ঝড়ের পূর্বাভাস

এই খবর শেয়ার করুন (Share this news)

কথায় আছে ‘সকাল দেখলেই আন্দাজ করা যায় সারাদিন কেমন হতে পারে। রাজনীতিতেও আজ একরকম তো কাল আরেকরকম । সময় ও পরিস্থিতির সাথে সাথে রাজনীতিরও গতি পরিবর্তন হয় । পট পরিবর্তন হয় । আজ যে ক্ষমতায় আছে , কাল সে ক্ষমতায় নাও থাকতে পারে । আবার উল্টোভাবেও বিষয়টি বলা যায় । আজ যিনি বা যারা ক্ষমতায় নেই , কাল দেখা যাবে তাদের হাতেই ক্ষমতা । রাজনীতিতে এটাই স্বাভাবিক প্রক্রিয়া । গণতন্ত্রের আসল মজা ও মহিমা এখানেই । আজ যে রাজা কাল সে ফকির ‘ । আবার আজ যিনি ফকির কাল যে সে রাজা হবে না – তার কোনও গ্যারান্টি নেই । -কথাগুলি বলার একটাই কারণ , সাম্প্রতিক কালে রাজনীতিতে অনেকগুলি পরিবর্তন ঘটে গেছে । সেই পরিবর্তনের সাথে সাথে রাজনীতির পট পরিবর্তন হয়েছে । স্থিতি বদল হয়েছে , এখনো হচ্ছে । রাজনীতির গতিমুখ অন্যদিকে বাঁক নিয়েছে । রাজ্য রাজনীতিতে দ্রুত নয়া সমীকরণ তৈরি হচ্ছে । রাজনীতির এটাই বৈশিষ্ট্য । কোনও কিছুই স্থায়ী নয় । তবে একটা বিষয় বলতেই হবে , সব পরিবর্তনেই যে ভালো কিছু হবে এমন ভাবার কোনও কারণ নেই । খারাপও হতে পারে । তবে জনগণ সবসময় ভালোটাই আশা করে ।

ভালো কিছু হবে , এমন ভাবনাই মনে পোষণ করে ।সাম্প্রতিককালে রাজ্য রাজনীতিতে যে পট পরিবর্তন হয়েছে , তাতে কি আগামী দিনে শাসকদল ও রাজ্যবাসীর ভালো হবে ? নাকি খারাপ হবে ? এই প্রশ্নই এখন সবথেকে বড় হয়ে উঠেছে । কারণটাও স্পষ্ট । যে যাই বলুক , এই পট পরিবর্তনে মোটেই সুখ ও শান্তিতে নেই শাসকদল । বলতে গেলে সুখ পাখি খাঁচা ছেড়ে বেরিয়ে গেছে । চরম অশান্তি সৃষ্টি হয়েছে দলের অন্দরে । আরও স্পষ্ট করে বললে রাজ্য বিজেপির অন্দরে একেবারে আড়াআড়িভাবে ফাটল ধরেছে । কান পাতলেই শোনা যাচ্ছে বড় ধরনের অশান্তি ও বিদ্রোহের সংকেত । চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে নজিরবিহীনভাবে বহিঃরাজ্য থেকে নেতা আমদানি করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চললেও , সেই চেষ্টা কতটা সফল হবে সেটা অবশ্য সময়েই জানা যাবে । এই কথা বলার একটাই কারণ , কোনও রাজ্যে উপ – নির্বাচনে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বহিঃরাজ্যের তিন নেতাকে নির্বাচনি প্রভারী করে পাঠানোর নজির নেই বললেই চলে । তাও যে রাজ্যে ক্ষমতায় রয়েছে দল । ফলে পর্দার আড়ালে , চোখের আড়ালে , তলে তলে যে অনেক কিছুই ঘটে চলেছে- তা অস্বীকার করার কোনও উপায় নেই ।

শুধু তাই নয় , আগামী দিনে যে আরও অনেক কিছু ঘটবে – তারও স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। । বিষয়টি , আরও একটু খোলসা করলে হয়ত সুবিধা হবে । গতকাল শনিবার বহু টালবাহানা ও জল্পনাশেষে শাসকদলের চার ঘোষণা হয়েছে । সেই ঘোষণার ছত্রিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কোনও বার্তা নেই ! চার প্রার্থীকে অভিনন্দন জানিয়ে সামাজিক মাধ্যমে তাঁর কোনও টুইট বা পোস্ট নেই ! বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল । তাঁর এই রহস্যজনক নীরবতা অন্য কোনও ‘ ঝড়ের পূর্বাভাস ’ নয়তো ? একসময় রাজ্যদলে তার বিরুদ্ধে একাংশের বিদ্রোহের সুর শোনা গিয়েছিলো । সেই ইতিহাস এখন অতীত । সময় ও স্থিতি পরিবর্তনের সাথে সাথে এখন তাঁকে কেন্দ্র করেই নতুন বিদ্রোহের সূত্রপাত হবে না তো ? রাজনৈতিক মহল সেই আশংকাই করছে । দুইদিন আগে বলেছিলেন , দিল্লী থেকে তিনি ৬ জুন রাজ্যে আসবেন । উপনির্বাচনে দলীয় প্রার্থীর প্রচারে ঝাঁপিয়ে পড়বেন । সেই সাথে দলের চার প্রার্থীর জয়কে নিশ্চিত করবেন বলে দাবি করেছিলেন । ৬ জুন তিনি আসছেন ঠিকই , কিন্তু তাঁর সামাজিক মাধ্যমে দেওয়া কর্মসূচিতে শুধু উল্লেখ আছে ‘ মুখ্যমন্ত্রী মানিক সাহার মনোনয়ন পত্র জমা দেওয়ার র‍্যালিতে অংশ নেবেন ‘ । যা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ।রাজনৈতিক বিভিন্ন মহল থেকে যে সংকেত পাওয়া যাচ্ছে তা কিন্তু শাসকদলের জন্য মোটেও সুখকর নয় । উপ নির্বাচনের পর ফের বিদ্রোহের আগুন জ্বলে উঠতে পারে দলের অন্দরে । শুধু তাই নয় , রাজ্য রাজনীতির নয়া সমীকরণও তৈরি হতে পারে । এমন সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না । তবে সবটাই নির্ভর করবে পরিস্থিতির উপর । আগামী দিনে কী কী ঘটতে চলেছে তার উপরই নজর থাকবে রাজ্যবাসীর ।

Dainik Digital

Recent Posts

আলু, ধান, সবজির সাথে ডাল চাষেও এগোচ্ছে ত্রিপুরা : রতন!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য এবার ধান ও সবজির পাশাপাশি ডাল জাতীয় শস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পথে…

19 hours ago

চটকলের আখ্যান!!

সর্বস্বান্ত গফুর, গ্রাম ছেড়ে মেয়ে আমিনার হাত ধরে ফুলবেড়ের সর্বমা চটকলের দিকে পা বাড়িয়েছিল বাঁচার…

19 hours ago

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

2 days ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

2 days ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

3 days ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

3 days ago