টহলের মধ্যেই ফের হিংসা মণিপুরে গুলীতে নিহত ৩।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি || মণিপুরে সহিংসতা যেন কিছুতেই থামতে চাইছে না। নিরাপত্তার বজ্র আঁটুনির মধ্যেই বিক্ষিপ্তভাবে সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে। এতে হতাহত হচ্ছেন সাধারণ মানুষ। সেনা এবং আধাসামরিক বাহিনীগুলোর কঠোর নজরদারি এবং টহল অব্যাহত রয়েছে। নিয়মিতভাবে চলছে অভিযান । বাজেয়াপ্ত করা হচ্ছে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ এবং আটক করা হচ্ছে দুষ্কৃতীদের।কিন্তু তারপরেও বাতাসে বারুদের গন্ধ এখনও স্তিমিত হয়ে যায়নি।রবিবারেও এই ধারাবাহিকতায় ছেদ পড়েনি। বিষ্ণুপুর জেলায় অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের সাথে গ্রামবাসীদের গুলী বিনিময়ের কারণে কম করেও তিন স্বেচ্ছাসেবকের মৃত্যু এবং পাঁচজন আহত হয়েছেন। শনিবার গভীর রাতে খইজুমানতাবি গ্রামে অস্থায়ী বাঙ্কারে বসে গ্রাম পাহারা দিচ্ছিলেন স্বেচ্ছাসেবকরা। তখনই তাদের উপর অতর্কিত হামলা চালায় কিছু দুষ্কৃতী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের ইম্ফলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ঘটনাস্থল পরিদর্শন করে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত হয়েছেন। মণিপুরের ইম্ফল পশ্চিম জেলায় সিআরপিসির ১৪৪তম ধারায় আরোপিত নিয়ন্ত্রণবিধি শিথিল করা হয়েছে। রাজ্যে সহিংসতা শুরু হওয়ার পর তেসরা মে মানুষের গতিবিধির উপর এই বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।এবার তা শিথিল করার উদ্দেশ্যে নির্দেশিকা জারি করেছেন অতিরিক্ত জেলাশাসক এন জনসন যেতেই।আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটায় এই সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে অভিযান বাতিল করার আওতায় মণিপুরের দুটি জঙ্গিগোষ্ঠী রবিবার জানিয়েছে, তারা গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক-২ সংলগ্ন কাংপকপি জেলায় দুই মাস ধরে জারি অবরোধ তুলে নিচ্ছে। একটি যৌথ বিবৃতি দিয়ে ইউনাইটেড পিপলস ফ্রন্ট এবং কুকি ন্যাশনাল অর্গানাইজেশন জানিয়েছে,অবিলম্বে এই অবরোধ প্রত্যাহার করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করে শান্তি-সম্প্রীতি ফিরিয়ে আনার আহ্বান জানানোর পর এই উদ্যোগ নিলো দুটি জঙ্গি গোষ্ঠী। কিন্তু দুই মাস
আগে এনএইচ-২-এর উপর অবরোধ ঘোষণাকারী কুকি সিভিল সোসাইটি গ্রুপ কমিটি এখনো আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা প্রত্যাহার করেনি। প্রসঙ্গত, মণিপুরে দুটি জাতীয় সড়কপথ রয়েছে।একটি এ এইচ-২ এবং অপরটি হলো এনএইচ-৩৭। প্রথমটি ইম্ফলের সাথে ডিমাপুরকে সংযুক্ত করেছে এবং দ্বিতীয়টি ইম্ফলের সাথে জিরিবামকে। রাজ্যে সহিংসতা শুরু হওয়ার পর থেকেই কুকি সংগঠনগুলো এনএইচ-২-কে অবরোধ করে রেখেছিল।মে মাসের শেষ দিকে অমিত শাহর
রাজ্য সফরের সময় তা সাময়িক সময়ের জন্য অবরোধমুক্ত করা হয়েছিল।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

দুদিনের সফরে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী,সাক্ষাৎ হবে ইউনুসের সাথেও!!

অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

11 hours ago

৯৩,৪২৫ মহিলাকে লাখপতি দিদি করার পরিকল্পনা!!

অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…

12 hours ago

এ রোগের ওষুধ নেই, সামনে দুর্দিন গরিবের!!

অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…

12 hours ago

জিবি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ঘিরে রোগীর অভিযোগ বাড়ছেই!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…

12 hours ago

অনুপ্রবেশ রুখতে জয়েন্ট পেট্রোলিং চলছে: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…

12 hours ago

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তে সীলমোহর দিল কেন্দ্রীয় সরকার!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…

13 hours ago