টাউনশিপ প্রকল্পগুলির কাজের গতি বাড়াতে বললেন মুখ্যমন্ত্রী।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি || রাজ্যের মানুষের মধ্যে ফ্ল্যাট কেনার প্রবণতা বাড়ছে।যার প্রেক্ষিতে টুডার অধীনে আগরতলায় যেসব ফ্ল্যাট নির্মিত হচ্ছে তার ব্যাপক প্রচারে জোর দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সচিবালয়ে ত্রিপুরা আরবান প্ল্যানিং অ্যাণ্ড ডেভেলপমেন্ট অথরিটির পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী টুডার অধীনে নির্মিত ফ্ল্যাটগুলিকে একটি নির্দিষ্ট শর্তাবলির আওতায় রাখতেও তিনি পরামর্শ দেন।ফ্ল্যাটের মালিকানা যথাযথভাবে বজায় রাখতেই এই পরামর্শ মুখ্যমন্ত্রীর। টুডার প্রকল্পগুলি রূপায়ণের ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্পকে কাজে লাগাতেও গুরুত্ব দেন।আগরতলার গোলচক্করে নির্মীয়মাণ লাইট হাউসের নির্মাণ কাজের গতি নিয়ে বিস্তর কথাবার্তা হয়। প্রধানমন্ত্রীর উচ্চাকাঙ্ক্ষার এই প্রকল্প নির্মাণের সময়সীমা অতিক্রান্ত হয়ে গেছে।মুখ্যমন্ত্রী প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে আধিকারিকদের নির্দেশ দেন।টুডার কাজকর্ম সুচারুভাবে পরিচালনার জন্য অর্থনৈতিক উপদেষ্টা নিযুক্তির বিষয়েও বৈঠকে আলোচনা হয়।মুখ্যমন্ত্রী এদিন গুণমান বজায় রেখে
টাউনশিপ প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করতে বলেছেন।প্রকল্পগুলি রূপায়ণে যেসব সমস্যা রয়েছে তা দ্রুততার সাথে নিরসন করতেও বলা হয়।সভায় মুখ্যমন্ত্রী টাউনশিপ প্রকল্পে যে ফ্ল্যাটগুলি নির্মিত হচ্ছে তাতে বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা রাখার জন্য পরামর্শ দেন। উল্লেখ্য,আগরতলার কামান চৌমুহনীর বিবেকানন্দ মার্কেটের সন্নিকটে ও কুঞ্জবন এলাকায় টাউনশিপ প্রকল্পের কাজ চলছে। সভায় ত্রিপুরা আরবান প্ল্যানিং অ্যাণ্ড ডেভেলপমেন্ট অথরিটির বিভিন্ন টাউনশিপ প্রকল্পের বর্তমান অবস্থা এবং শহর এলাকার উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় নগরোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, তথ্য ও প্রযুক্তি দপ্তরের সচিব কিরণ গিত্যে, মুখ্যমন্ত্রীর সচিব ড. পিকে চক্রবর্তী, টুডা’র সদস্য স্বপন সাহা সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।সভায় পাওয়ারপয়েন্ট প্রেজেনটেশনের মাধ্যমে টুডা’র বিভিন্ন নির্মাণ প্রকল্প যেমন বিবেকানন্দ টাউনশিপ, কুঞ্জবন টাউনশিপ, লাইটহাউস এবং এডিবি প্রকল্পের বর্তমান অবস্থা ও অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি বিষয় টুডা-র কমিশনার তমাল মজুমদার তুলে ধরেন। এছাড়াও ‘টুডা’র সর্বশেষ বৈঠকে গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে তা তুলে ধরা হয়।বিবেকানন্দ মার্কেট এলাকায় টাউনশিপ প্রকল্পে জি প্লাস ফোর বিশিষ্ট মোট ৪৮টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। ইতিমধ্যেই ৪৮টি ফ্ল্যাটের বুকিং হয়ে গেছে বলে সভায় জানানো হয়। ভগৎ সিং হোস্টেল সংলগ্ন কুঞ্জবন টাউনশিপ প্রকল্প, আখাউড়া গোলচক্করে লাইট হাউস প্রকল্পের কাজ চলছে। লাইট হাউস প্রকল্পে ১,০০০টি ফ্ল্যাট নির্মাণ করা হবে।ইতিমধ্যেই ফ্ল্যাটের জন্য সুবিধাভোগীদের নির্বাচন করা হয়েছে বলে কমিশনার জানান।তাছাড় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সহায়তায় রাজ্যের ৭টি জেলা সদর দপ্তর ও ১৩টি নগর সংস্থার হরগুলিতে পরিকাঠামোর উন্নয়ন করা হবে। এই প্রকল্পে প্রথম পর্যায়ে রাজ্যের ১২টি শহরের পানীয় জল, রাস্তাঘাট ও ড্রেনেজ ইত্যাদি কাজের জন্য এডিবি -৫৩০.৫৪ কোটি টাকা অনুমোদন করেছে।সভায় কমিশনার শ্রী মজুমদার টুডার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বস্তারিত আলোচনা করেন।

Dainik Digital

Recent Posts

খুশির ঈদ উদযাপন

অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…

5 hours ago

সাব ইনস্পেক্টর অব এক্সাইজ নিয়োগে, সরকারের নিয়োগনীতি কার্যকর করছে না টিপিএসসি, ক্ষুব্ধ বেকাররা!!

অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে নতুন নিয়োগনীতি চালু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে রাজ্য সরকারের…

6 hours ago

কেন্দ্রীয় সরকারের ব্যাপক প্রচার সত্ত্বেও,হাসপাতালে জনঔষধির সস্তা ওষুধ সংকটে রোগীরা বঞ্চিত!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকার ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় প্রকল্পের সস্তায় ভালো গুণমানসম্পন্ন জনঔষধি তথা জেনারিক মেডিসিন…

6 hours ago

শান্তিরবাজারে ক্রিকেট চ্যাম্পিয়ন জগন্নাথ পাড়া!!

অনলাইন প্রতিনিধি :-শান্তিরবাজারে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো জগন্নাথপাড়া প্লে সেন্টার টিম। রবিবার বাইখোড়া ইংলিশ…

6 hours ago

বামফ্রন্টের রেখে যাওয়া ১২,৯০৩ কোটি সহ,রাজ্যে বর্তমানে ঋণের পরিমাণ ২১,৮৭৮ কোটি টাকা: অর্থমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২১.৮৭৮ কোটি…

7 hours ago

ক্রাইম ব্রাঞ্চের শক্তিবৃদ্ধিতে গুচ্ছ পদক্ষেপ : মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-বিগত ছয় মাসে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চকে ২২টি মামলা হস্তান্তর করা হয়েছে।২০২৪ সালের…

8 hours ago