জেলখানায় কয়েদিকে ‘জীবিত খুবলে খেয়েছে’ ছারপোকা, দাবি পরিবারের।

এই খবর শেয়ার করুন (Share this news)

আটলান্টা কারাগারের এক সেলে একজন ব্যক্তিকে জীবিত অবস্থায় ‘ছারপোকা এবং অন্যান্য পোকা-মাকড়’ খেয়ে ফেলেছে বলে দাবি করেছেন মৃতের পরিবারের আইনজীবী। এক অপরাধের জন্য লাশন থম্পসনকে কারাগারে এবং কর্মকর্তারা তাকে মানসিকভাবে অসুস্থ বলে রায় দিলে তাকে ফুলটন কাউন্টি জেলের মনোরোগ শাখায় রাখা হয়। পারিবারিক আইনজীবি মাইকেল তার মক্কেল হার্পারের ছারপোকায় ছেয়ে যাওয়া লাশের ছবি প্রকাশ করেছেন।তিনি ফৌজদারি তদন্তের আহ্বান জানিয়েছেন এবং সাংবাদিকদের বলেছেন মামলা এখনো মুলতবি অবস্তায় রয়েছে।মাইকেল এক বিবৃতিতে জানিয়েছেন,হার্পারকে একটি নোংরা কারাগারে মৃত অবস্থায় পাওয়া গেছে,যেখানে তাকে ‘জীবিত অবস্থাতে’ই ছারপোকা খেয়ে ফেলেছে। হার্পারকে যে জেলখানায় রাখা হয়েছিল, সেখানে কোনো সুস্থ মানুষ থাকতে পারেন না।তিনি এভাবে মারা যেতে পারেন না।’ফুলটন কাউন্টি মেডিকেল পরীক্ষার রিপোর্ট অনুযায়ী, হার্পারকে তার জেল সেলে প্রতিক্রিয়াহীন অবস্থায় পাওয়া যায়।এরপর স্থানীয় পুলিশ এবং চিকিৎসাকর্মীরা তাকে বাঁচানোর চেষ্টার পর তাকে মৃত ঘোষণা করা হয়।মাইকেল জানান, জেলের রেকর্ড থেকে দেখা যায় আটক কর্মকর্তা এবং চিকিৎসাকর্মীরা হার্পারের অবস্থা সঙ্কট থেকে সঙ্কটতর হতে দেখলেও তারা সাহায্যের ব্যবস্থা কিংবা সাহায্য করার জন্য কিছুই করেননি।এদিকে মেডিকেল পরীক্ষার রিপোর্টে বলা হয়েছে যে তার সেলে ‘গুরুতর ছারপোকার উপদ্রব’ ছিল।এছাড়াও হার্পারের শরীরে আঘাতের কোনও স্পষ্ট চিহ্ন নেই। প্রতিবেদনে মৃত্যুর কারণ ‘অনির্ধারিত’ হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে।একই সঙ্গে আদালত প্রশ্ন করেছে; ছারপোকায় কি মানুষের মৃত্যু হতে পারে ?আইনজীবী মাইকেল যে ছবিগুলো আদালতে পেশ করেছেন তাতে দেখা গিয়েছে; হার্পারের মুখ এবং বুক ছারপোকায় ঢেকে রয়েছে। ছারপোকা বিশেষজ্ঞ এবং কেনটাকি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ মাইকেল পটার জানিয়েছেন, ‘ছবিগুলোতে জেল সেলের যে অবস্থা দেখা গেছে, তা ‘ভয়াবহ’।আমি ২০ বছরেরও বেশি সময় ধরে ছারপোকা নিয়ে কাজ করেছি। কিন্তু আমি এরকম কিছু কখনো দেখিনি।”ছারপোকার কামড় সাধারণত প্রাণঘাতী হয় না বলে জানিয়েছেন মাইকেল পটার। একই সঙ্গে পটার বলেছেন, ‘তবে দীর্ঘদিন ধরে যদি ছারপোকার উপদ্রব থাকে, তবে গুরুতরভাবে রক্ত কমে যেতে পারে,যার চিকিৎসা না করা হলে ব্যক্তি মারা যেতে পারে।’

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

14 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

15 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

15 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

15 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

15 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

15 hours ago