খেলো ইণ্ডিয়া স্টেট লীগ অনূর্ধ্ব ১৭ মহিলা ফুটবল আসর নভেম্বর মাসের প্রথম সপ্তাহে রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপাতত সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে রাজ্য ফুটবল সংস্থা। মৌখিকভাবে সাতটি টিম এই টুর্নামেন্টে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেও ছয়টি টিমের তরফে প্রাথমিকভাবে এন্ট্রি জমা পড়েছে টিএফএর কাছে। তা হলো – কিল্লা মর্নিং ক্লাবের দুটি টিম, বিশ্রামগঞ্জ পে ল সেন্টার, ত্রিপুরা স্পোর্টস স্কুল, চলমান সংঘ ও জম্পুইজলা প্লে সেন্টার। তেলিয়ামুড়া একাদশ খেলবে বলে মৌখিকভাবে জানিয়েছে। তবে টিএফএ ছয়টি টিম খেলবে তা ধরে নিয়েই এগোচ্ছে। অনূর্ধ্ব ১৭ মহিলা ফুটবলের এই টুর্নামেন্টের আয়োজন এবং তার বিভিন্ন বিষয়গুলো নিয়ে গতকাল টিএফএর এক বৈঠক হয়। সেখানে টুর্নামেন্টের চূড়ান্ত দিনক্ষণ সূচি এবং ভেন্যু এই সব বিষয় নিয়ে পাকাপাকি কোনও সিদ্ধান্ত নিতে পারেনি টিএফএ। তবে ঠিক হয়েছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে তা শুরু করা হবে। আগরতলার এডি নগর পুলিশ গ্রাউণ্ডে অথবা উদয়পুরের চন্দ্রপুর সিনথ্যাটিক টার্ফ ফুটবল গ্রাউণ্ডে খেলা করানো হবে। আগামী ১৮ অক্টোবরের মধ্যে টিমগুলোর প্লেয়ারদের সিআরএস করতে বলা হয়েছে। আপাতত ঠিক হয়েছে সিঙ্গেল লীগ ভিত্তিতে খেলা করানো হবে। ছয়টি টিমের মোট ৩০ টি ম্যাচ হবে। টিমগুলোকে ম্যাচমানি (প্রতি ম্যাচ হিসেবে) পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে বলেও ঠিক হয়েছে। যদিও ফেডারেশনের তরফে যে গাইডলাইন দেওয়া হয়েছে তাতে টিমগুলোর ম্যাচমানি বারো হাজার টাকা করে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আসরে চ্যাম্পিয়ন দল ৫০ হাজার টাকা এবং রানার্স আপ দল ৩০ হাজার টাকা দেওয়া হবে। টিএফএর তরফে যুগ্ম সচিব পার্থ সারথী গুপ্ত এই খবর জানান।
অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…