টানা ৩৬ ঘন্টা চিৎকারে উদ্ধার মনিব

এই খবর শেয়ার করুন (Share this news)

একেবারে যেন সিনেমার শুটিং । প্রভু পড়ে আছেন প্রায় দুশো ফুট নিচের গর্তে আর উপরে সমানে ডেকে চলেছে তার পোষ্য সারমেয় । শেষ পর্যন্ত উদ্ধার হলেন প্রভু । আর তারপরেই নিজের চিৎকার থামিয়ে প্রভুর পিছন পিছন ছুটল একেবারে হাসপাতালের দরজা পর্যন্ত । পড়লে মনে হবে হয়তো কোন সিনেমার প্রেক্ষাপট কিন্তু তা’নয় বাস্তব ক্ষেত্রে এমনই ঘটনা ঘটেছে উত্তর আমেরিকার আমস্টাডাম শহরে । সপ্তাহখানেক আগেকার কথা । কিন্তু এতদিন বিষয়টা প্রকাশিত হয়নি । সম্প্রতি মার্কিন একটি টেলিভিশন চ্যানেল সারমেয়র প্রতি প্রভুর প্রেম নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানে ঘটনাটি সম্প্রচার করেছে । সেখানে জানা গিয়েছে ২৭ জুলাই নিজের পোষ্য সারমেয়টিকে নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন ৭৬ বছরের বৃদ্ধ মার্টিন ক্লার্ক । নদীর পাড়ে ঘুরতে গিয়েই হঠাৎই পা পিছলে নদীর উপকণ্ঠে থাকা একটি সুড়ঙ্গের মধ্যে গড়িয়ে পড়ে যান । এত গভীরে নদীর উপকণ্ঠে যে কোন মানুষ থাকতে পারে সেটাই ধারণার বাইরে সাধারণ মানুষের । সে জন্যই ২০০ ফুট গভীর গর্ত থেকে মার্টিনের বাঁচার আশা ছিল খুবই কম । শুধু তাকে বাঁচিয়ে দিল তার পোষ্য সারমেয় সুকি । কীভাবে সুকি তার প্রভুকে উদ্ধার করেছে তার পুরো ঘটনাটি মার্কিন ওই টেলিভিশন চ্যানেল একটি রূপক নাটকের মাধ্যমে তুলে ধরেছে । সেখানে বলা হয়েছে , প্রভুকে বাঁচাতে টানা ৩৬ ঘন্টা সুড়ঙ্গের মুখে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে । সুকির চিৎকারের উদ্দেশ্য ছিল একটাই , পথচারীদের দৃষ্টি আকর্ষণ করা । একটি কুকুর দীর্ঘক্ষণ চিৎকার করছে দেখে কৌতুহল বশে এগিয়ে যান ৫৭ বছর বয়সী পথচারী টম ওয়েকেস । প্রথমদিকে বিষয়টিকে গুরুত্ব দেননি ভার তিনিও । স্ত্রী ড্যানিয়েলের হাত ধরে স্থান পরিত্যাগ করছিলেন টম । কিন্তু তার পথরুদ্ধ করে দাঁড়ায় ফের চিৎকার , হুটোপুটি করতে থাকে সুকি । পরিস্থিতি একটু অন্যরকম বুঝে টম শেষ পর্যন্ত উদ্ধারকারী দলকে খবর দেয় । তারপর উদ্ধারকারী দল দীর্ঘ প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় উদ্ধার করে মার্টিনকে । প্রাথমিক চিকিৎসা দেখা গিয়েছে , মার্টিনের হাত- কাঁধের হাড় এবং পায়ের হাড় ভেঙে গিয়েছে । তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি । তাকে সুড়ঙ্গ দুশো ফুট নিচ থেকে তুলে উদ্ধারকারী দল দ্রুতগতি নিয়ে যায় হাসপাতালে । দীর্ঘ প্রায় এক সপ্তাহ হাসপাতালে থেকে চিকিৎসায় অনেকটা সুস্থ হয়েছেন মার্টিন । নায়কের মত নিজে প্রভুকে উদ্ধার করার পরেই একেবারে রাতারাতি ‘ হিরো ‘ হয়ে গিয়েছেন সুকি । তাকে নিয়ে গবেষণা শুরু করে দিয়েছেন পশুবিদরা । তারা দেখেছেন সুকি কিন্তু কোন নামিদামি প্রজাতির সারমেয় নয় । একেবারে রাস্তার কুকুর আর তাকেই বাড়িতে এনে প্রতিপালন করেছিলেন মার্টিন ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

দুদিনের সফরে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী,সাক্ষাৎ হবে ইউনুসের সাথেও!!

অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

6 hours ago

৯৩,৪২৫ মহিলাকে লাখপতি দিদি করার পরিকল্পনা!!

অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…

6 hours ago

এ রোগের ওষুধ নেই, সামনে দুর্দিন গরিবের!!

অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…

7 hours ago

জিবি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ঘিরে রোগীর অভিযোগ বাড়ছেই!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…

7 hours ago

অনুপ্রবেশ রুখতে জয়েন্ট পেট্রোলিং চলছে: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…

7 hours ago

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তে সীলমোহর দিল কেন্দ্রীয় সরকার!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…

7 hours ago