টানা চারদিন বিরতিহীন রান্না করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলেছেন নাইজেরিয়ার তরুনী হিল্ডা ব্যাকি (২৬)। গত ১১ মে থেকে ১৫ মে পর্যন্ত দেশটির সবচেয়ে বড় ও জনবহুল শহর লাগোসে বিরতিহীন রান্না করে এই রেকর্ড করেছেন বলে এএফপিকে জানিয়েছে গিনেস।গিনেসের তথ্য অনুযায়ী,ঘন্টা মিনিটের হিসেবে টানা ৯৩ ঘন্টা ১১মিনিট রান্না করেছেন হিল্ডা।সমস্ত রান্না একাই করেছেন তিনি।এই কাজ করার জন্য এর আগে দীর্ঘসময় দাঁড়িয়ে থাকার মতো শারীরিক সক্ষমতা অর্জন করতে হয়েছে। সেজন্য দীর্ঘদিন নিয়মিত জিমেও যেতে হয়েছে তার।সেই সঙ্গে নাইজেরিয়ার রান্না সম্পর্কে গভীর জ্ঞানও অর্জন করতে হয়েছে তাকে। ব্যক্তিগত জীবনে হিল্ডা ব্যাকি একজন পেশাদার বাবুর্চি। টানা তিরানব্বই ঘন্টারও বেশি সময় রান্না শেষে সাংবাদিকদের হিল্ডা বলেন, ‘নাইজেরিয়ার বিভিন্ন সুস্বাদু খাবারের সঙ্গে বিশ্ববাসীকে পরিচয় করিয়ে দেওয়ার ইচ্ছে আমার অনেক দিনের। আমি চাই, যুক্তরাষ্ট্রের যে কোনও সাধারণ বাসাবাড়ির খাদ্য তালিকায় এগুলি সুপসহ অন্যান নাইজেরিয়ান পদ দৈনন্দিন স্বাভাবিক খাবার হয়ে উঠুক। আমি চাই, বিশ্বের যে কোনও সুপার মার্কেটে নাইজেরিয়ান ডিশ তৈরির জন্য প্রয়োজনীয় মশলা ও অন্যান্য উপকরণ সহজলভ্য হোক।এসব কারণেই আমার এই প্রচেষ্টা।’পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশের মতো নাইজেরিয়াও উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি ঘাটতি ও নানা অর্থনৈতিক সঙ্কটে জর্জরিত অবস্থায় রয়েছে। তবে তার মধ্যেও হিল্ডার এই রেকর্ড দেশটির মিডিয়া ও বিভিন্ন মহলের মনোযোগ কাড়তে সক্ষম হয়েছে। যে চারদিন তিনি রান্না করেছেন, সে সময় দেশটির রাজনীতি, প্রশাসন ও বিনোদন জগতের কয়েকজন গুরুত্বপূর্ণ মানুষ তার সঙ্গে সাক্ষাৎ করে গেছেন।এটিই অবশ্য হিল্ডা ব্যাকির প্রথম সাফল্য নয়।এর আগে আফ্রিকার একটি আঞ্চলিক রন্ধন প্রতিযোগিতায় নাইজেরিয়ার প্রতিনিধিত্ব করে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।তার সাম্প্রতিক এই রেকর্ড সম্পর্কে এক বিবৃতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড জানিয়েছে, ‘যাবতীয় সাক্ষ্য- প্রমাণ যাচাই শেষে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে,এখন থেকে সবচেয়ে দীর্ঘ সময় একা রান্না করার রেকর্ডের মালিক হিল্ডা ব্যাকি ।’
দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…