একেবারে যেন সিনেমার শুটিং । প্রভু পড়ে আছেন প্রায় দুশো ফুট নিচের গর্তে আর উপরে সমানে ডেকে চলেছে তার পোষ্য সারমেয় । শেষ পর্যন্ত উদ্ধার হলেন প্রভু । আর তারপরেই নিজের চিৎকার থামিয়ে প্রভুর পিছন পিছন ছুটল একেবারে হাসপাতালের দরজা পর্যন্ত । পড়লে মনে হবে হয়তো কোন সিনেমার প্রেক্ষাপট কিন্তু তা’নয় বাস্তব ক্ষেত্রে এমনই ঘটনা ঘটেছে উত্তর আমেরিকার আমস্টাডাম শহরে । সপ্তাহখানেক আগেকার কথা । কিন্তু এতদিন বিষয়টা প্রকাশিত হয়নি । সম্প্রতি মার্কিন একটি টেলিভিশন চ্যানেল সারমেয়র প্রতি প্রভুর প্রেম নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানে ঘটনাটি সম্প্রচার করেছে । সেখানে জানা গিয়েছে ২৭ জুলাই নিজের পোষ্য সারমেয়টিকে নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন ৭৬ বছরের বৃদ্ধ মার্টিন ক্লার্ক । নদীর পাড়ে ঘুরতে গিয়েই হঠাৎই পা পিছলে নদীর উপকণ্ঠে থাকা একটি সুড়ঙ্গের মধ্যে গড়িয়ে পড়ে যান । এত গভীরে নদীর উপকণ্ঠে যে কোন মানুষ থাকতে পারে সেটাই ধারণার বাইরে সাধারণ মানুষের । সে জন্যই ২০০ ফুট গভীর গর্ত থেকে মার্টিনের বাঁচার আশা ছিল খুবই কম । শুধু তাকে বাঁচিয়ে দিল তার পোষ্য সারমেয় সুকি । কীভাবে সুকি তার প্রভুকে উদ্ধার করেছে তার পুরো ঘটনাটি মার্কিন ওই টেলিভিশন চ্যানেল একটি রূপক নাটকের মাধ্যমে তুলে ধরেছে । সেখানে বলা হয়েছে , প্রভুকে বাঁচাতে টানা ৩৬ ঘন্টা সুড়ঙ্গের মুখে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে । সুকির চিৎকারের উদ্দেশ্য ছিল একটাই , পথচারীদের দৃষ্টি আকর্ষণ করা । একটি কুকুর দীর্ঘক্ষণ চিৎকার করছে দেখে কৌতুহল বশে এগিয়ে যান ৫৭ বছর বয়সী পথচারী টম ওয়েকেস । প্রথমদিকে বিষয়টিকে গুরুত্ব দেননি ভার তিনিও । স্ত্রী ড্যানিয়েলের হাত ধরে স্থান পরিত্যাগ করছিলেন টম । কিন্তু তার পথরুদ্ধ করে দাঁড়ায় ফের চিৎকার , হুটোপুটি করতে থাকে সুকি । পরিস্থিতি একটু অন্যরকম বুঝে টম শেষ পর্যন্ত উদ্ধারকারী দলকে খবর দেয় । তারপর উদ্ধারকারী দল দীর্ঘ প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় উদ্ধার করে মার্টিনকে । প্রাথমিক চিকিৎসা দেখা গিয়েছে , মার্টিনের হাত- কাঁধের হাড় এবং পায়ের হাড় ভেঙে গিয়েছে । তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি । তাকে সুড়ঙ্গ দুশো ফুট নিচ থেকে তুলে উদ্ধারকারী দল দ্রুতগতি নিয়ে যায় হাসপাতালে । দীর্ঘ প্রায় এক সপ্তাহ হাসপাতালে থেকে চিকিৎসায় অনেকটা সুস্থ হয়েছেন মার্টিন । নায়কের মত নিজে প্রভুকে উদ্ধার করার পরেই একেবারে রাতারাতি ‘ হিরো ‘ হয়ে গিয়েছেন সুকি । তাকে নিয়ে গবেষণা শুরু করে দিয়েছেন পশুবিদরা । তারা দেখেছেন সুকি কিন্তু কোন নামিদামি প্রজাতির সারমেয় নয় । একেবারে রাস্তার কুকুর আর তাকেই বাড়িতে এনে প্রতিপালন করেছিলেন মার্টিন ।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…