অনলাইন প্রতিনিধি :- জোড়া পেনাল্টি সহ গোলের একাধিক সহজ সুযোগ নষ্ট করে শেষ পর্যন্ত ফ্রেণ্ডস ইউনিয়নের বিরুদ্ধে কোনওভাবে জয় ও মূল্যবান তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো ফরোয়ার্ড ক্লাব। শুক্রবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে ঘরোয়া এ ডিভিশন ক্লাব লীগ ফুটবলের এক গুরুত্বপূর্ণ ম্যাচে ফরোয়ার্ড ক্লাব ৩- ২ গোলে ফ্রেণ্ডস ইউনিয়নকে হারালো। ম্যাচে দুটো পেনাল্টি থেকে গোলের সুযোগ হাতছাড়া করে টিম ফরোয়ার্ড ক্লাব। উল্টোদিকে ধারেভারে ও শক্তিতে তুলনায় অনেকটা এগিয়ে থাকা ফরোয়ার্ড ক্লাবের বিরুদ্ধে দুর্দান্ত ফুটবল খেললো এ দিন ফ্রেণ্ডস ইউনিয়ন। মূলত যোগ্য স্ট্রাইকারের অভাবে ম্যাচটা হারতে হলো ফ্রেণ্ডস ইউনিয়নকে। তবে তিন গোলে পিছিয়ে থাকার পরও যেভাবে দুই গোল পরিশোধ করে তাতে ফ্রেণ্ডস ইউনিয়ন টিম দর্শকদের বেশ বাহবা লুটে নেয়। গত জুয়েলস ম্যাচের মতো আজও ঠিক একই ফ্রেণ্ডস ইউনিয়নের বিরুদ্ধে কোনওরকম জয় নিয়ে মাঠ ছাড়লো ফরোয়ার্ড ক্লাব। টানা দুই ম্যাচ জয়ের পরও ম্যারাথন লীগে দুশ্চিন্তা কাটিয়ে উঠতে পারছে না কোচ সুভাষ বোসের টিম ফরোয়ার্ড ক্লাব। এ দিন ম্যাচে ফরোয়ার্ড ক্লাবের হয়ে খানংগম হোরাম জোড়া গোল করেন। একটি করে করে চুঙথাম কে সিং। অপরদিকে ফ্রেণ্ডস ইউনিয়নের পক্ষে গোল দুটি করেন প্রবীর জমাতিয়া ও রিংহার জমাতিয়া। এদিন ম্যাচ শুরুর প্রথম দিকেই পেনাল্টি থেকে গোল করার সুযোগ নষ্ট করে ফেলে ফরোয়ার্ড ক্লাব। পেনাল্টি থেকে গোল হাতছাড়া করে মুসেস লাল রিন জোয়ালা ।পেনাল্টি থেকে গোল হাতছাড়া করার পর বাইশ মিনিটে গোল করে নেয় ফরোয়ার্ড ক্লাব। বক্সের ভেতরে বল পেয়ে দুরন্ত হেডে গোল করেন খানংগম হোরাম। তাতে ১-০-তে ম্যাচে এগিয়ে যায় ফরোয়ার্ড ক্লাব। তবে গোল করার পর আবারও পেনাল্টি পায় ফরোয়ার্ড ক্লাব। তবে এবারও সেই পেনাল্টি থেকে গোল করার সুযোগ হাতছাড়া করে ফেলে তারা। বিয়াল্লিশ মিনিটে দ্বিতীয় গোলটি করে ফরোয়ার্ড ক্লাব। বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জাল নাড়ায় চুঙথাম কে সিং। উল্টোদিকে ফ্রেণ্ডস ইউনিয়নও বেশ কিছু সুযোগ হাতছাড়া করে প্রথমার্ধে। ২- ০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় ফরোয়ার্ড ক্লাব।বিরতির পর মাঠে নেমে দশ মিনিটে ফের গোল করে নেয় ফরোয়ার্ড ক্লাব (৩-০)। গোল করেন খানংগম হোরাম। ডিফেন্স ও গোলরক্ষকের বোঝাপড়ার অভাবে গোলটি হজম করতে হয় ফ্রেণ্ডস ইউনিয়নকে। গোল হজম করার মাত্র এক মিনিটের ব্যবধানে পাল্টা গোল করে ম্যাচে ব্যবধান কমিয়ে আনে ফ্রেণ্ডস ইউনিয়ন।গোল করেন প্রবীর জমাতিয়া। গোলরক্ষক অমিত জমাতিয়ার ভুলে গোলটি হজম করতে হয় ফরোয়ার্ড ক্লাবকে। ম্যাচের ইনজুরি টাইমে আরও একটি গোল করে নেয় ফ্রেণ্ডস ইউনিয়ন। গোল করেন রিংহার জমাতিয়া। শেষ অবধি ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফরোয়ার্ড ক্লাব। রেফারি অভিজিৎ দাস।
অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…