জয়েন্ট বর্ডার ম্যানেজমেন্ট কমিটির বৈঠক!!
অনলাইন প্রতিনিধি || শীঘ্রই খুলছে কমলাসাগর সীমান্ত হাট।মঙ্গলবার কমলাসাগর তাঁরাপুর সীমান্তহাট পুনরায় খোলার বিষয়ে দুই দেশের উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে একটি বৈঠক সম্পন্ন হয়েছে। বৈঠকে বাংলাদেশের তরফে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার এডিএম হেলেনা প্রবীণ,বিজিবি এবং কসবা থানার ওসি সহ উচ্চ পদস্থ আধিকারিকরা। অন্যদিকে ভারতের তরফে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত দে,মহকুমা শাসক তথা বর্ডারহাট কমিটির চেয়ারম্যান বিনয় ভূষণ দাস সহ অন্যান্যরা।