প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!
জেলা ভিত্তিক মডেল প্রদর্শনী প্রতিযোগিতা!!

অনলাইন প্রতিনিধি :-সবুজ ত্রিপুরার জন্য সাশ্রয়ী এবং টেকসই জীবনধারা” এই থিমকে সামনে রেখে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক এক্সিবিট ও মডেল প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বুধবার রাজধানী আগরতলার মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে। এই প্রতিযোগিতায় মোট ৩০ টি স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। এদিনের এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি হরি দুলাল আচার্য্য। তাছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা।
উল্লেখ্য, রাজ্যের সবকয়টি জেলায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেক জেলা থেকে সেরা ৫ টি স্কুলকে বাছাই করে খুব শীঘ্রই রাজ্যভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।