টিআরবিটি কন্ট্রোলারের বিরুদ্ধে ২০২২ টেট পরীক্ষার্থীদের বিস্ফোরক অভিযোগ!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || ২০২২ সালের টেট পরীক্ষার প্রশ্নপত্রে ভুল ছিল, এই অভিযোগ তুলে পরীক্ষার্থীরা বেশ কয়েকবার ডেপুটেশন প্রদান করে টিআরবিটি’র কন্ট্রোলার প্রত্যুষ রঞ্জন দেব এর কাছে। কিন্তু শ্রী দেব তার ফেসবুকে মঙ্গলবার একটি পোস্ট দেন, যেখানে তিনি লেখেন, ২০ থেকে ৩০ জন পরীক্ষার্থী যারা পাস করতে পারবে না, তারা বিভিন্ন ধরনের স্লোগান এবং বিশৃঙ্খলার সৃষ্টি করছে। পাশাপাশি উনার সঙ্গে দেখা করেও সাংবাদিকদের এসে মিথ্যে বলছে দেখা করেননি বলে। আরো বিভিন্ন কথা উল্লেখ করেন তিনি। তারই পরিপ্রেক্ষিতে বুধবার ফের ২০২২ সালের টেট পরীক্ষার্থীরা সাংবাদিক সম্মেলন করে অভিযোগের আঙুল তুলে।