টানা ৫ দিন জল সংকটে রাজধানী, চরম দুর্ভোগ।।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের
রাজধানী শহর আগরতলায় গত পাঁচদিন ধরে তীব্র জল সংকট চলছে। শহরের মধ্যে ও পশ্চিমাংশের বেশ কিছু এলাকায় পাইপলাইনে জল সরবরাহ অনিয়মিত হয়ে পড়েছে। কোথাও কোথাও সকাল এবং বিকালে নলবাহিত জল সরবরাহ পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ।ফলে তীব্র ভোগান্তি সইতে হয়েছে শহরবাসীকে।
এর মধ্যে বিদুরকর্তা চৌমুহনী ও সংলগ্ন এলাকা থেকে শুরু করে সংলগ্ন অংশ সহ আরএমএস চৌমুহনী, হাসপাতাল চৌমুহনী, কদমতলা, তবলা চৌমুহনী, প্যারাডাইস চৌমুহনী, রবীন্দ্র পল্লী, পোস্ট অফিস চৌমুহনী সহ কৃষ্ণনগরের একাংশে নলবাহিত জল পাওয়া যায়নি।জানা গেছে, এই সমস্যার মূলে রয়েছে শহরের ফায়ার ব্রিগেড চৌমুহনী থেকে কের চৌমুহনীর মধ্যে থাকা একটি পাইপ লাইনে জল পরিবহণ ও সরবরাহের জন্য ব্যবহৃত স্যুইচ ভাল্ব সরানোর কাজ। শহরের পশ্চিমাংশের এই এলাকায় দীর্ঘদিন ধরে মাঝ রাস্তায় থাকা এই স্যুইচ ভাল্বটির জন্য নিত্য দুর্ভোগ সইতে হয় মানুষকে। সকাল ও সন্ধ্যায় মানুষের কাজে বের হওয়া এবং ঘরে ফেরার সময় এই সমস্যা মাত্রা ছড়িয়ে যায়। মুখোমুখি হতে হয় তীব্র যানজটের।
এমতাবস্থায় এই স্যুইচ ভাল্বটির স্থানান্তর অনিবার্য হয়ে দাঁড়ায়।অবশেষে গত ৬ফেব্রুয়ারী এটি সরানোর কাজ শুরু হয়।আর এই কারণেই আগরতলার উল্লেখিত এলাকার মানুষকে টানা কয়েকদিন জল দুর্ভোগ সইতে হয়েছে।এনিয়ে জানতে চেয়ে যোগাযোগ করা হয় আগরতলা শহরে জল সরবরাহের দায়িত্বে থাকা জল পরিষদ কর্তৃপক্ষের সঙ্গে। নাম প্রকাশে অনিচ্ছুক পরিষদের এক প্রকৌশলী জল সমস্যার কথা স্বীকার করেন।তিনি বলেন, সমস্যার নিরসন হয়ে গেছে।সোমবার,১০ ফেব্রুয়ারী সন্ধ্যা থেকে নলবাহিত জল সরবরাহ শুরু হয়ে গেছে। মঙ্গলবার,১১ ফেব্রুয়ারী
থেকে পুরোদমে সকালও বিকালে জল সরবরাহ হবে বলে জানান প্রকৌশলটি। সেই সঙ্গে তিনি দাবি করেন ৬ ফেব্রুয়ারী থেকে জল সরবরাহ পুরোপুরি বন্ধ করে রাখা হয়নি।প্রতিদিন এক বেলা করে জল সরবরাহ করা হয়েছে।

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

48 mins ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

1 hour ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

2 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

2 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

2 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

3 hours ago