Categories: খেলা

জেসি লীগে বৃষ্টির থাবা, ইউনাইটেড ফ্রেণ্ডসের সামনে ধুঁকছে জেসিসি।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি || এ যেন চেনা চরিত্রেই ফিরে এলো এমবিবির বাইশ গজ।যেখানে জেসি লীগের প্রথম ম্যাচে (৫-৭ জুন) দু’দলের চার ইনিংসে এগারোশর উপর রান উঠেছিল, একটি দ্বিশতরান সহ তিনটি শতরানও হয়েছিল। ব্যাটারদের প্রবল দাদাগিরি যেন আজ উধাও। জেসিসি বনাম ইউনাইটেড ফ্রেণ্ডসের তিনদিনের ম্যাচের প্রথমদিনেই প্রবল বোলিং দাপট দেখা গেলো।শুভম ঘোষ, রিতায়ন দে, দীপক ক্ষত্রি, রিতিক শ্রীবাস্তবদের মারাত্মক পেস-স্পিন হামলায় জেসিসির শিবিরে যেন প্রচণ্ড গরমেও শীতকাপন ধরে যায়। ভাগ্যিস জেসিসির ব্যাটিং ভরাডুবির মধ্যে বৃষ্টির আগমন। মাত্র সাতাশ ওভারে আট উইকেট হারিয়ে মাত্র ৬৯ রানে জেসিসির অবস্থা খুব খারাপই হয়ে উঠেছিল তখন। বৃষ্টির জন্য দিনের খেলা আর শুরু করতে পারেননি আম্পায়াররা। যে কারণে কিছুটা হলেও স্বস্তির নি:শ্বাস পড়ে জয়নগর ক্রিকেট ক্লাবে। তবে আজ রাতে আর বৃষ্টি না হলে আগামীকাল ম্যাচ হলেও কখন হবে তাই দেখার। এর আগে আজ সকালে জেসিসি প্রথম ব্যাট করতে নামে। রিমন সাহা ও অধিনায়ক নিরুপম সেন ইনিংস শুরু করে। কিন্তু জুটিতে স্কোর আট রান উঠতেই নিরুপম (০) রিতায়নের বলে আউট হয়ে যায় । দীপজয় দেব ১০ (৫৫) রিতায়নের দ্বিতীয় শিকার। রিমন সাহা ১৮(১৯) রান আউট হলে দলে আরও চাপ বাড়ে।শঙ্কর পাল ০(৭) দীপক ক্ষত্রির শিকার। ৩২/৪। এরপরই শুভম ঘোষের স্পিন ভেলকি শুরু হয়ে যায়।শুভম একে একে ফিরিয়ে দেয় দেবজ্যোতি পাল (০), সঞ্জয় মজুমদার (৯) ও অমরেশ দাসকে (০)। ৫৫/৭। রিতিক শ্রীবাস্তব নিরুপম সেন চৌধুরীর ১৭ (৪২) উইকেট তোলার পর জেসিসি শিবিরে আরও রক্তচাপ বেড়ে যায়। ৫৬/৮। অতীতে জেসি লীগে কোন্ দলের প্রথম ইনিংস কত কমে শেষ হয়ে গিয়েছিল মাঠে এ নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। কেউ কেউ ফোনে প্রাক্তন কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করতে থাকে।এর মধ্যেই ভিকি সাহা (১১) ও বিপিন কুমার শর্মা জুটি দাঁতে দাঁত চেপে দলীয় স্কোরকে ৬৯/৮ টেনে তুলতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যায়। মাঠ ফেলে ক্রিকেটাররা তখন প্যাভিলিয়নমুখী দৌড় লাগায়।সাতাশ ওভারে ৬৯/৮ বৃষ্টির জন্য খেলা থামে। এরপর আর খেলা শুরু করাতে পারেননি আম্পায়াররা। খেলা সম্ভবপরও নয়। তাই বিকালে দিনের খেলা পরিত্যক্ত করে দেওয়া হয় ইউনাইটেড ফ্রেণ্ডসের পক্ষে শুভম ঘোষ (৭-২-২৬-৩) দুর্দান্ত বোলিং করে। এছাড়া রিতায়ন দে (৬-৩-১৮-২), দীপক ক্ষত্রি (৭-১-২২-১) ও রিতিক শ্রীবাস্তব (৭-৬-২-১) ভালো বোলিং করে।তবে প্রথম দিনের খেলার সিংহভাগ সময় নষ্ট হওয়ায় বাকি দুদিনে ম্যাচের ভাগ্যে কী লেখা আছে তা আগামীকালই স্পষ্ট হবে। তবে ইউ: ফ্রেণ্ডসের কিন্তু আফসোস,বৃষ্টির জন্য জেসিসিকে অলআউট করে নিজের ইনিংস শুরু করতে পারলো না।খেলা হলে নিশ্চিত আজ লিডও নাকি তারা নিয়ে ফেলতো।

Dainik Digital

Recent Posts

ফ্রি-ফ্রি-ফ্রি!

দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…

8 hours ago

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 day ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 day ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

1 day ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

1 day ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago