্যা , বিদ্যুতের সমস্যা সহ রাস্তাঘাটের সমস্যা । মূলত সামাজিক ব্যবস্থাপনার দিক দিয়ে যথেষ্ট আর্থ সমস্যার সম্মুখীন এই লক্ষ্মীচরণ দেববর্মারা । না , এরপরেও তাদের কোন আক্ষেপ নেই । একমাত্র প্রকৃতি নির্ভর জুম চাষকে ভিত্তি করেই দিনাতিপাত করে চলেছেন । অন্যান্য বছরের তুলনায় এ বছর জুম চাষ অনেকটাই ভালো হয়েছে । ধান চাষ যেমন ভালো হয়েছে ঠিক তেমনি , রকমারি সবজির চাষও ভালো হয়েছে , এমনটাই জানা গেছে জুমিয়া লক্ষ্মীচরণ দেববর্মার কাছ থেকে । যা ফলন হয়েছে তা দিয়ে অন্তত এই মরশুমে কোন প্রকারের চিন্তা করতে হবে না দু’বেলা দুমুঠো খাবার যোগাড় করতে , এমনটাই পঁয়ত্রিশ মাইল এলাকার জুমিয়াদের পরিষ্কার অভিমত ।