জুলাইয়ে আগরতলা-কলকাতা রুটে গরিব রথ নতুন ট্রেন!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-আগরতলা- কলকাতা-আগরতলার মধ্যে দূরপাল্লার বিশেষ এক্সপ্রেস ট্রেন আর চলাচল করবে না। এই ট্রেনের নম্বরের প্রথম সংখ্যায় শূন্যের অস্তিত্ব আর থাকবে না। এর পরিবর্তে একই রেলপথে একই সময় সূচি মেনে চলাচল করবে নিয়মিত এক্সপ্রেস ট্রেন। গরিব রথ নামের এই এক্সপ্রেস ট্রেন চলাচল করবে গুয়াহাটি-কলকাতা-গুয়াহাটির মধ্যে।গরিবে রথের চলাচল শুরু হবে ৩ জুলাই থেকে। কলকাতা- আগরতলা গরিব রথের চলাচল শুরু হবে ৭ জুলাই থেকে।সেই সঙ্গে আগরতলা- কলকাতা- আগরতলা এবং গুয়াহাটি-কলকাতা-গুয়াহাটির মধ্যে সাময়িক ভাবে বন্ধ থাকা ট্রেন চলাচল পুনরায় শুরু হবে।এমতাবস্থায় বাড়বে যাত্রীসুবিধা কমবে ভাড়া আগরতলা- কলকাতা। কলকাতা-আগরতলা স্টেশনের মধ্যে চলাচল করা বিশেষ এক্সপ্রেস ট্রেনের জন্য গতানুগতিক আইসি এক কোচের ব্যবহার করা হয়। একই কোচ ব্যবহার করা গুয়াহাটি-কলকাতা, কলকাতা- গুয়াহাটি স্টেশনে চলাচলকারি ট্রেনের জন্যও এর পরিবর্তে গরি রথ এক্সপ্রেসে ব্যবহার হবে আধুনিক এবং অনেক বেশি নির্ভরযোগ্য লিঙ্ক হফম্যান বুশ তথা এলএইচবি কোচ। বিশেষ এক্সপ্রেস ট্রেনের মতো গরিব রথ এক্সপ্রেসটিও হবে পুরোপুরি বাতানুকুল কোচের। বিশেষ এক্সপ্রেস ট্রেনের মতো গরিব রথ এক্সপ্রেস চলাচল করবে পূর্বের সূচি মেনে। দাঁড়াবে পূর্বে নির্ধারিত স্টেশনগুলিতে।
০২৫০২ আগরতলা- কলকাতা বিশেষ এক্সপ্রেস ট্রেন সপ্তাহের প্রতি বুধবার সকাল ৭-৩৫ মিনিটে ছেড়ে যায়।ট্রেনটি কলকাতা পৌঁছায় প্রতি শুক্রবার বেলা ২.৩০ মিনিটে।কলকাতা-আগরতলা ০২৫০১ বিশেষ এক্সপ্রেস ট্রেনটি প্রতি রবিবার রাত ৯.৪০ মিনিটে আগরতলার উদ্দেশে যাত্রা করে। আগরতলা আসে প্রতি মঙ্গলবার ভোর ৫-১৫ মিনিটে। একই সূচি মেনে চলাচল করবে ১২৫০২ আগরতলা-কলকাতা এবং ১২৫০১ কলকাতা- আগরতলা গরিব রথ এক্সপ্রেস।
উল্লেখিত বিশেষ এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের আগরতলা- কলকাতা, কলকাতা- আগরতলার জন্য থ্রি এসি ইকোনমি কোচে ভাড়া গুনতে হয় জন প্রতি ২০৩০ টাকা। একই ক্ষেত্রে আগরতলা- গুয়াহাটি, গুয়াহাটি- আগরতলার জন্য যাত্রীপিছু ভাড়া গুনতে হয় ১১৩৫ টাকা। সাধারণ প্রচলিত থ্রি এসিতে যাত্রীপিছু উভয় ক্ষেত্রে ভাড়া গুনতে হয় ২১৩৫ ও ১১৩০ টাকা। গরিব রথ এক্সপ্রেস ইকোনমি কোচ বলে কিছু থাকবে না।থ্রি এসিতে যাত্রী পিছু এর ভাড়া হবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মতো আগরতলা-কলকাতা- আগরতলা এবং আগরতলা- গুয়াহাটি- আগরতলার জন্য ১৬৯০ এবং ৯১০ টাকার কাছাকাছি। সর্বক্ষেত্রেই, বিভিন্ন দূরত্বে বিশেষ এক্সপ্রেসের পরিবর্তে গরিব রথ এক্সপ্রেসের ভাড়া ২০ থেকে ৩০ শতাংশ কমে যাবে বলে খবর।

Dainik Digital

Recent Posts

গত সাতবছরে উল্লেখযোগ্য সাফল্য, রাজ্যে উদ্যানজাত চাষে সবথেকে উজ্জ্বল সম্ভাবনা, দাবি রতনের!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যে কৃষিক্ষেত্রে সবথেকে উজ্জ্বল সম্ভাবনা হচ্ছে উদ্যানজাত (হর্টি) ফসল চাষে।শুধু তাই নয়,এতে কৃষকদের…

5 hours ago

নাগপুরে সংঘর্ষ থামাতে গিয়ে গুরুতর জখম চার পুলিশ!!

অনলাইন প্রতিনিধি :-নাগপুরের অশান্ত পরিস্থিতি সামাল দিতে গিয়ে চার জন পুলিশ আধিকারিক গুরুতর জখম হয়েছেন…

5 hours ago

উচ্চ শিক্ষার হদ্দমুদ্দ! প্রিন্সিপালশূন্য ১৬ কলেজ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের১৬টি সাধারণ ডিগ্রি কলেজে প্রিন্সিপাল নেই।ফলে রাজ্য সরকারের ২৫টি সাধারণ ডিগ্রি কলেজে…

5 hours ago

গাবার্ডের পর্যবেক্ষণ!!

গত রবিবার মার্কিন ন্যাশনাল ইনটেলিজেন্স ইনটেলিজেন্স চিফ তথা আমেরিকার গোয়েন্দা প্রধান ভারত সফরে এসেছেন।মাত্র দুই…

5 hours ago

আরশোলার দুধ গরুর দুধের চেয়ে তিন গুণ বেশি পুষ্টিকর, দাবি গবেষণায়!!

অনলাইন প্রতিনিধি :-'সুপারফুড'।ইদানীং হেলথ টিপস মানেই সুপারফুডের অবধারিত উপস্থিতি।কী এই সুপার-খাদ্য?সহজ কথায়,অতি স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিগুণে…

5 hours ago

বিভিন্ন কলেজে সহ-অধ্যাপক নিয়োগ, অফলাইনে আবেদনপত্র গ্রহণ করতে টিপিএসসিকে নির্দেশ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা লোকসেবাআয়োগের-৩০ শে জানুয়ারী, ২০২৫-এর বিজ্ঞপ্তি মূলে সরকারী (সাধারণ)মহাবিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে সহ-অধ্যাপক পদে…

5 hours ago