জয় দিয়েই সিরিজ শুরু করলো ভারত

 জয় দিয়েই সিরিজ শুরু করলো ভারত
এই খবর শেয়ার করুন (Share this news)

আন্তর্জাতিক ক্রিকেটে জয় দিয়েই হরমনপ্রীত কাউরের নেতৃত্বে ভারতীয় মহিলা দলের অভিযান শুরু হলো। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ হেলায় জয় পেলো ভারত। ৩৪ রানে জয় পেয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল হরমনপ্রীতের ভারত। বৃহস্পতিবার এখানে ভারতীয় দল প্রথম ব্যাট করে ২০ ওভারে ছয় উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে।যার মধ্যে জেমাইয়া রডরিগুইয়েজের অপরাজিত ৩৬ রান ও ওপেনার শেফালি ভার্মার ৩১ রান রয়েছে। এর জবাবে শ্রীলঙ্কা ২০ ওভার খেলে ৫ উইকেটে ১০৪ রানই তুলতে সক্ষম হয়। ভারত ৩৪ রানের জয় পায়।
মিতালিরাজহীন ভারতের প্রথম আন্তর্জাতিক ম্যাচে দল জয় পেলো। যা নিঃসন্দেহে গোটা দলকে সিরিজের পরের দুটি ম্যাচের আগে বেশ ভালোই মনোবল বাড়ালো। তবে এদিন কিন্তু দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা হতাশই করে। অধিনায়ক হরমনপ্রীত শেফালির সঙ্গে জুটি বেঁধে ৩৯ রান যোগ করে। শেফালি ৩১ বলে ৩১ রান করে আউট হওয়ার আগে ৪ বার বল সীমানার বাইরে পাঠায়।

তবে স্মৃতি মান্ধানা (১) ও এস মেঘনা (০) দ্রুত ফেরত গেলে একসময় দল চাপেই পড়ে গিয়েছিল। শেফালি-হরমনপ্রীত পরে হরমনপ্রীত-জেমাইয়া জুটি দলকে লড়াইয়ের পুঁজি দেয়। হরমনপ্রীত ২০ বলে ২২ (৩x৪), জেমাইয়া ২৭ বলে অপরাজিত ৩৬ রান করে। পেছনের দিকে রিচা ঘোষ ১১। পূজা বস্ত্রকার (১৪) ও দীপ্তি শর্মা (১৭) রান করলে শেষ পর্যন্ত দলীয় স্কোর ১৩৮/৬ পৌঁছে। শ্রীলঙ্কার পক্ষে ইনুকা রণবীরা (৪-০-৩০-৩) ভালো বোলিং করে। টার্গেট স্কোর ২০ ওভারে ১৩৯ রান।

দীপ্তি ও রাধা জুটি বোলিংয়ে সামনে একসময় শ্রীলঙ্কা ৫৪/৪ হয়ে যায়। অধিনায়ক চামারি আতাপাত্তু (১৬), হর্ষিতা মাধবি (১০) আউট হলে কাসিভা দিলহারি রুখে দাঁড়ায় ব্যাট হাতে। অমা কাঞ্চনাকে (১১) নিয়ে একসময় স্কোর ৮৬/৫ টেনেও তুলে। যদিও তখন ম্যাচ জেতার জন্য বলের চেয়ে রান অনেক বেশিই। কাসিভা শেষ পর্যন্ত অনুষ্কাকে (১০) নিয়ে দলীয় স্কোর ১০৪/৫ পর্যন্তই টেনে তুলতে পারে। ৪৯ বলে ৪৭ রানে অপরাজিত থেকে যায় কাসিভা দিলহারি।
ভারত ম্যাচ জিতে ৩৪ রানে। ভারতের পক্ষে রাধা যাদব (৪-০-২২-২) ছাড়াও একটা করে উইকেট পায় দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার ও শেফালি ভার্মা। ম্যাচ সেরার পুরস্কার পান ভারতের জেমাইয়া রডরিগুয়েজ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.