টিআরইএসপি প্রকল্পে নিয়োগে লঙ্ঘিত সংরক্ষণ আইন, ক্ষোভ!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা
জনজাতি কল্যাণ দপ্তরের অধীনে পরিচালিত টিআরইএসপি প্রকল্পে অ্যাকাউন্টস অফিসার পদে শুধু মেধা তালিকায় নীচের সারিতে থাকা প্রার্থীদের করাই নয়,মানা হয়নি ত্রিপুরা সরকারের সংরক্ষণ আইনও।এই নিয়োগে সংরক্ষণ আইন পর্যন্ত লঙ্ঘন করা হয়েছে।ত্রিপুরা সরকারের সংরক্ষণ আইন ২০০৬ অনুযায়ী সরকারী চাকরিতে জনজাতি
সম্প্রদায়ের জন্য ৩১ শতাংশ এবং তপশিল জাতি সম্প্রদায়ের জন্য ১৭শতাংশ সংরক্ষণের বিধান রয়েছে।
কিন্তু জনজাতি কল্যাণ দপ্তর
টিআরইএসপি প্রকল্পে অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগে সংরক্ষণের বাইরে গিয়ে জনজাতিদের ৫৩ শতাংশ এবং তপশিলিদের ২২ শতাংশ চাকরি প্রদান করেছে।মেধা তালিকায় নীচের সারিতে থাকা সংরক্ষণ আইন ভেঙে অতিরিক্ত নিযুক্তি দেওয়া চারজন জনজাতি এবং একজন তপশিলি জাতি প্রার্থীকে গত ২০ জুন কাজে যোগদানের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে।স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, রাজ্য জনজাতি কল্যাণ দপ্তর কি সংরক্ষণ আইনের বাইরে?
টিআরইএসপি প্রকল্পে অ্যাকাউন্টস অফিসারের মোট পদের সংখ্যা ছিলো ৩০টি।এরমধ্যে ইউআর-১৬, এসটি ০৯ এবং এসসি-০৫ সংরক্ষিত।এই ৩০টি পদের মধ্যে ২৩ জনকে নিয়োগ করা হয়েছে।মেধা তালিকার প্রথম সারিতে থাকা প্রার্থীদের বঞ্চিত করে।৭টি পদে এখনও কোনও নিয়োগ করা হয়নি। দপ্তরের তেমন কোনও উদ্যোগও লক্ষ্য করা যাচ্ছে না।সবথেকে বিস্ময়কর ঘটনা হলো, এই নিয়োগে নানা অনিয়ম নিয়ে একাধিকবার পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে।কিন্তু দপ্তর রহস্যজনকভাবে নীরব। দপ্তরের পক্ষ থেকে এই বিষয়ে কোনও বিবৃতি তো দূরের কথা।একটি টু-শব্দ পর্যন্ত নেই।এই দপ্তরের মন্ত্রী হচ্ছেন বিকাশ দেববর্মা।তার ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে। তেমনি এই প্রকল্পের এস প্রভু এবং যুগ্ম অধিকর্তা ভি. ডার্লং-এর ভূমিকা নিয়েও বড় ধরনের প্রশ্ন উঠেছে।
এই প্রকল্পে যাবতীয় নিয়োগে বহিঃরাজ্যের একটি বেসরকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে।ওই সংস্থাই যাবতীয় প্রক্রিয়া শেষে মেধা তালিকা তৈরি করে দপ্তরকে দিয়েছে।সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশিকা রয়েছে, মেধার ভিত্তিতে সংরক্ষণের কোটার বাইরে গিয়ে এসটি ও এসসি প্রার্থীদের অসংরক্ষিত পদে নিয়োগ করা গেলেও, কোনওভাবে মেধা তালিকার প্রথম সারিতে থাকা প্রার্থীদের বঞ্চিত করে ওই সমপদে সংরক্ষণ কোটার বাইরে যাওয়া যাবে না।কিন্তু দপ্তর সুপ্রিম কোর্টের নির্দেশিকা পর্যন্ত পালন করেনি।দপ্তর ঠিক উল্টো কাজটাই করেছে। স্বাভাবিকভাবেই বর্তমান সরকারের নীতি ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

Dainik Digital

Recent Posts

কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হানা!!

অনলাইন প্রতিনিধি :-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলে পড়ল জঙ্গিরা। কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিরা এলোপাথাড়ি গুলি…

9 hours ago

রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে নীতিন সাক্ষাতে বিপ্লব!!

অনলাইন প্রতিনিধি :- জাতীয় সড়ক এনএইচ-৮ -এর ভগ্নাবস্থায় বিভিন্ন অংশ দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের…

13 hours ago

ধান উৎপাদনে দেশে ষষ্ঠ স্থানে ত্রিপুরা, জমি ফেলে রাখবেন না কৃষকদের আহ্বান রতনের!!

অনলাইন প্রতিনিধি :-গ্রাম হলো আমাদের শক্তি,কৃষক আমাদের অন্নদাতা' এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের কৃষি ক্ষেত্রকে…

13 hours ago

এবার কি ইউসিসি?

কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার। রামমন্দির প্রতিষ্ঠা।তিন তালাক প্রথা বাতিল।নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ (সিএএ)। ওয়াকফ…

13 hours ago

ধস নেমে চলাচল বন্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে!!

অনলাইন প্রতিনিধি :-প্রচন্ড বৃষ্টি ও ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন জম্মু ও কাশ্মীরের রামবান জেলা…

1 day ago

না ফেরার দেশে পোপ ফ্রান্সিস!!

অনলাইন প্রতিনিধি :-ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সোমবার মৃত্য হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।দক্ষিণ…

1 day ago