Cricket ball resting on a cricket bat on green grass of cricket pitch
অমরপুরে সিনিয়র ক্লাব লীগ ক্রিকেটে টানা তিন ম্যাচ জিতে লীগ টেবিলের শীর্ষে উঠে এলো আরসিসি । রাঙামাটি মাঠে আজ লীগের তিন নম্বর ম্যাচে আরসিসি একুশ রানে বায়াখা বাখসা ক্লাবকে হারায় । ফলে টানা তিন ম্যাচ জয়ের পর বারো পয়েন্ট নিয়ে লীগ টেবিলে শীর্ষে এখন আরসিসি । সেখানে তিন ম্যাচে দশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বিবেক সংঘ এবং চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আপাতত রয়েছে বায়াখা বাখসা ক্লাব । তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে লড়াই করছে দেবারপ্রীত ক্রিকেট একাডেমি । মালবাসা প্লে সেন্টার এবং আজাদ হিন্দ ক্লাব এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি । আজ লীগের এক গুরুত্বপূর্ণ ম্যাচে আরসিসি একুশ রানে বায়াখা বাখসা ক্লাব দলকে হারায় ।
টস জিতে আরসিসি প্রথমে ব্যাট হাতে নিয়ে ৩৯.৫ ওভারে ১৬৬ রান করে ।ব্যাটে প্রীতম বর্মণ ৪৫ , মনোজ দাসগুপ্ত ৪৩ , আবীর কর্মকার ২৩ , রাহুল দাস ১৬ , দেবব্রত সাহা ১২ রান করে । বোলিংয়ে বায়াখা বাখসা ক্লাবের বীরালাল জমাতিয়া দশ ওভারে এক মেডেন বত্রিশ রানে চারটি , বিশ্বজিৎ জমাতিয়া দশ ওভারে ৪৮ রানে দুটি উইকেট তুলে । এছাড়া , নববীর জমাতিয়া , সমীর জমাতিয়া ও খাজারাম রিয়াং প্রত্যেকেই একটি করে উইকেট তুলে । জবাবে বায়াখা বাখসা ব্যাট করতে নেমে ৪০.৫ ওভারে ১৪৫ রান করে । ব্যাটে দীনেশ কুমার জমাতিয়া ৪৫ , নববীর জমাতিয়া ২৫ , জগৎ বাহাদুর জমাতিয়া ১০ রান করে। বোলিংয়ে আরসিসি দলের মনোজ দাসগুপ্ত দশ ওভারে এক মেডেন ত্রিশ রান দিয়ে চারটি , প্রসেনজিৎ দাস কুড়ি রানে দুটি , রীতেশ দাস ও পাপাই দাস একটি করে উইকেট তুলে আগামীকালের ম্যাচে আজাদ হিন্দ ক্লাব ও মালবাসা প্লে সেন্টার লড়বে ।
অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…
অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…
পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…
অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যবাসীর যে স্বপ্ন নিয়ে আশির দশকে গড়ে উঠেছিল রাজ্যের বৃহৎ -মাঝারি শিল্প প্রতিষ্ঠান…
অনলাইন প্রতিনিধি :-খরিফ মৌসুমে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন কৃষি অঞ্চল জুড়ে ভুট্টা উৎপাদন অতীতের সব রেকর্ড…