টার্মিনালে প্রবেশে নেই সুবিধা, ক্ষোভ

এই খবর শেয়ার করুন (Share this news)

আগরতলা এমবিবি বিমানবন্দরে টার্মিনাল ভবনের ভেতর প্রবেশে দর্শনার্থীদের ( ভিজিটার্স ) জন্য কোনও সুবিধা এখনও চালু করা হয়নি । আগে বিমানবন্দরের যেখানে পুরানো টার্মিনাল ভবন ছিল তারমধ্যে ভেতরে প্রবেশে দর্শনার্থীদের জন্য সুবিধা চালু ছিল । নির্দিষ্ট টাকার এন্ট্রি টিকিট কাউন্টার থেকে নিয়ে দর্শনার্থীরা টার্মিনাল ভবনের ভেতর নির্দিষ্ট জায়গা পর্যন্ত পারতেন । আত্মীয়পরিজনদের ও প্রিয়জনকে বিদায় জানাতে বা বিমানে আগতদের সংবর্ধনা জানিয়ে টার্মিনাল ভবন থেকে এগিয়ে আনতে পুরানো টার্মিনাল ভবনে সুবিধা চালু ছিল । কিন্তু নতুন চালু হওয়া ইন্টিগ্রেটেড আধুনিক টার্মিনাল ভবনে সেই সুবিধা এখনও চালু হয়নি । দর্শনার্থীদের প্রবেশে টার্মিনাল ভবনের সামনে এখন পর্যন্ত কোনও এন্ট্রি টিকিট কাউন্টার খোলা হয়নি । গত জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে বিমানবন্দরে নতুন এই টার্মিনাল ভবনটি চালু হয় । বিমান যাত্রীর পরিষেবা শুরু হয় । তারপর পাঁচ মাস অতিক্রান্ত অতিক্রান্ত হয়ে গেলেও দর্শনার্থীদের টার্মিনাল ভবনের ভেতর প্রবেশে এখনও কোনও সুবিধা চালু হয়নি ।

এন্ট্রি টিকিট কাউন্টারও খোলা হয়নি । সেই কারণে নিত্য সমস্যায় ও ভোগান্তিতে পড়ছেন দর্শনার্থীরা । তাদের আত্মীয়স্বজন ও প্রিয়জনকে বিমানবন্দরে গিয়ে বিদায় জানাতে টার্মিনাল ভবনে প্রবেশ করতে পারছেন না । আবার বিমানে আত্মীয়স্বজন ও প্রিয়জনরা এলে টার্মিনাল ভবনের ভেতর গিয়ে স্বাগত জানিয়ে এগিয়ে আনার সুবিধাও নেই । টার্মিনাল ভবনের ভেতরে প্রবেশ করে বৃদ্ধ ও বৃদ্ধা বা শারীরিকভাবে অক্ষম নিকটআত্মীয় বিমানযাত্রীদেরও বিমানে যাওয়া আসার ক্ষেত্রেও কোনও সহযোগিতা করার কোনও সুবিধাও চালু নেই । দেশের সব বিমানবন্দরে টার্মিনাল ভবনের ভেতর প্রবেশের সুবিধার জন্য টার্মিনাল ভবনের সামনে নির্দিষ্ট টাকায় এন্ট্রি টিকিট কাউন্টার চালু রয়েছে । শুধু ব্যতিক্রম আগরতলা এমবিবি বিমানবন্দর । বিমানবন্দর অথরিটির উদাসীনতায় এন্ট্রি টিকিট কাউন্টার চালু হচ্ছে না বলে অভিযোগ । এদিকে , শনিবার সন্ধ্যায় বিমানবন্দরের এক আধিকারিক জানান , আগামী সোমবার থেকে এন্ট্রি টিকিট কাউন্টার চালুর চেষ্টা চলছে ।

Dainik Digital

Recent Posts

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

4 hours ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

24 hours ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

1 day ago

পুনরুজ্জীবনের স্বপ্ন অপূর্ণই জুটমিল এখন ভূতুড়ে বাড়ি!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যবাসীর যে স্বপ্ন নিয়ে আশির দশকে গড়ে উঠেছিল রাজ্যের বৃহৎ -মাঝারি শিল্প প্রতিষ্ঠান…

1 day ago

কাঞ্চনপুরে ভুট্টার রেকর্ড উৎপাদন, বাজারে বিক্রি নেই হতাশায় কৃষক!!

অনলাইন প্রতিনিধি :-খরিফ মৌসুমে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন কৃষি অঞ্চল জুড়ে ভুট্টা উৎপাদন অতীতের সব রেকর্ড…

1 day ago

দিনভর দুর্ভোগ,আজও বন্ধ থাকবে উড়াল সেতু!!

অনলাইন প্রতিনিধি :-স্মার্ট সিটি আগরতলায় আনস্মার্ট কাজকর্ম বহাল। আগরতলা শহর তথা রাজ্যের একমাত্র উড়াল সেতু…

1 day ago