টঙ্গিবাড়িতে গৃহবধূ খুন!!
দৈনিক সংবাদ অনলাইন, ধর্মনগর।। টঙ্গিবাড়ি গ্রামে নিজ বাড়িতে রক্তাক্ত অবস্থায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত গৃহবধূর নাম জয়া দেব পাল চৌধুরী(৩৪)। ঘটনা বৃহস্পতিবার সকালে ধর্মনগর মহকুমার টঙ্গিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ড এলাকায়। জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। প্রায় প্রতিদিন স্ত্রী মদমত্ত অবস্থায় স্বামীর সাথে ঝগড়ায় লিপ্ত থাকে। ১২ বছর আগে জয়দ্বীপ পাল চৌধুরীর(৪৩) সঙ্গে বিয়ে হয় জয়ার। তাদের একটি ৯ বছরের পুত্র সন্তান রয়েছে। গ্রামের মানুষেরা জানান বিয়ের পর থেকেই এই পরিবারে ঝগড়া চলছে।
এদিকে স্বামীর সাথে কথা বলে জানা গেছে, এদিন সকাল থেকেই স্ত্রী মদমত্ত অবস্থায় স্বামীর সাথে ঝগড়া শুরু করে ঘরের দরজা বন্ধ করে রাখে। স্কুল থেকে ছেলেকে নিয়ে আসার পর দরজা খুলে দেয় স্ত্রী। অভিযোগ সেই সময় স্বামীর উপর দা লাটি নিয়ে ছড়াও হয় স্ত্রী। কোন মতে প্রাণে বাঁচেন স্বামী। দুই জনের মধ্যে ধস্তাধস্তিতে লাঠি দিয়ে মাথায় আঘাত করে স্বামী। আর এতেই রক্তাক্ত হয়ে ঘরের বারান্দায় লুটিয়ে পড়ে স্ত্রী। এলাকা বাসীর ধারণা এই ঘটনাটি ঘটেছে সকাল ১১ টার পড়ে। এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় ধর্মনগর থানার পুলিশ। মহিলা থানার পুলিশ সহ মহকুমার পুলিশ আধিকারিক। পুলিশ ঘটনা স্থল থেকে দা লাঠি উদ্ধার করেছে এবং স্বামী জয়দ্বীপ পাল চৌধুরীকে ধর্মনগর থানায় নিয়ে আসে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।