টানা ৩৬ ঘন্টা চিৎকারে উদ্ধার মনিব

এই খবর শেয়ার করুন (Share this news)

একেবারে যেন সিনেমার শুটিং । প্রভু পড়ে আছেন প্রায় দুশো ফুট নিচের গর্তে আর উপরে সমানে ডেকে চলেছে তার পোষ্য সারমেয় । শেষ পর্যন্ত উদ্ধার হলেন প্রভু । আর তারপরেই নিজের চিৎকার থামিয়ে প্রভুর পিছন পিছন ছুটল একেবারে হাসপাতালের দরজা পর্যন্ত । পড়লে মনে হবে হয়তো কোন সিনেমার প্রেক্ষাপট কিন্তু তা’নয় বাস্তব ক্ষেত্রে এমনই ঘটনা ঘটেছে উত্তর আমেরিকার আমস্টাডাম শহরে । সপ্তাহখানেক আগেকার কথা । কিন্তু এতদিন বিষয়টা প্রকাশিত হয়নি । সম্প্রতি মার্কিন একটি টেলিভিশন চ্যানেল সারমেয়র প্রতি প্রভুর প্রেম নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানে ঘটনাটি সম্প্রচার করেছে । সেখানে জানা গিয়েছে ২৭ জুলাই নিজের পোষ্য সারমেয়টিকে নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন ৭৬ বছরের বৃদ্ধ মার্টিন ক্লার্ক । নদীর পাড়ে ঘুরতে গিয়েই হঠাৎই পা পিছলে নদীর উপকণ্ঠে থাকা একটি সুড়ঙ্গের মধ্যে গড়িয়ে পড়ে যান । এত গভীরে নদীর উপকণ্ঠে যে কোন মানুষ থাকতে পারে সেটাই ধারণার বাইরে সাধারণ মানুষের । সে জন্যই ২০০ ফুট গভীর গর্ত থেকে মার্টিনের বাঁচার আশা ছিল খুবই কম । শুধু তাকে বাঁচিয়ে দিল তার পোষ্য সারমেয় সুকি । কীভাবে সুকি তার প্রভুকে উদ্ধার করেছে তার পুরো ঘটনাটি মার্কিন ওই টেলিভিশন চ্যানেল একটি রূপক নাটকের মাধ্যমে তুলে ধরেছে । সেখানে বলা হয়েছে , প্রভুকে বাঁচাতে টানা ৩৬ ঘন্টা সুড়ঙ্গের মুখে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে । সুকির চিৎকারের উদ্দেশ্য ছিল একটাই , পথচারীদের দৃষ্টি আকর্ষণ করা । একটি কুকুর দীর্ঘক্ষণ চিৎকার করছে দেখে কৌতুহল বশে এগিয়ে যান ৫৭ বছর বয়সী পথচারী টম ওয়েকেস । প্রথমদিকে বিষয়টিকে গুরুত্ব দেননি ভার তিনিও । স্ত্রী ড্যানিয়েলের হাত ধরে স্থান পরিত্যাগ করছিলেন টম । কিন্তু তার পথরুদ্ধ করে দাঁড়ায় ফের চিৎকার , হুটোপুটি করতে থাকে সুকি । পরিস্থিতি একটু অন্যরকম বুঝে টম শেষ পর্যন্ত উদ্ধারকারী দলকে খবর দেয় । তারপর উদ্ধারকারী দল দীর্ঘ প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় উদ্ধার করে মার্টিনকে । প্রাথমিক চিকিৎসা দেখা গিয়েছে , মার্টিনের হাত- কাঁধের হাড় এবং পায়ের হাড় ভেঙে গিয়েছে । তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি । তাকে সুড়ঙ্গ দুশো ফুট নিচ থেকে তুলে উদ্ধারকারী দল দ্রুতগতি নিয়ে যায় হাসপাতালে । দীর্ঘ প্রায় এক সপ্তাহ হাসপাতালে থেকে চিকিৎসায় অনেকটা সুস্থ হয়েছেন মার্টিন । নায়কের মত নিজে প্রভুকে উদ্ধার করার পরেই একেবারে রাতারাতি ‘ হিরো ‘ হয়ে গিয়েছেন সুকি । তাকে নিয়ে গবেষণা শুরু করে দিয়েছেন পশুবিদরা । তারা দেখেছেন সুকি কিন্তু কোন নামিদামি প্রজাতির সারমেয় নয় । একেবারে রাস্তার কুকুর আর তাকেই বাড়িতে এনে প্রতিপালন করেছিলেন মার্টিন ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…

8 hours ago

ধন্যবাদার্হ।।

কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…

8 hours ago

সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।

অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…

11 hours ago

ত্রিপুরার সাহিত্য চর্চায় নয়া ইতিহাস রচনা করেছে উড়ান: জয় গোস্বামী।।

অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…

11 hours ago

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…

11 hours ago

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

11 hours ago