কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!
জোড়াখুনে ধৃত অভিযুক্ত!!
দৈনিক সংবাদ অনলাইন।। বোধজংনগর জোড়াখুন কান্ডে ধৃত এক অভিযুক্ত। তার নাম রোহিত সিনহা। বাড়ি রাজধানীর বুদ্ধমন্দির এলাকায়। পুলিশি তাকে সোমবার আদালতে হাজির করেছে। জিজ্ঞাসাবাদে সে খুনের কথা স্বীকার করেছে। জানাগেছে, নন্দননগর একটি নেশামুক্ত কেন্দ্রে দুই জনকে খুন করা হয়েছে রবিবার রাতে। এরপর প্রমান লোপাট করতে লাশ ডিসিপাড়া নির্জন এলাকায় এনে ফেলে দেওয়া হয়।