দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, খোয়াই।। খোয়াইয়ের নিখোঁজ টমটম চালকের মৃতদেহ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ কর্তৃপক্ষ ভারতের হাতে হস্তান্তর করল। এদিন ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের খোয়াই পুরাতন বাজার এলাকা দিয়ে নিখোঁজ টমটম মালিকের মৃতদেহ বাংলাদেশ কর্তৃপক্ষ তুলে দেয় ভারতের হাতে। মৃত টমটম চালকের ভাই যুবরাজ ঘোষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার ভাইকে পরিকল্পিত ভাবে খুন করে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, বাংলাদেশের স্থানীয় মানুষজন উনাকে জানিয়েছেন মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সেইসঙ্গে মৃতদেহটিকে একটি কলা গাছে বেঁধে তারপর নদীতে ফেলে দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে খোয়াই থানার ওসি উদ্যম দেববর্মা জানান, যেহেতু মৃতের পরিবারের পক্ষে নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করা হয়েছিল, তাই তারা ১৫৭ ধারায় মামলা নিয়ে ঘটনার তদন্ত চালাবে।
এদিকে, মঙ্গলবার স্থানীয় বিএসএফ এবং পুলিশ মৃতের পরিবারের লোকজন বিকেল থেকেই ভারত-বাংলাদেশ সীমান্ত পুরাতন বাজার এলাকায় জড়ো হয়। দীর্ঘ কয়েক ঘন্টা অপেক্ষার পর বাংলাদেশের প্রশাসনের পক্ষ থেকে বিজিবি, কাস্টম ও পুলিশের সহায়তায় মৃতদেহটি নৌকো দিয়ে খোয়াই নদী পার করে তুলে দেয় ভারতীয় বিএসএফ এবং পুলিশের হাতে। দেহ হস্তান্তরে বাংলাদেশের পক্ষে ছিলেন চুনারুঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, চুনারুঘাট থানার ওসি আলী আশরাস,বিজিবি বাল্লা ৫৫ নং ব্যাটেলিয়ানের কোম্পানি কমান্ডার সুবেদার তোফাজ্জল হোসেন, কাস্টম পুলিশ কাজী হারুল। অন্যদিকে ভারতের পক্ষে ছিলেন আশি ব্যাটেলিয়ান বিএসএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট বীরেন্দ্র খকা, সাব ইন্সপেক্টর রাজকুমার, মহকুমা পুলিশ আধিকারিক রাজিব সূত্রধর, ওসি উদ্যম দেববর্মা, সাব ইন্সপেক্টর যুগল ত্রিপুরা এবং প্রীতম দত্ত।
অনলাইন প্রতিনিধি :-আইনে পরিণত হলো ওয়াকফ বিল। বুধবার বিলটি পেশ করা হয়েছিল লোকসভায়।দীর্ঘ আলোচনার পর…
অনলাইন প্রতিনিধি :-চার দিন আগে বুধবার গুজরাটের জামনগরে প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়েছিল বায়ুসেনার একটি জাগুয়ার…
অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থবছরে নীতি আয়োগের প্রকাশিত সর্বশেষ রিপোর্টে দেশের উত্তর পূর্বাঞ্চলের ছোট রাজ্য ত্রিপুরাকে…
অনলাইন প্রতিনিধি :-ছত্রিশগঢ়ের প্রতিটি গ্রামকে যদি নকশালমুক্ত ঘোষণা করা যায়, তাহলেই মিলবে বড় পুরস্কার—প্রতিটি গ্রাম…
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান…
অনলাইন প্রতিনিধি:-তামিলনাড়ুর মণ্ডপম শহর থেকে রামেশ্বরম দ্বীপ পর্যন্ত নির্মিত রেল সেতু দেশের প্রথম ভার্টিকাল লিফট…