আগরতলা এমবিবি বিমানবন্দরে টার্মিনাল ভবনের ভেতর প্রবেশে দর্শনার্থীদের ( ভিজিটার্স ) জন্য কোনও সুবিধা এখনও চালু করা হয়নি । আগে বিমানবন্দরের যেখানে পুরানো টার্মিনাল ভবন ছিল তারমধ্যে ভেতরে প্রবেশে দর্শনার্থীদের জন্য সুবিধা চালু ছিল । নির্দিষ্ট টাকার এন্ট্রি টিকিট কাউন্টার থেকে নিয়ে দর্শনার্থীরা টার্মিনাল ভবনের ভেতর নির্দিষ্ট জায়গা পর্যন্ত পারতেন । আত্মীয়পরিজনদের ও প্রিয়জনকে বিদায় জানাতে বা বিমানে আগতদের সংবর্ধনা জানিয়ে টার্মিনাল ভবন থেকে এগিয়ে আনতে পুরানো টার্মিনাল ভবনে সুবিধা চালু ছিল । কিন্তু নতুন চালু হওয়া ইন্টিগ্রেটেড আধুনিক টার্মিনাল ভবনে সেই সুবিধা এখনও চালু হয়নি । দর্শনার্থীদের প্রবেশে টার্মিনাল ভবনের সামনে এখন পর্যন্ত কোনও এন্ট্রি টিকিট কাউন্টার খোলা হয়নি । গত জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে বিমানবন্দরে নতুন এই টার্মিনাল ভবনটি চালু হয় । বিমান যাত্রীর পরিষেবা শুরু হয় । তারপর পাঁচ মাস অতিক্রান্ত অতিক্রান্ত হয়ে গেলেও দর্শনার্থীদের টার্মিনাল ভবনের ভেতর প্রবেশে এখনও কোনও সুবিধা চালু হয়নি ।
এন্ট্রি টিকিট কাউন্টারও খোলা হয়নি । সেই কারণে নিত্য সমস্যায় ও ভোগান্তিতে পড়ছেন দর্শনার্থীরা । তাদের আত্মীয়স্বজন ও প্রিয়জনকে বিমানবন্দরে গিয়ে বিদায় জানাতে টার্মিনাল ভবনে প্রবেশ করতে পারছেন না । আবার বিমানে আত্মীয়স্বজন ও প্রিয়জনরা এলে টার্মিনাল ভবনের ভেতর গিয়ে স্বাগত জানিয়ে এগিয়ে আনার সুবিধাও নেই । টার্মিনাল ভবনের ভেতরে প্রবেশ করে বৃদ্ধ ও বৃদ্ধা বা শারীরিকভাবে অক্ষম নিকটআত্মীয় বিমানযাত্রীদেরও বিমানে যাওয়া আসার ক্ষেত্রেও কোনও সহযোগিতা করার কোনও সুবিধাও চালু নেই । দেশের সব বিমানবন্দরে টার্মিনাল ভবনের ভেতর প্রবেশের সুবিধার জন্য টার্মিনাল ভবনের সামনে নির্দিষ্ট টাকায় এন্ট্রি টিকিট কাউন্টার চালু রয়েছে । শুধু ব্যতিক্রম আগরতলা এমবিবি বিমানবন্দর । বিমানবন্দর অথরিটির উদাসীনতায় এন্ট্রি টিকিট কাউন্টার চালু হচ্ছে না বলে অভিযোগ । এদিকে , শনিবার সন্ধ্যায় বিমানবন্দরের এক আধিকারিক জানান , আগামী সোমবার থেকে এন্ট্রি টিকিট কাউন্টার চালুর চেষ্টা চলছে ।
অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…
অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…
অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…
অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…
মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…
অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…