টিএফএ-র মহিলা ফুটবল নভেম্বরে

 টিএফএ-র মহিলা ফুটবল নভেম্বরে
এই খবর শেয়ার করুন (Share this news)

খেলো ইণ্ডিয়া স্টেট লীগ অনূর্ধ্ব ১৭ মহিলা ফুটবল আসর নভেম্বর মাসের প্রথম সপ্তাহে রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপাতত সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে রাজ্য ফুটবল সংস্থা। মৌখিকভাবে সাতটি টিম এই টুর্নামেন্টে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেও ছয়টি টিমের তরফে প্রাথমিকভাবে এন্ট্রি জমা পড়েছে টিএফএর কাছে। তা হলো – কিল্লা মর্নিং ক্লাবের দুটি টিম, বিশ্রামগঞ্জ পে ল সেন্টার, ত্রিপুরা স্পোর্টস স্কুল, চলমান সংঘ ও জম্পুইজলা প্লে সেন্টার। তেলিয়ামুড়া একাদশ খেলবে বলে মৌখিকভাবে জানিয়েছে। তবে টিএফএ ছয়টি টিম খেলবে তা ধরে নিয়েই এগোচ্ছে। অনূর্ধ্ব ১৭ মহিলা ফুটবলের এই টুর্নামেন্টের আয়োজন এবং তার বিভিন্ন বিষয়গুলো নিয়ে গতকাল টিএফএর এক বৈঠক হয়। সেখানে টুর্নামেন্টের চূড়ান্ত দিনক্ষণ সূচি এবং ভেন্যু এই সব বিষয় নিয়ে পাকাপাকি কোনও সিদ্ধান্ত নিতে পারেনি টিএফএ। তবে ঠিক হয়েছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে তা শুরু করা হবে। আগরতলার এডি নগর পুলিশ গ্রাউণ্ডে অথবা উদয়পুরের চন্দ্রপুর সিনথ্যাটিক টার্ফ ফুটবল গ্রাউণ্ডে খেলা করানো হবে। আগামী ১৮ অক্টোবরের মধ্যে টিমগুলোর প্লেয়ারদের সিআরএস করতে বলা হয়েছে। আপাতত ঠিক হয়েছে সিঙ্গেল লীগ ভিত্তিতে খেলা করানো হবে। ছয়টি টিমের মোট ৩০ টি ম্যাচ হবে। টিমগুলোকে ম্যাচমানি (প্রতি ম্যাচ হিসেবে) পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে বলেও ঠিক হয়েছে। যদিও ফেডারেশনের তরফে যে গাইডলাইন দেওয়া হয়েছে তাতে টিমগুলোর ম্যাচমানি বারো হাজার টাকা করে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আসরে চ্যাম্পিয়ন দল ৫০ হাজার টাকা এবং রানার্স আপ দল ৩০ হাজার টাকা দেওয়া হবে। টিএফএর তরফে যুগ্ম সচিব পার্থ সারথী গুপ্ত এই খবর জানান।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.