টানা ৮ ম্যাচ জিতে চ্যাম্পিয়নের দিকেই ত্রিপুরা স্পোর্টস স্কুল!!
অনলাইন প্রতিনিধি :-টিএফএর খেলো ইন্ডিয়া অনূর্ধ্ব ১৫ মহিলা লীগ ফুটবলে চ্যাম্পিয়নের দৌড়ে এগিয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুল।এই পর্যন্ত আট ম্যাচ খেলে আটটিতেই জয় পেলো বাধারঘাটের স্পোর্টস স্কুল টিম। আট ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে এখন স্পোর্টস স্কুল।শনিবার ঊষাবাজারের সুখময় স্কুল গ্রাউণ্ডে আসরে নিজেদের আট নম্বর ম্যাচে
স্পোর্টস স্কুল ৪-০ গোলে চলমান
সংঘকে হারায়।দিনের অন্য দুই ম্যাচে একটিতে ফুলো ঝানু অ্যাথলেটিক ক্লাব ৬-০ গোলে নবোদয় সংঘকে এবং অপরদিকে সবুজ সংঘ ২-১ গালে অক্সিলিয়াম গার্লস স্কুলকে হারায়।ডবল লীগ পর্বের এই আসরে ছয় দলের মোট নয়টি ম্যাচ হচ্ছে।এখন পর্যন্ত ২৪টি ম্যাচ সম্পন্ন হয়েছে।বাকি রয়েছে আরও ছয়টি ম্যাচ।টিএফএর তরফে ঘোষিত ক্রীড়াসূচি অনুযায়ী আগামী ২৪ জানুয়ারী পর্যন্ত খেলা রয়েছে।এই পর্যন্ত টুর্নামেন্টের যা পজিশন তাতে স্পোর্টস স্কুল চ্যাম্পিয়নের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে।উল্লেখ্য, আসরে চ্যাম্পিয়ন দল ৫০ হাজার টাকা এবং রানার্স আপ দল ৩০ হাজার টাকা প্রাইজমানি পাচ্ছে।সাথে ট্রফি। তবে প্রায় এক মাস সময় ধরে চলা এই টুর্নামেন্টটিকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে খুব একটা আকর্ষণ কিন্তু দেখা যাচ্ছে না বলা চলে।কারণ এতো টিমের স্বল্পতা এবং দ্বিতীয়ত,একেবারে নিম্নমানের খেলা হচ্ছে।দিনের প্রথম ম্যাচে স্পোর্টস স্কুল ৪-০ গোলে চলমান সংঘকে হারায়। ম্যাচে স্পোর্টস স্কুলের হয়ে তনু বাগদি জোড়া গোল করে। এছাড়া বিনতা সিনহা ও স্মৃতি জমাতিয়া একটি করে গোল করে। অন্য ম্যাচে সবুজ সংঘ ২-১ অক্সিলিয়াম গার্লস স্কুলকে হারায়।ম্যাচে সবুজ সংঘের হয়ে তমান্না আক্তার ও অমিষা দেববর্মা একটি করে গোল করে। বিপক্ষ অক্সিলিয়াম গার্লস স্কুলের হয়ে হনি জমাতিয়া একটি গোল করে।অপর ম্যাচে ফুলো ঝানু অ্যাথলেটিক ক্লাব ৬-০ গোলের বড় ব্যবধানে নবোদয় সংঘকে হারায়।ম্যাচে জয়ী দলের হয়ে কুন্তি ওরাং চারটি ও সুস্মিতা মুন্ডা জোড়া গোল করে।আগামীকাল কোনও ম্যাচ নেই। পরবর্তী খেলা ২২ জানুয়ারী। তিনটি ম্যাচ হবে ওই দিন।
বেসর