জেল হাজতে নকল পিজি, ডিসিএম

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি:- বৃহস্পতিবার রাতে সিধাই মোহনপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার নকল পিজি বিশ্বজিৎ সূত্রধরকে (২৯) খোয়াই থানার পুলিশ নিয়ে এলো। এদিকে ধৃত নকল ডিসিএম জিতেন দেববর্মা তিনদিনের পুলিশ রিমাণ্ডে রয়েছে। তার পুলিশ জিতেন দেববর্মার একটি ডাইরি থেকে একাধিক ব্যাংকের বিভিন্ন মানুষের এন সই করা চেক উদ্ধার করে। এই চেকগুলি দেখিয়ে সে সাধারণ মানুষকে ঠকিয়ে র আসছিল। এদিন নকল ডিসিএম ও নকল পিজিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারপতি প্রাথমিকভাবে তিন দিনের জন্য জেল হাজতে পাঠিয়েছেন। উল্লেখ্য, তিন জুন বিকেলে নকল ডিসিএম জিতেন দেববর্মাকে খোয়াই অফিস এলাকায় পাকড়াও করে সাধারণ মানুষজন প্রাথমিকভাবে একটি – গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। সিধাই মোহনপুর এলাকার এই প্রতারক রাজ্যের বহু স্থানে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। খোয়াই শহরের এক স্বর্ণ ব্যবসায়ীর থেকে প্রায় লক্ষ টাকা মূল্যের অলঙ্কার ক্রয় করে অন্যের সই করা একটি চেক দিয়ে গায়েব হয়ে গিয়েছিল। পদ্মবিলের এক যুবকের কাছ থেকে আসাম রাইফেলসের চাকরি পাইয়ে দেওয়ার নামে দেড় লক্ষ টাকা নেয়। নরসিংগড়ে নারায়ণপুর এলাকার যুবক আবুল হালদারের কাছ থেকে দুটি গাড়ি চুক্তির মাধ্যমে ভাড়া নেয় খোয়াই জেলাশাসক কার্যালয়ের জন্য। গাড়ি দুটি চার মাস ব্যক্তিগত কাজে ব্যবহার করে বুদ্ধিমত্তার সঙ্গে গাড়ির মালিকের কাছ থেকে তেল খরচ বাবদ দেড় লক্ষাধিক টাকাও আদায় করে নিয়েছিল। পুলিশ রিমান্ডে থাকা অবস্থায় জিজ্ঞাসাবাদে এ ধরনের বহু চাঞ্চল্যকর তথ্য দেয় পুলিশকে। পুলিশ জানিয়েছে, তার দেওয়া তথ্যে বৃহস্পতিবার রাতে সিধাই মোহনপুর এলাকা থেকে নকল পিজি বিশ্বজিৎ সূত্রধরকে আটক করা হয়। দুই যুবকের বিরুদ্ধে খোয়াই থানার পুলিশ দণ্ড বিধির ৪৬৮/৪৭১/৪২০/১২০ (বি) ধারায় মামলা নিয়েছে।

Dainik Digital

Recent Posts

ফ্রি-ফ্রি-ফ্রি!

দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…

3 hours ago

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 day ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 day ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

1 day ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

1 day ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago