অনলাইন প্রতিনিধি :-দুই গোলে এগিয়ে থেকেও জেতা শেষ অবধি ড্র করে মাঠ ছাড়লো মিজোরাম।শনিবার অরুণাচল জাতীয় সিনিয়র সন্তোষ ট্রফি ফুটবলের বি গ্রুপের মিজোরাম ও কর্ণাটক ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে। তাতে ১-১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে দুটি টিম।অন্য দুই ম্যাচে মণিপুর ২-১ গোলে মহারাষ্টেকে এবং দিল্লী ৪- ০ গোলে রেলওয়েজকে হারায়। গোল্ডেন জুবিলি গ্রাউন্ডে এ দিন সকালে প্রথম ম্যাচে কর্ণাটক ও মিজোরাম খেলতে নামে।ম্যাচের প্রথমার্ধে ১৩ মিনিটে মাল সুয়াম ডুঙ্গা লিয়ানা গোল করে মিজুরামকে ১-০ তে ম্যাচ এগিয়ে দেয়।বিরতির পর অর্থাৎ ম্যাচের ৪৭ মিনিটে এম মাল সুয়াম জোয়ালা গোলে ২-০ তে ম্যাচে এগিয়ে থাকে মিজোরাম।তবে পর দুই গোল হজম করে শেষ দিকে জ্বলে উঠে কর্ণাটক।৬৭ মিনিটে পি টিয়া ও ৬৯ মিনিটে আর বিশাল গোল করে কর্ণাটককে ২-২ গোলে ম্যাচে সমতায় ফেরায়।দিনের দ্বিতীয় ম্যাচে মণিপুর ২-১ গোলে মহারাষ্ট্রকে হারায়।এক গোলে এগিয়ে থেকেও ম্যাচ হারতে হয় মহারাষ্ট্রকে।ম্যাচে ১৪ মিনিটে মহারাষ্ট্রের হয়ে এ নোরানি গোল করেন।৪০ মিনিটে এম মাইতির গোলে ১-১ গোলে ম্যাচে সমতায় ফেরে মণিপুর।বিরতির পর অর্থাৎ ম্যাচের ৮৮ মিনিটে এন কবিরাজ সিংয়ের গোলে ২-১ এ জয় নিয়ে মাঠ ছাড়ে মণিপুর।রাতে অন্য ম্যাচে দিল্লী ৪-০ গোলে বড় ব্যবধানে রেলওয়েজকে হারায়। প্রথমার্ধে ১-০তে ম্যাচ এগিয়ে ছিল দিল্লী।৩৪ মিনিটে প্রথম গোলটি হয়।৫০ মিনিটে,৬৮ মিনিটে ও ৭৯ মিনিটে গোল করে দিল্লী বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।রবিবার তিনটি ম্যাচ রয়েছে।সকাল ১০ টায় প্রথম ম্যাচে সার্ভিসেস ও গোয়া এফটি,দুপুর আড়াইটায় দ্বিতীয় ম্যাচে কেরল এফসি ও মেঘালয় এবং রাত সাতটায় শেষ ম্যাচে অরুণাচল প্রদেশ ও আসাম লড়বে।উল্লেখ্য, অরুণাচল প্রদেশে ৭৭ তম জাতীয় সিনিয়র সন্তোষ ট্রফি ফুটবলের রাউন্ডের খেলা চলছে।এ ও বি গ্রুপের ১২ টি টিমকে নিয়ে চলছে এই আসর।আগামী ৪ ও ৫ মার্চ কোয়ার্টার ফাইনাল এবং ৭ মার্চ দুটি সেমিফাইনাল ও ৯ মার্চ এর ফাইনাল হতে চলেছে।প্রসঙ্গত, সন্তোষ ট্রফি ফুটবলে প্রাথমিক রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছিল ত্রিপুরাকে।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…