টানা ৫ দিন জল সংকটে রাজধানী, চরম দুর্ভোগ।।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের
রাজধানী শহর আগরতলায় গত পাঁচদিন ধরে তীব্র জল সংকট চলছে। শহরের মধ্যে ও পশ্চিমাংশের বেশ কিছু এলাকায় পাইপলাইনে জল সরবরাহ অনিয়মিত হয়ে পড়েছে। কোথাও কোথাও সকাল এবং বিকালে নলবাহিত জল সরবরাহ পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ।ফলে তীব্র ভোগান্তি সইতে হয়েছে শহরবাসীকে।
এর মধ্যে বিদুরকর্তা চৌমুহনী ও সংলগ্ন এলাকা থেকে শুরু করে সংলগ্ন অংশ সহ আরএমএস চৌমুহনী, হাসপাতাল চৌমুহনী, কদমতলা, তবলা চৌমুহনী, প্যারাডাইস চৌমুহনী, রবীন্দ্র পল্লী, পোস্ট অফিস চৌমুহনী সহ কৃষ্ণনগরের একাংশে নলবাহিত জল পাওয়া যায়নি।জানা গেছে, এই সমস্যার মূলে রয়েছে শহরের ফায়ার ব্রিগেড চৌমুহনী থেকে কের চৌমুহনীর মধ্যে থাকা একটি পাইপ লাইনে জল পরিবহণ ও সরবরাহের জন্য ব্যবহৃত স্যুইচ ভাল্ব সরানোর কাজ। শহরের পশ্চিমাংশের এই এলাকায় দীর্ঘদিন ধরে মাঝ রাস্তায় থাকা এই স্যুইচ ভাল্বটির জন্য নিত্য দুর্ভোগ সইতে হয় মানুষকে। সকাল ও সন্ধ্যায় মানুষের কাজে বের হওয়া এবং ঘরে ফেরার সময় এই সমস্যা মাত্রা ছড়িয়ে যায়। মুখোমুখি হতে হয় তীব্র যানজটের।
এমতাবস্থায় এই স্যুইচ ভাল্বটির স্থানান্তর অনিবার্য হয়ে দাঁড়ায়।অবশেষে গত ৬ফেব্রুয়ারী এটি সরানোর কাজ শুরু হয়।আর এই কারণেই আগরতলার উল্লেখিত এলাকার মানুষকে টানা কয়েকদিন জল দুর্ভোগ সইতে হয়েছে।এনিয়ে জানতে চেয়ে যোগাযোগ করা হয় আগরতলা শহরে জল সরবরাহের দায়িত্বে থাকা জল পরিষদ কর্তৃপক্ষের সঙ্গে। নাম প্রকাশে অনিচ্ছুক পরিষদের এক প্রকৌশলী জল সমস্যার কথা স্বীকার করেন।তিনি বলেন, সমস্যার নিরসন হয়ে গেছে।সোমবার,১০ ফেব্রুয়ারী সন্ধ্যা থেকে নলবাহিত জল সরবরাহ শুরু হয়ে গেছে। মঙ্গলবার,১১ ফেব্রুয়ারী
থেকে পুরোদমে সকালও বিকালে জল সরবরাহ হবে বলে জানান প্রকৌশলটি। সেই সঙ্গে তিনি দাবি করেন ৬ ফেব্রুয়ারী থেকে জল সরবরাহ পুরোপুরি বন্ধ করে রাখা হয়নি।প্রতিদিন এক বেলা করে জল সরবরাহ করা হয়েছে।

Dainik Digital

Recent Posts

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

20 mins ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

6 hours ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

1 day ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

1 day ago

পুনরুজ্জীবনের স্বপ্ন অপূর্ণই জুটমিল এখন ভূতুড়ে বাড়ি!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যবাসীর যে স্বপ্ন নিয়ে আশির দশকে গড়ে উঠেছিল রাজ্যের বৃহৎ -মাঝারি শিল্প প্রতিষ্ঠান…

1 day ago

কাঞ্চনপুরে ভুট্টার রেকর্ড উৎপাদন, বাজারে বিক্রি নেই হতাশায় কৃষক!!

অনলাইন প্রতিনিধি :-খরিফ মৌসুমে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন কৃষি অঞ্চল জুড়ে ভুট্টা উৎপাদন অতীতের সব রেকর্ড…

1 day ago