জোট নয়, একাই লড়বে মথা, সাংবাদিক সম্মেলনে ঘোষণা

এই খবর শেয়ার করুন (Share this news)

দলের অন্দরে বাইরে প্রবল চাপের মুখে তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর। পরিস্থিতি যে খুব একটা সহায়ক নয়, সেটা প্রদ্যোত কিশোরের সামাজিক মাধ্যমে দেওয়া বার্তাতেই স্পষ্ট হয়েছে। গ্রেটার তিপ্রাল্যান্ড না হলেও অন্য কিছু পাওয়ার আশায় তার দলই এমন দ্বিধাবিভক্ত। দলের টিকিট প্রত্যাশী থেকে শুরু করে অনেকেই চাইছেন গ্রেটার তিপ্রাল্যান্ডের বদলে অন্য ভালো কিছু নিয়ে সমঝোতা করে নিতে। কিন্তু দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর তার দাবিতে অনড়। গ্রেটার তিপ্রাল্যান্ডের প্রতিশ্রুতি লিখিতভাবে না দিলে কারোর সাথেই সমঝোতা করবেন না। প্রদ্যোত কিশোর সোমবার তার সামাজিক বার্তায় ওই সব নেতা-নেত্রীদের সরাসরি দল ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা বলেছেন, যারা গ্রেটার তিপ্রাল্যান্ডের বদলে অন্যকিছুতে সমঝোতা করতে চাইছেন।
সোমবার সামাজিক মাধ্যমে প্রদ্যোত কিশোর স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, তার দল আগামী বিধানসভা নির্বাচনে একাই লড়াই করবে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দলের প্রার্থী তালিকা ঘোষণা করে দেবেন বলে জানান। সেই সাথে লড়াইয়ের জন্য দলের কর্মী সমর্থকদের ময়দানে নেমে পড়ারও বার্তা দিয়েছেন। তিনি আজ দুঃখ প্রকাশ করে বলেন, দলের মধ্যেই কিছু কিছু নেতা তাকে গ্রেটার তিপ্রাল্যান্ডের বদলে অন্য কিছু নিয়ে সমঝোতা করার জন্য বলছে। আমি তাদের স্পষ্ট করে দিতে চাই, তারা প্রয়োজনে দল ছেড়ে বেরিয়ে যাক।প্রদ্যোতের বক্তব্য, এই লড়াই ২০ থেকে ২৫ জনকে বিধায়ক বানানোর জন্য নয়। এই লড়াই তেরো লক্ষ তিপ্রাসার লড়াই।এই ১৩ লক্ষ তিপ্রাসা নিজ ভূমিতেই ভূমিহীন।এই লড়াই তার জন্য। ‘কী পাওয়া যাবে— এই প্রশ্ন না করে সবাই মিলে বলুন গ্রেটার তিপ্রাল্যান্ড চাই। তিপ্রাসাদের সাংবিধানিক অধিকার চাই। আমি লড়াই করছি ওই তেরো লক্ষ মানুষের জন্য, তাদের ভবিষ্যতের জন্য। ভগবান আমাকে ঘর, অর্থ দিয়েছেন। কিন্তু মৃত্যুর পর উপরে যখন যাবো তখন এই সম্পত্তি, অর্থ নিয়ে যাবো না। নিয়ে যাবো নাম। তাই আমি ১৩ লক্ষ তিপ্রাসার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তিপ্রাসাদের বিশ্বাসে আঘাত করতে পারবো না। এরা আমার দিকে প্রচুর আশা নিয়ে তাকিয়ে আছে। বুবাগ্রা তাদের জন্য কিছুতো করবে। এই বিশ্বাস আমি ভাঙতে পারবো না। প্রদ্যোতের এই বক্তব্য থেকে স্পষ্ট হয়ে গেছে, তার দলের অন্দরের পরিস্থিতিটা এই মুহূর্তে ঠিক কোন্ পর্যায়ে রয়েছে।এদিকে, সোমবার দলের পক্ষ থেকে দুইবার সময় পরিবর্তন করে রাতে সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মথার সভাপতি বিজয় কুমার রাংখল, এডিসির চেয়ারম্যান প্রাক্তন আইএনপিটি নেতা জগদীশ দেববর্মা।সাংবাদিক সম্মেলনে তারা বলেন, আগামী বিধানসভা নির্বাচনে তিপ্ৰা মথা কোনও দলের সাথে জোট করবে না। দল একাই লড়াই করবে। কারণ, কোনও জাতীয় রাজনৈতিক দলই লিখিত প্রতিশ্রুতি দেয়নি। প্রার্থী তালিকা নিয়ে দলের চেয়ারম্যান প্রদ্যোত কিশোরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। দল পঞ্চাশ থেকে পঞ্চান্নটি আসনে লড়াই করবে।

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

21 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

22 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

22 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

23 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

23 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

23 hours ago