ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হতে পারেন হেমন্ত সোরেনের স্ত্রী? গ্রেপ্তার হতে পারেন সোরেন!!
অনলাইন প্রতিনিধি :-নতুন বছরে নতুন মুখ্যমন্ত্রী পাবে ঝাড়খণ্ড । কারণ গ্রেপ্তার হতে পারেন বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। পরিবর্তে মুখ্যমন্ত্রীর কুরসিতে বসতে পারেন তাঁর স্ত্রী কল্পনা সোরেন। চাঞ্চল্যকর এই দাবি করলেন সে রাজ্যের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। উল্লেখ্য, বছরের শেষ দিনই হেমন্ত সোরেনকে তলব করেছে ইডি। গেরুয়া শিবিরের দাবি, ওই মামলায় গ্রেপ্তারির আশঙ্কা করছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। তাই স্ত্রীকে মুখ্যমন্ত্রী পদে বসাতে চাইছেন। জমি দুর্নীতির সঙ্গে সম্পর্কিত মামলায় এই নিয়ে সপ্তমবার হেমন্তকে ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তলবের সাতদিনের মধ্যেই হাজিরা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে তাঁকে। এহেন পরিস্থিতিতেই ঝাড়খণ্ড বিধানসভা থেকে ইস্তফা দেন জেএমএমের বিধায়ক সরফরাজ আহমেদ। সঙ্গে সঙ্গেই গৃহীত হয় তাঁর ইস্তফা। সরফরাজের দাবি, দল ও মুখ্যমন্ত্রীকে শক্তিশালী করতেই ইস্তফা দিয়েছেন।গেরুয়া শিবিরের দাবি, আর কয়েকদিনের মধ্যে ইস্তফা দেবেন মুখ্যমন্ত্রী নিজেও। সেই জায়গায় মুখ্যমন্ত্রী হবেন কল্পনা সোরেন। নিজের এক্স হ্যান্ডেলে নিশিকান্ত দুবে লেখেন, নতুন বছর সোরেন পরিবারের জন্য কেবল যন্ত্রণা নিয়ে আসবে। সেই সঙ্গে ঝাড়খণ্ডের রাজ্যপালকে তাঁর পরামর্শ, এক বছরের মধ্যে উপনির্বাচন করানো যায় কিনা সেটা বিবেচনা করে দেখা উচিত।