পুরোহিত,সাধু সন্ন্যাসী ও সমাজের মান্যিগন্যিদের উপস্থিতিতে অসমবর্ন ভালোবাসার স্বীকৃতি পেল শুভ পরিনয়ের মাধ্যমে। আর এর সাথে আবারও জয় হলো ভালোবাসার। প্রকৃত ভালোবাসার কাছে হার মানতে হলো সমাজের যাবতীয় কুসংস্কার। জাত পাতের জটিলতা ও নানা বাঁধা বিপত্তি কে ছিন্ন করে জয়ী হলো প্রেম। উদয়পুর মহকুমার দুধপুস্করনী এলাকার বাসিন্দা নারায়ণ দাসের পুত্র সম্রাট দাস উদয়পুরেরই জনৈকা সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়ের সাথে দীর্ঘ দিন ধরে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ।
কিন্তু কুসংস্কারে জর্জড়িত সমাজ তাদের ভালোবাসার স্বীকৃতি দিতে অপরাগ। ঘটনা জানতে পেরে এলাকারই কয়েকজন সমাজসেবক ও সাধু সন্ন্যাসীরা সম্রাটের ভালোবাসার মর্যাদা দিতে তৎপর হয়। শুরু হয় আলাপ আলোচনা। অবশেষে শুক্রবার সম্রাটদের বাড়িতেই এলাকার বিশিষ্ট সমাজসেবি ও প্রতিবেশীদের উপস্থিতিতে এবং স্বামী তন্ময় আনন্দ মহারাজ সহ অন্যান্য সাধু, সন্ন্যাসীদের উপস্থিতিতে পুরোহিতের মন্ত্রোচ্চারনের মাধ্যমে সাতপাঁকে আবদ্ধ হয় সম্রাট দাস ও তার ভালোবাসার পাত্রী।
ধর্মীয় রীতিনীতি এবং আচার আচরণ মেনেই সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েটিকে পুত্র বধুর মর্যাদা দিয়ে ঘরে বরন করেন সম্রাটের পিতা নারায়ণ দাস। বিবাহ অনুষ্ঠান শেষে প্রতিবেশী সহ সকলকে বিবাহ ভোজনে আপ্যায়িত করে সম্রাটের পরিবার। বিবাহ অনুষ্ঠানে উপস্থিত স্বামী তন্ময়ানন্দ জি মহারাজ বলেন, একজন সংখ্যালঘু সম্প্রদায়ের কন্যাকে শাস্ত্র মেনে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তোলে বর্তমান সমাজের কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে সম্রাট দাস । শুক্রবার দিনটি বর্তমান সমাজের নিকট এক বিশেষ দিন হিসাবে স্মরণীয় থাকবে বলেও স্বামী তন্ময়ানন্দ মহারাজ মন্তব্য করেন। ওই বিবাহ অনুষ্ঠান ঘিরে দুধপুস্করনী এলাকাবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে।
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…
অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে নতুন নিয়োগনীতি চালু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে রাজ্য সরকারের…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকার ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় প্রকল্পের সস্তায় ভালো গুণমানসম্পন্ন জনঔষধি তথা জেনারিক মেডিসিন…
অনলাইন প্রতিনিধি :-শান্তিরবাজারে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো জগন্নাথপাড়া প্লে সেন্টার টিম। রবিবার বাইখোড়া ইংলিশ…
অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২১.৮৭৮ কোটি…
অনলাইন প্রতিনিধি :-বিগত ছয় মাসে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চকে ২২টি মামলা হস্তান্তর করা হয়েছে।২০২৪ সালের…